500 will not be required only if you have this special card you will get free gas cylinder
WhatsApp Group Join Now

প্রায় সবার বাড়িতেই রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়। এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমার কারণে অনেকেই এখন সময়ে সময়ে গ্যাস সিলিন্ডার ভর্তি করে ব্যবহার করতে পারছেন। কিছুদিন আগে গ্যাসের দাম অনেক বেড়ে গিয়েছিল যার কারণে এলপিজি গ্যাস গ্রাহকরা তাদের গ্যাস সিলিন্ডার পূরণে অনেক সমস্যায় পড়লেও এখন গ্যাস সিলিন্ডারের মূল্যস্ফীতি থেকে কিছুটা স্বস্তি পাওয়া গিয়েছে।

গ্যাস সিলিন্ডার কেনার ক্ষেত্রে সুবিধাভোগীদেরও ভর্তুকি দেওয়া হচ্ছে, ভর্তুকির কারণে নাগরিকরা কম দামে গ্যাস সিলিন্ডার পাচ্ছেন। আপনিও যদি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধা নিয়ে থাকেন, তাহলে আপনাকেও অবশ্যই ভর্তুকি দেওয়া হবে। একটি গ্যাস সিলিন্ডার কেনার সময়, সম্পূর্ণ অর্থ সেখানে জমা দিতে হবে এবং তারপরে ভর্তুকির পরিমাণ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। কিন্তু এবার এই সিলিন্ডারের দাম আরও কমাতে চাইছে বিজেপি সরকার।

বর্তমানে কলকাতায় 14.2 কেজি রান্নার গ্যাসের দাম 829 টাকা। সাধারণ ভাবে গ্যাস সিলিন্ডারে 79 টাকা ভর্তুকি দেওয়া হয়। এবং উজ্জ্বলা যোজনার আওতায় 380 টাকা ভর্তুকি দেওয়া হয়। এই টাকাগুলো সরাসরি মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেয় সরকার।

Read More: ২৮ কোটি মানুষকে টাকা দিল কেন্দ্র সরকার! আপনি পাবেন কি দেখুন

এদিকে লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। একেরপর এক জনমুখী সিদ্ধান্তের কথা তুলছে বিরোধী দলগুলো। এমনই এক ভোট প্রচারে এসে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে রাজস্থানের মতো এবার থেকে 450 টাকায় কলকাতাতেও রান্নার গ্যাস মিলবে। যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে

কীভাবে 10টি গ্যাস সিলিন্ডার ফ্রিতে পাবেন?

এদিকে শুভেন্দুর বক্তব্যের পর সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এদিন সারা ভারতে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেন। আমজনতা নিম্নলিখিত শর্ত মানলেই প্রতি বছরে 10টি করে গ্যাস সিলিন্ডার পাবেন বলে জানান রিনি।

WhatsApp Group Join Now

1) বিজেপির বিরোধী ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনতে হবে।

2) একদম বিনামূল্যে গরিব মানুষ এলপিজি সিলিন্ডার পেতে চাইলে, এর জন্য বিশেষ প্রকার রেশন কার্ড থাকতে হবে।

3) ওই রেশন কার্ড BPL হতে হবে।

উল্লেখ্য, এই তিনটি শর্ত মানলেই ফ্রির গ্যাস সিলিন্ডার আপনার।

Read More: ডাটা এনট্রি সহ আরো পোষ্টে চাকরি! ২১,৬৩২ টাকা থেকে বেতন শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *