BECIL Data entry operator and others post Recruitment 2024
WhatsApp Group Join Now

বেকারদের জন্য চাকরির খবর! ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ানের মতো একাধিক পদে নিয়োগ করছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড। মাস গেলে বেতন দেওয়া হবে 30,000 টাকারও বেশি।

এই পদগুলির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। 26-04-2024 থেকে 08-05-2024 পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। এই চাকরির সম্পর্কে সম্পূর্ণ বিবরণ যেমন বয়সের সীমা, নির্বাচন পদ্ধতি, যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি সহ আরও বিশদ বিবরণ নিম্নলিখিত।

পোষ্টের নাম এবং শূন্যপদ

(1) অডিও-ভিডিও টেকনিশিয়ান: 1

(2) ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ: 1

(3) এমডিপি রুম-কিপিং এক্সিকিউটিভ: 2

WhatsApp Group Join Now

(4) ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ: 1

(5) অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট: 1

(6) ডাটা এন্ট্রি অপারেটর: 3

Read More: রেলে গ্রুপ-D চাকরি, মাধ্যমিকের মার্কশিট থাকলেই আবেদন

পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা

(1) অডিও-ভিডিও টেকনিশিয়ান: কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে স্নাতক ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(2) ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ: হোটেল ম্যানেজমেন্ট, হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি বা ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট ও হোটেল অ্যাডমিনিস্ট্রেশনে ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(3) এমডিপি রুম-কিপিং এক্সিকিউটিভ: হোটেল ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি বা হাউসকিপিং বা ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(4) ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ: হসপিটালিটি ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রি বা ক্যাটারিং বা ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের প্রাসঙ্গিক ক্ষেত্রে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

(5) অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট: বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তর বা ব্যবসায় প্রশাসনে মাস্টার্স হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

(6) ডাটা এন্ট্রি অপারেটর: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোনো স্নাতক ডিগ্রিধারী প্রার্থী হলেই হবে।

Read More: পাওয়ার গ্রিড কর্পোরেশনে চাকরি, জারি হলো অফিসিয়াল বিজ্ঞপ্তি

পদ অনুযায়ী মাসিক বেতন

(1) অডিও-ভিডিও টেকনিশিয়ান: প্রতি মাসে 23,790 টাকা

(2) ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ: প্রতি মাসে 21,632 টাকা

(3) এমডিপি রুম-কিপিং এক্সিকিউটিভ: প্রতি মাসে 21,632 টাকা

(4) ক্যাটারিং সার্ভিস এক্সিকিউটিভ: প্রতি মাসে 21,632 টাকা

(5) হিসাব সহকারী: প্রতি মাসে 35,000 টাকা

(6) ডাটা এন্ট্রি অপারেটর: প্রতি মাসে 21,632 টাকা

বয়স সীমা

সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 30 বছর।

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা/সাক্ষাৎকার (ইন্টারভিউ)

আবেদন ফি

ইউআর/ওবিসি/প্রাক্তন সৈনিক/মহিলা-Rs.885

SC/ST/EWS/PH-Rs.531

গুরুত্বপূর্ণ তারিখগুলো

অনলাইন রেজিস্ট্রেশন 26 এপ্রিল, 2024 থেকে শুরু হয়েছে।

অনলাইন রেজিস্ট্রেশন 8 মে, 2024 এ শেষ হবে।

Read More: ২৮ কোটি মানুষকে টাকা দিল কেন্দ্র সরকার! আপনি পাবেন কি দেখুন

কীভাবে আবেদন করবেন?

1) প্রতিষ্ঠানের অফিসিয়াল সাইট অর্থাৎ becil.com এ যান।

2) হোম পেজে এবং ক্যারিয়ার/বিজ্ঞাপন বিভাগের লিঙ্কে ক্লিক করুন।

3) তারপরে অডিও-ভিডিও টেকনিশিয়ান, ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদের বিজ্ঞপ্তি নির্বাচন করে ডাউনলোড করুন।

4) যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ খুঁটিয়ে পড়ুন।

5) আপনি যোগ্য হলে অনলাইনে আবেদনের লিঙ্কে যান।

6) অনুরোধ অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে আবেদন ফি প্রদান করুন।

7) সবশেষে ফর্ম জমা দিন এবং ভবিষ্যৎ রেফারেন্সের জন্য সঙ্গে একটি প্রিন্ট নিতে ভুলবেন না।

গুরুত্বপূর্ণ লিঙ্ক

📄 Official Notice: Download

Online Application: Apply Now

🌐 Official Website: Visit Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *