১৫ আগস্টের ছুটি বাতিল, এইসব সরকারি কর্মীদের

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অগস্ট মাসের ছুটি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। সরকারি ছুটি পেয়েও পেলেন না সরকারি কর্মচারীরা। 15 অগস্ট, স্বাধীনতা দিবস মানেই ছুটি পাবেন বলে আশা করেছিলেন কেন্দ্রীয় সরকারের কর্মীরা। কিন্ত সরকারের তরফ থেকে এদিন এমন এক নির্দেশিকা জারি করলেন, যা দেখে চিন্তায় অনেকেই।

সব আমন্ত্রিত আধিকারিক এবং কর্মীকে বাধ্যতমূলক ভাবে লাল কেল্লায় উপস্থিত থাকার নির্দেশিকা জারি করেছেন ক্যাবিনেট সচিব রাজীব গোউবা। কড়া ভাষায় কেন্দ্র বলেছে, আমন্ত্রিত যে সকল সরকারি কর্মীরা অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।

আসলে বিগত বছরগুলিতে, আমন্ত্রিত হওয়া সত্ত্বেও অনেক সরকারি কর্মীই স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসেননি। অথচ অফিসে বসে কাজের মতো নিজের দেশের স্বাধীনতা দিবসে সরকারি কর্মীদের যোগ দেওয়াটাও কিন্তু দায়িত্বের মধ্যে পড়ে। তাই এই বছর থেকে আর একই জিনিস চায় না কেন্দ্র। তাই এখন থেকে চিঠি লিখে কেন্দ্রীয় উচ্চপদস্থ কর্মীদের ঘরে আমন্ত্রণ পাঠিয়েছে কেন্দ্র। সবাইকে আসতেই হবে স্বাধীনতা দিবসের দিন।

তবে, 15 অগস্টের ছুটি না পেলেও, রবিবার ও শনিবার বাদ দিয়ে নিম্নলিখিত ছুটিগুলো তো নিশ্চিত পাবেন।

16 অগস্ট 2024: শুক্রবার, ডি জুরে ট্রান্সফার ডে উপলক্ষ্যে পন্ডিচেরিতে ছুটি।

19 অগস্ট 2024: সোমবার, রক্ষা বন্ধন উপলক্ষ্যে ছত্তিশগড়, দমন ও দিউ, গুজরাট, হরিয়ানা, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে ছুটি।

আরো পড়ুনঃ এয়ারটেলের বড় ঘোষনা! এইসব লোকেরা ফ্রি ইন্টারনেট, কল পাবে

19 অগস্ট 2024: সোমবার, ঝুলন পূর্ণিমা উপলক্ষ্যে ওড়িশায় ছুটি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

26 অগস্ট 2024: সোমবার, জন্মাষ্টমী উপলক্ষ্যে অরুণাচল প্রদেশ, আসাম, গোয়া, কর্ণাটক, কেরালা, লক্ষদ্বীপ, মহারাষ্ট্র, মিজোরাম, পন্ডিচেরি ও পশ্চিমবঙ্গ রাজ্যে জাতীয় ছুটি।

Leave a Comment