Ration card system changed now people of the state will get new benefits
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আমাদের এই দেশে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো রেশন কার্ড। কারণ রেশন কার্ডের মাধ্যমে অধিকাংশ সময় রাজ্যবাসীদের নানান গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী প্রদান করা হয়ে থাকে। প্রতিমাসে রাজ্যবাসী রেশন কার্ডের মাধ্যমে রেশন সামগ্রী পেয়ে থাকেন।

রাজ্যবাসীর রেশন পেতে যাতে কোন‌ও অসুবিধা না হয় সেই কারণে রেশন ব্যবস্থাকে আর‌ও সরলীকরণ করতে রাজ্য সরকার অনলাইনের মাধ্যমে রেশন ব্যবস্থা চালু করেছে। হ্যাঁ, রেশন কার্ডের যাবতীয় কাজ এবার বাড়িতে থেকেই করা সম্ভব যদি আপনার কাছে একটি স্মার্ট ফোন থাকে তাহলে অনলাইনে খাদ্য দপ্তরের ফুড পোর্টালে গেলে যাবতীয় কাজ হয়ে যাবে।

ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম রেশন সম্পর্কিত কাজ অনলাইনে চালু করল। খাদ্য দপ্তরের সূত্রে বলা হয়েছে যে এই নতুন পদ্ধতিতে পরিবারের রেশন কার্ড নিজেই সংশোধন করা যাবে। রেশন কার্ডে নিজের নাম বয়স ঠিকানায় কোন কিছু ভুল থাকলে সেল্ফ সার্ভিসের মত ঘরে বসেই সেটা ঠিক করে দেওয়া যাবে।

এতে গ্রাহকদের সমস্যা যত দ্রুত সমাধান হবে একই সাথে গ্রাহকদেরকে রেশন কার্ডের কোন ভুল ঠিক করবার জন্য হয়রানির শিকার হতে হবে না।  অনেক সময় দেখা যায় রেশন কার্ড সম্পর্কিত কোনো রকম সমস্যা তৈরি হলে গ্রাহকদের বারবার খাদ্য দপ্তরে যেতে হয় সে কাজটি আর করতে হবে না।

ঘরে ঘরে এখন স্মার্ট ফোন হয়েছে স্মার্টফোনের সাহায্যে এই কাজ সম্ভব। প্রসঙ্গত উল্লেখ্য রেশন বন্টন ব্যবস্থায় ওজনের কারচুপির অভিযোগ লাগাতার হারে আসছিলো,গত বছরের শেষ দিকে রেশন দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায় এবং প্রাক্তন খাদ্য মন্ত্রী গ্রেপ্তার হন, যার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির তদন্ত করতে নেমে পড়ে মাঠে আর তখনই রাজ্য সরকার ও দুর্নীতি রুখে রাজ্যে রেশন ব্যস্থায় স্বচ্ছতা আনতে তৎপর হন।

আরো পড়ুনঃ জিও দিচ্ছে এবার ডবল সুবিধা, শুধু এত টাকা রিচার্জ করলেই

এরপর রাজ্য সরকার নানান পদক্ষেপ নিতে শুরু করেন তার মধ্যে একটি পদক্ষেপ হলো বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার। হ্যাঁ  ওজনে কারচুপি যাতে আর না করা হয় সেই বিষয়টিতে লাগাম টানতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার চালু করেছে রাজ্য খাদ্য দপ্তর।  এই ব্যবস্থা পাইলট প্রকল্প হিসেবে আপাতত চালু করা হয়েছে তবে পরে এই ব্যবস্থাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ারও পরিকল্পনা রয়েছে।

এই প্রসঙ্গে খাদ্য মন্ত্রী রথীন ঘোষ বলেছেন যে, রেশনের কারচুপি রুখে দেওয়ার জন্য এর পরের ধাপে রেশন দোকানগুলিতে বৈদ্যুতিন ওজন যন্ত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *