ট্রেনে ভ্রমণ করার সময়, ঘড়িতে রাত 10 টা বাজলেই অনেক যাত্রী কম্বল নিয়ে ঘুমিয়ে যান। অনেকেই আবার, কোনও না কোনও দুশ্চিন্তার কারণে সারা রাত জেগে থাকেন এবং সময় সময় চেক করেন, যাতে গন্তব্য স্টেশনে আসার আগেই গেটে পৌঁছে যেতে পারেন এবং ট্রেন থামলেই কোনও তাড়াহুড়ো ছাড়াই নামতে পারেন।
কিন্তু এবার থেকে আর এই ক্ষেত্রে দুশ্চিন্তা করতে হবে না। ভারতীয় রেলওয়ে এই ধরনের যাত্রীদের সুবিধার্থে রেল ম্যানুয়ালে একটি নতুন নিয়ম তৈরি করেছে। এই নিয়মের অধীনে রাতে গন্তব্য স্টেশনে পৌঁছোনোর আগে যাত্রীদের ঘুম ভাঙানোর দায়িত্ব নেবেন টিটি।
কীভাবে কাজ করবে রেলের এই নিয়ম?
ইন্ডিয়ান রেলওয়ের ম্যানুয়াল অনুসারে, রাজধানী, তেজস, দুরন্ত বা এক্সপ্রেস ট্রেনের প্রিমিয়াম ট্রেনে ভ্রমণকারী কোনো যাত্রীর গন্তব্য স্টেশন যদি রাত 10 থেকে সকাল 6টার মধ্যে পৌঁছোনোর কথা থাকে, তাহলে ট্রেন স্টেশনে পৌঁছোনোর 15 মিনিট আগে, যাত্রীকে ঘুম থেকে জাগানোর দায়িত্ব থাকবে টিটি-র। এর জন্য ভারতীয় রেলও প্রতিটি টিটি-কে একটি ‘ওয়েক আপ’ মেমো দেবে।
কখন কার গন্তব্য কোথায় পৌঁছোবে কীভাবে টিটি জানবেন?
টিটি টিকিট চেক করার সময়, জানতে পারেন যে কোন নির্দিষ্ট যাত্রী কোন স্টেশনে কখন নামবেন। সেই অনুযায়ী মেমোতে যাত্রীর নাম ও আসন নম্বর লিখতে হবে টিটিকে। এরপর স্টেশনে পৌঁছানোর আগে, তা কোচ অ্যাটেনডেন্টকে পাঠাতে হবে এবং আসন্ন গন্তব্য স্টেশন সম্পর্কে অবহিত করতে হবে।
কারা পাবেন এই সুবিধা?
রেল মন্ত্রকের তথ্য ও প্রচার পরিচালক বলছেন, এই নিয়ম শুধু এসি-তে যাতায়াতকারী যাত্রীদের জন্য। সাধারণ ব্যক্তিদের জন্য নয়। এতে কোনও টিটি যদি গাফিলতি করে বসেন, তাহলে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা যাবে।
আরো পড়ুনঃ গ্রামে ও শহরে ৩ কোটি নতুন ঘর দেবে সরকার, আবেদন করলেই এত টাকা মিলবে
নিয়ম না মানা হলে কী হবে?
ভারতীয় রেল যাত্রীদের কোনও প্রকার ঝামেলা পোহাতে হবে না। কারণ, রেলের কর্মচারীদের জন্য এই নিয়মগুলি মেনে চলা বাধ্যতামূলক৷ কারণ যদি তাঁরা, এমনটি না করেন, তবে অভিযোগ দায়ের করতে পারবেন যাত্রীরা, এর ভিত্তিতে রেলের আধিকারিকরা ব্যবস্থা নিয়ে নেবেন।