BECIL Project Director and Assistant Project Director Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

চাকরিপ্রার্থীদের জন্য সেরা সুখবরটি নিয়ে হাজির হয়েছে BECIL (Broadcast Engineering Consultants India Limited)। রেডিও সেলে প্রজেক্ট ডিরেক্টর ও অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই কোম্পানি।

এই পদে চাকরি পাওয়ার জন্য আপনি যোগ্য কিনা, তা নিম্নলিখিত বিবরণ থেকেই জেনে যাবেন। এছাড়াও আবেদনের জন্য কোম্পানি যদি আবেদনের কোনও শর্ত দিয়ে থাকে, তাহলেও নীচের আবেদনের বিশদ বিবরণ চেক করে আবেদন করতে পারেন।

পদের নাম

1) প্রজেক্ট ডিরেক্টর (Project Director) 

2) অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর (Project Director)

বেতনের বিবরণ

1) প্রজেক্ট ডিরেক্টর (Project Director) – 75,000 টাকা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2) অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর (Project Director) – 68,000 টাকা

যোগ্যতার বিবরণ

প্রজেক্ট ডিরেক্টর:-

1) সমাজবিজ্ঞান/সামাজিক কাজের ক্ষেত্রে স্নাতকোত্তর।

2) কমিউনিটি রেডিওর ক্ষেত্রে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা।

3) কেন্দ্রীয় সরকারের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সুবিধা পাবেন।

4) মোট কাজের অভিজ্ঞতা: 15 বছর।

5) আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে 56 বছর।

অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর:-

1) সমাজবিজ্ঞান/সামাজিক কাজের ক্ষেত্রে স্নাতকোত্তর।

2) CRS ক্ষেত্রে 3 বছরের কাজের অভিজ্ঞতা।

3) মোট কাজের অভিজ্ঞতা 12 বছর।

4) আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে 56 বছর।

Read More: গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জেলাভিত্তিক শূন্যপদের লিস্ট জারি, আপনার জেলায় কত আছে দেখুন

শূন্যপদের বিবরণ

1) প্রজেক্ট ডিরেক্টর – 1 জন

2) অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ডিরেক্টর – 1 জন

আবেদনের শেষ তারিখ: 21/05/2024

কীভাবে আবেদন করবেন?

1) https://www.becil.com/ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্ৰথমে BECIL বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

2) বিজ্ঞাপনে উপস্থিত তথ্য সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ুন।

3) বিজ্ঞপ্তি দেখে যদি বোঝেন যে আপনি আবেদনের জন্য যোগ্য, তাহলে আবেদন শুরু করুন।

4) সমস্ত গুরুত্বপূর্ণ নথি সহ অনলাইন আবেদন ফর্ম পূরণ করে, শেষ তারিখের আগে কর্মকর্তাদের কাছে অনলাইনেই

জমা দিন।

5) অনলাইন আবেদন সাবমিট করার পর কিন্তু ফর্মের প্রিন্ট আউট সঙ্গে রাখতে ভুলবেন না।

Read More: রাজ্যে গ্রুপ-C, গ্রুপ-D পোষ্টে নিয়োগ! মাধ্যমিক, অষ্টম শ্রেনি পাশে চাকরি

গুরুত্বপূর্ণ লিঙ্ক

📄 Official Notice: Download

✅ Online Application: Apply Now

🌐 Official Website: Visit Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *