পুজোর আগেই জবর খবর। সোনায় সোহাগা সরকারি কর্মীদের জন্য। মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির অপেক্ষায় বসে থাকা সরকারি কর্মীরা, রাজ্য সরকারের তরফে বড় উপহার পেয়েছেন। তাঁদের জন্য বরাদ্দ ডিএ বৃদ্ধি পেয়েছে 4%।
তবে, কোন সরকারি কর্মচারীরা এই বৃদ্ধির দরুণ উপকৃত হবেন এবং কখন এই বৃদ্ধি কার্যকর করা হবে, তা নিয়ে অনেকেই রয়েছেন সংশয়ে। সেই সংশয় দূর করতে এসেছি আমরাই।
কতজন সরকারি কর্মী এই সুবিধা পাবেন?
জানা গিয়েছে, রাজ্য সরকার রাজ্য কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধির ঘোষণা করেছে। এই বৃদ্ধি 1 জানুয়ারি, 2024 থেকে কার্যকর ধরা হবে। প্রায় 4.71 লক্ষ কর্মচারী এবং 4.73 লক্ষ পেনশনভোগী কর্মচারী এই ভাতার দ্বারা উপকৃত হবেন। এই বৃদ্ধির বকেয়া হিসাবে মোট 1129.51 কোটি টাকা বরাদ্দ করে রেখেছে সরকার।
তিন কিস্তিতে বকেয়া টাকা পাবে সরকারি কর্মীরা
কর্মচারী সংগঠনগুলি সরকারের এই ডিএ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে। কর্মীদের স্বার্থে একটি দুর্দান্ত ভাল পদক্ষেপ বলে অভিহিত করেছে। তবে হ্যাঁ, মহার্ঘ্য ভাতার বকেয়া কিস্তি কর্মচারীরা কিন্তু এক সঙ্গে একেবারেই পাবেন না। জানুয়ারি 2024 থেকে জুন 2024 পর্যন্ত ছয় মাসের মহার্ঘ ভাতা তিন কিস্তিতে দেওয়া হবে।
1) জুলাই মাসের বেতনের সঙ্গে প্রথম কিস্তি আসবে।
2) অগস্ট মাসের বেতনের সঙ্গে দ্বিতীয় কিস্তি।
3) সেপ্টেম্বরের বেতনের সঙ্গে তৃতীয় কিস্তি দেওয়া হবে।
আরো পড়ুনঃ ৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ যোজনা! এদের সবাইকে দেওয়া হবে সুবিধা
প্রসঙ্গত, এদিকে ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় কর্মীরাও। জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ডিএ বাড়িয়ে সেপ্টেম্বর-অক্টোবরে ঘোষণা করা হয় কেন্দ্রের তরফে। বর্তমানে কেন্দ্রীয় কর্মচারীরা ডিএ পাচ্ছেন 50 শতাংশ পর্যন্ত।
এমন পরিস্থিতিতে আরও ডিএ বাড়লে আরও উপকৃত হবেন তাঁরা। কেন্দ্রীয় কর্মীদের অপেক্ষার সময়ে গুজরাট সরকারের, রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে এই দুর্দান্ত সিদ্ধান্ত খুশি টেনে এনেছে।
উল্লেখ্য, জানা গিয়েছে যে, ৮ম তম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় স্তরে আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।