একটা ভূমি ধস শেষ করে দিলো একটি রাজ্যকে। হ্যাঁ কেরল রাজ্যের কথা বলছি। গত জুলাই মাসে শেষ সোমবার রাত থেকেই ওয়ানাড়ের মেপ্পাদির কাছে একাধিক পাহাড়ি এলাকায় ভূমি ধস নামে, প্রথম ধস নামে মুন্ডাক্কাই টাউনের কাছে রাত একটা নাগাদ,এরপর ভোর চারটে নাগাদ দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে,এই ধসের ফলে আশপাশের বাড়ি ও দোকানের মধ্যে জল,কাদা ঢুকে যায়, সেখানে একটি ব্রিজ ভেঙে পড়ে,যার ফলে ৪০০টি পরিবার আটকা পড়ে যায়।
কেরল রাজ্যের এই প্রাকৃতিক দুর্যোগে ইতিমধ্যেই ২০০ জনের কাছাকাছি মানুষ মারা গিয়েছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে খবর রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে প্রবল বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় এখনো উদ্ধার কাজ সম্পন্ন করা যায় নি, তাই মনে করা হচ্ছে এখনো হয়তো কিছু মানুষ কাদা জলের মধ্যে আটকে পড়ে শেষ নিদ্রায় চলে গেছেন কিন্তু সংখ্যাটা জানা হয়ে ওঠেনি। এই প্রাকৃতিক দুর্যোগে ওয়ানাড়েতে গ্রামের পর গ্রাম তুমুল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতিগ্রস্ত রাজ্যের মানুষের পাশে দাঁড়ালো এইবার টেলিকম সংস্থা এয়ারটেল।
সম্প্রতি এয়ারটেল কেরলের মানুষের পাশে দাঁড়িয়ে একটি ঘোষণা করেছে, জনপ্রিয় এই টেলিকম সংস্থার তরফ থেকে জানানো হয়েছে যে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কেরলের ওয়ানাড়ে যদি কারোর রিচার্জ শেষ হয়ে থাকে এবং হয়তো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা পুনরায় রিচার্জ করতে পারছে না, সেক্ষেত্রে তাদের প্রতিদিন ১ জিবি করে ফ্রি ডেটা দেওয়া হবে। এয়ারটেল আগামী তিন দিন এই ফ্রি ডেটা দেবে। তবে শুধু ফ্রি ডেটাই নয়, ফ্রি ডেটার পাশাপাশি ওয়ানাড়ের এই সব গ্রাহকরা এই তিনদিন ফ্রি কলের সুবিধাও পাবেন, এছাড়া রোজ ১০০টি করে ফ্রি এসএমএস করতে পারবেন।
আরো পড়ুনঃ আধার কার্ড তো সবার আছে, কিন্তু ভূ-আধারের কথা জানেন কী?
সেখানকার পোস্টপেইড গ্রাহকদের জন্য বিল মেটানোর ক্ষেত্রে একমাস অতিরিক্ত সময় দিয়েছে এয়ারটেল। এমনকি এই সময় কালে তারা পরিষেবা পাবেন বলেও আশ্বস্ত করেছে টেলিকম সংস্থা এয়ারটেল। প্রাকৃতিক দুর্যোগে নিজের গ্রাহকদের অসুবিধার কথা মাথায় রেখে ফ্রি ডেটা,কলিং সুবিধা দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষদের কথাও ভেবেছেন এই সংস্থা।
তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে, কেরল রাজ্যে এয়ারটেলের যে ৫২টি রিটেল স্টোর আছে, সেগুলিকে ত্রাণ সামগ্রী বিতরণ কেন্দ্রে পরিণত করা হয়েছে আর উদ্ধার কার্যের ক্ষেত্রে তারা ইতিমধ্যেই হাত লাগিয়ে দিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে এই ব্যাপারে সাহায্য করছে।