government will pay money in mega scheme if you do these business
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিজের কিছু করতে চান? সাহায্যের হাত বাড়াল সরকার। অনেকেই স্বাধীন ভাবে ব্যবসা করে আয় বাড়াতে চান। কিন্তু ব্যবসা শুরু করার জন্য পর্যাপ্ত মূলধন না থাকায় এগোতে পারেন না। ইচ্ছে ভুলে আগের নিয়মেই সামান্য কিছু আয় করে দিন কাটাতে হয়।

তবে এবার এই সমস্ত মানুষের জন্য বড় উদ্যোগ নিল রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দফতর। সরকারি উদ্যোগে গড়ে ওঠা এই উন্নয়ন মিশনের মাধ্যমে দারুণ দারুণ সব সুবিধা দেওয়া হচ্ছে গ্রাহকদের। নির্দিষ্ট শর্ত মেনে এগোলেই হবে বাজিমাত।

কীভাবে এই মেগা স্কিমের সুবিধা পাবেন?

দেখুন, রাজ্যের উদ্যানপালন উন্নয়ন মিশনের অধীনে বেশ কয়েকটি বিশেষ ব্যবসার করে সরকারি অনুদান পেতে পারেন আপনি। এবার যে যে ব্যবসা করে আপনি এই সুবিধা নিতে পারবেন, সেগুলোর নাম আমরাই বলে দিচ্ছি দাঁড়ান। নিম্নলিখিত পাঁচ ব্যবসার মধ্যে যে কোনও একটি করলেই হবে।

1) মশলা চাষের ব্যবসা

2) ফলের প্যাকিং ব্যবসা

3) পেঁয়াজ সংরক্ষণের ব্যবসা

4) টিলারের ব্যবসা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

5) গ্রিন হাউসের ব্যবসা

কোন ব্যবসায় কত টাকা করে অনুদান পাবেন?

মশলা চাষের ব্যবসা: এই ব্যবসা শুরু করলে, সম্পূর্ণ ব্যবসার খরচের 40 শতাংশ অনুদান দেবে সরকার। প্রতি হেক্টর জমি হিসাবে, পাবেন সর্বাধিক 12,000 টাকা পর্যন্ত।

ফলের প্যাকিং ব্যবসা: 9 মিটার × 6 মিটারের ফলের প্যাকিং হাউস খুলতে মোট খরচের 50 শতাংশ অনুদান দেবে সরকার। প্রতি প্যাক হাউস পিছু সর্বোচ্চ 2 লক্ষ টাকা পাবেন।

গ্রিন হাউসের ব্যবসা: মোট খরচের 50 শতাংশ টাকা অনুদান পাবেন। প্রতি বর্গমিটারে সর্বোচ্চ 530 টাকা দেওয়া হবে। একজন কৃষক সর্বোচ্চ 4 হাজার বর্গমিটারের জমিতে এই ব্যবসা করতে টাকা পাবেন।

আরও পড়ুনঃ টাকা-পয়সার চিন্তা সবার আছে, এই কাজ করলে অনেকটাই চিন্তা মুক্ত হবেন

পেঁয়াজ সংরক্ষণের ব্যবসা: 25 মেট্রিক টন হিসাবে অনুদান দেবে সরকার। পুরো খরচের অর্ধেক টাকা পাবেন। প্রতি ইউনিটে সর্বোচ্চ 87,500 টাকা পাবেন।

টিলারের ব্যবসা: 8 হর্স পাওয়ার বা তার থেকে বেশি ক্ষমতার পাওয়ার টিলার নেওয়ার মোট খরচের 40 শতাংশ অনুদান দেবে সরকার। প্রতি ইউনিট সর্বোচ্চ 75,000 টাকা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *