কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প আছে যে প্রকল্পে কেন্দ্রীয় সরকার দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলাদের ৬০৩ টাকার দিয়ে গ্যাসে ২০০ টাকা ভর্তুকি দিতো। সম্প্রতি এই ভর্তুকির টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে কেন্দ্র সরকার। এখন সেই টাকা হয়েছে ২০০ থেকে ৩০০।
দরিদ্রসীমার নীচে বসবাসকারী মহিলারা যাতে অল্প টাকা দিয়েও গ্যাসের সুবিধা পেতে পারেন সেই কারণেই কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে্র ১লা মে এই বিশেষ প্রকল্প চালু করেন। এই প্রকল্পের নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা।
বর্তমানে বাজারে গ্যাসের দাম ৯০৩ টাকা আর ‘উজ্জ্বলা যোজনা’ গ্রাহকদের ১৪.২ কেজি সিলিন্ডারের দাম লাগছিলো ৭০৩ টাকা। পরে মন্ত্রী সভায় একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এখন ৬০৩ টাকা দাম পরে গ্যাসের।
এখন ৬০৩ টাকা দিয়ে গ্যাস কিনলে ভর্তুকি হয়েছে ৩০০ টাকা। এখন আপনার মনে এই প্রশ্ন জাগতে পারে যে, এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন? এই ‘উজ্জ্বলা যোজনা’র প্রকল্পে আবেদন করতে পারবেন, একজন মহিলা, যিনি সাবালিকা অর্থাৎ ১৮ বছরের ঊর্ধ্বে যার বয়স ও BPL পরিবারের অন্তর্ভুক্ত মহিলা হতে হবে। এছাড়া ওই মহিলার অবশ্যই রেশন কার্ড থাকতে হবে।
২ টি ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যায় না?
এক্ষেত্রে অবশ্যই ২ টো বিষয় মাথায় রাখতে হবে,ভআবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছরের কম হলে অথবা একই পরিবারে অন্য কোনও LPG-র সঙ্গে সংযোগ থাকলে সেই পরিবারের মহিলারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না বা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
কীভাবে পাবেন এই সুবিধা?
(১) এই প্রকল্পে আবেদন করতে হলে প্রথমে উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েব সাইট pmuy.gov.in এ যান, তারপর হোম পেজে আসুন।
(২) এবার প্রকল্পের ফর্মটি ডাউনলোড করে নিয়ে সমস্ত তথ্য পূরণ করে আপনার বাড়ির নিকটবর্তী গ্যাস অফিসে জমা করুন।
(৩) এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কতগুলো ডকুমেন্টসের জেরক্স আপনাকে সাবমিট করতে হবে।
Read More: ১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র, এবার আরো ১ টি প্রকল্পের টাকা আটকে দিল
কী কী ডকুমেন্টস লাগবে?
এই প্রকল্পে আবেদন করতে গেলে মোবাইল নম্বর, বয়সের শংসাপত্র, আধার কার্ড, রেশন কার্ড, বিপিএল কার্ড, পাসপোর্ট সাইজের একটি ছবি, ব্যাঙ্কের বই লাগবে। উল্লেখ্য, এক্ষেত্রে অফিশিয়াল পোর্টালটি হলো pmuy.gov.in।