5 Best Scholarship for madhyamik Pass Students
WhatsApp Group Join Now

2 মে প্রকাশিত হয়েছে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। 50 শতাংশ নম্বর পেলেই বাজিমাত হয়ে যাবে। পাবেন সেরা 5টি স্কলারশিপ। রাজ্য ও কেন্দ্র দু’জনে মিলে প্রায় 90,000 টাকা পর্যন্ত দেবে। শুধুমাত্র যোগ্যতার মানদন্ড, আর সরকারের দেওয়া কিছু বিশেষ শর্ত মেনে নিতে হবে। যদিও সবগুলোই সহজ শর্ত। জেনে নিন বিস্তারিত।

1) নবান্ন স্কলারশিপ (cmrf.wb.gov.in)

যোগ্যতার বিবরণ

1) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় 60,000 INR-এর বেশি হওয়া উচিত নয়৷

2) 65 শতাংশ নম্বর পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাসেই এই বৃত্তি পাবেন।

3) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

WhatsApp Group Join Now

কত টাকা পাবেন?

অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 10,000 টাকা বর্ষিক অনুদান পাবেন।

2) ওয়েসিস পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ (oasis.gov.in)

যোগ্যতার বিবরণ

1) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় 2,50,000 INR-এর বেশি হওয়া উচিত নয়৷

2) শুধুমাত্র মাধ্যমিক পাসেই এই বৃত্তি পাবেন।

3) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

কত টাকা পাবেন?

অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 2,000 টাকা থেকে 3,500 টাকা পর্যন্ত বর্ষিক অনুদান পাবেন।

Read More: মে মাসে কোটি কোটি মানুষের টাকা ঢুকবে, এর আগে পেলে এবারও পাবেন

3) বিকাশ ভবন স্কলারশিপ (svmcm.wbhed.gov.in)

যোগ্যতার বিবরণ

1) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় 2,50,000 INR-এর বেশি হওয়া উচিত নয়৷

2) 60 শতাংশ নম্বর পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাসেই এই বৃত্তি পাবেন।

3) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

কত টাকা পাবেন?

অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 12,000 টাকা থেকে 96,000 টাকা পর্যন্ত বর্ষিক অনুদান পাবেন।

4) ন্যাশনাল স্কলারশিপ (scholarship.gov.in)

যোগ্যতার বিবরণ

1) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় 2,50,000 INR-এর বেশি হওয়া উচিত নয়৷

2) 50 শতাংশ নম্বর পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাসেই এই বৃত্তি পাবেন।

3) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। যদিও এটি কেন্দ্রীয় সরকারের ভারতব্যাপী স্কলারশিপ।

কত টাকা পাবেন?

অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 10,000 টাকা থেকে 50,000 পর্যন্ত বর্ষিক অনুদান পাবেন।

5) ঐক্যশ্রী স্কলারশিপ (wbmdfcscholarship.in)

যোগ্যতার বিবরণ

1) পিতামাতা/অভিভাবকের বার্ষিক আয় 2,00,000 INR-এর বেশি হওয়া উচিত নয়৷
2) 50 শতাংশ নম্বর পেয়ে শুধুমাত্র মাধ্যমিক পাসেই এই বৃত্তি পাবেন।
3) অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
4) মুসলিম, শিখ, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের পড়ুয়ারা সুবিধা পাবেন।

কত টাকা পাবেন?

অনলাইনে আবেদন করলেই আবেদনকারীরা 16,000 টাকা পর্যন্ত বর্ষিক অনুদান পাবেন।

Read More: রাজ্যে সদর হাসপাতালে হাউস স্টাফ এর চাকরি, এত তারিখে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে

মনে রাখবেন, প্রতিটি স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট সময়সীমা থাকে। তাই উপরে দেওয়া ওয়েবসাইটগুলো ভিজিট করে আগে আবেদনের তারিখ দেখে নেবেন। তার পর সেই অনুযায়ী এগোবেন। তবেই তাড়াতাড়ি অনুদানের টাকাও পেয়ে যাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *