চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ। স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার সহ একাধিক পদের নিয়োগের বিজ্ঞপ্তি ঘোষণা করেছে রাজ্য। তাই আবেদনকারী যারা এই সুযোগের জন্য আবেদন কিংবা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক, তাঁদের অবশ্যই এই পুরো নিবন্ধটি মনোযোগ দিয়ে পড়তে হবে।
দেখবেন, অনলাইন আবেদন জমা দেওয়া শুরু হয়েছিল 17 এপ্রিল 2024 থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 17 মে 2024। অনলাইনে করতে হবে আবেদন। আরও বিশদ বিবরণের জন্য নির্দিষ্ট বিবরণ পড়ুন এই রিপোর্টে।
নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
বোর্ড:- কালিম্পং জেলা আদালত
পদ:- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC), স্টেনোগ্রাফার, অফিস পিয়ন ইত্যাদি।
আবেদনের মোড:- অনলাইন
চাকরির অবস্থান:- পশ্চিমবঙ্গ
চাকরির জন্য পোষ্টভিত্তিক শূন্যপদ
স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, সুশৃঙ্খল/অফিস, নাইট গার্ড, এবং সুইপার (কর্মবন্ধু) পদের জন্য মোট শূন্য পদের সংখ্যা 37। নিম্নে শূন্যপদ বণ্টন করা হলো-
ইংরেজি স্টেনোগ্রাফার:- 02
লোয়ার ডিভিশন ক্লার্ক :- 13
প্রসেস সার্ভার:- 02
সুশৃঙ্খল/অফিস পিয়ন :- 17
নাইট গার্ড :- 02
ঝাড়ুদার (কর্মবন্ধু) :- 01
Read More: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান পোষ্টে গ্রুপ-C চাকরি, ১৯ হাজার ৯০০ টাকা মাসে বেতন
শিক্ষাগত যোগ্যতা
1) ইংরেজি স্টেনোগ্রাফার:- ন্যূনতম মাধ্যমিক পাস। কম্পিউটারের অভিজ্ঞতার সার্টিফিকেট থাকতে হবে। প্রতি মিনিটে কম্পিউটারের 80টি শব্দ লেখায় দক্ষ হতে হবে।
2) প্রসেস সার্ভার:- ন্যূনতম এইট পাস। কম্পিউটারের উপর দক্ষতা থাকতে হবে।
3) সুশৃঙ্খল/অফিস পিয়ন :- ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। আর কোনও অভিজ্ঞতা লাগবে না।
4) নাইট গার্ড :- ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। আর কোনও অভিজ্ঞতা লাগবে না।
5) ঝাড়ুদার (কর্মবন্ধু) :- ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। আর কোনও অভিজ্ঞতা লাগবে না। ফিটনেস জরুরি।
6) লোয়ার ডিভিশন ক্লার্ক :- ন্যূনতম মাধ্যমিক পাস। কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে। টাইপিং স্পিড প্রয়োজন।
বয়স সীমা কত?
আবেদনকারী যাদের বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 40 বছর পর্যন্ত, তারাই আবেদনের জন্য যোগ্য হবেন। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের জন্য শিথিলতা নিয়ম অনুযায়ী রাখা হয়েছে।
আবেদন ফি কত?
সকল আবেদনকারীদের জন্য:- Rs.160/- থেকে Rs.800/- (আবেদনকারীদের পদ এবং বিভাগ অনুযায়ী)
অর্থপ্রদানের পদ্ধতি – অনলাইন
Read More: ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট এর চাকরি, ২৫ হাজার ৫০০ টাকা মাসিক বেতন
বেতন কত হবে?
সংশ্লিষ্ট পদের জন্য নির্বাচিত প্রার্থীরা বোর্ড কর্তৃক 17000/- থেকে 82900/- পর্যন্ত বেতন পাওয়ার যোগ্য হবেন।
1) ইংরেজি স্টেনোগ্রাফার:- এই পদে প্রতি মাসে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
2) লোয়ার ডিভিশন ক্লার্ক :- প্রতি মাসে 22,700 টাকা থেকে 58,500 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
3) প্রসেস সার্ভার:- প্রতি মাসে 21,000 টাকা থেকে 54,000 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
4) সুশৃঙ্খল/অফিস পিয়ন :- প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,600 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
5) নাইট গার্ড :- প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,600 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
6) ঝাড়ুদার (কর্মবন্ধু) :- প্রতি মাসে 17,000 টাকা থেকে 43,600 হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে।
নির্বাচন প্রক্রিয়া
বোর্ড লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থী নিয়োগ করবে।
কীভাবে আবেদন করবেন?
1) সংস্থার অফিসিয়াল সাইট https://kalimpong.dcourts.gov.in/ ভিজিট করুন।
2) হোম পেজে এবং ক্যারিয়ার/বিজ্ঞাপন বিভাগের লিঙ্কে ক্লিক করুন।
3) তারপরে স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার এবং অন্যান্য যে পদের আবেদনের জন্য বিজ্ঞপ্তি নির্বাচন করুন এবং এটি ডাউনলোড করুন।
4) যোগ্যতা এবং অন্যান্য বিশদ বিবরণ পড়ুন।
5) আপনি যোগ্য হলে অনলাইনে আবেদনের লিঙ্ক পূরণের জন্য এগিয়ে যান।
6) অনুরোধ অনুযায়ী গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করুন।
7) আবেদন ফি প্রদান করুন।
8) শেষ পর্যন্ত এবার ফর্ম জমা দিন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য সঙ্গে একটি প্রিন্ট আউট রেখে দিন।
Read More: ব্যাঙ্কগুলিতে টাকা জমা হচ্ছে কই! এমন হলে লোনের টাকা আসবে কোথা থেকে?
গুরুত্বপূর্ন তারিখগুলো
আবেদন শুরুর তারিখ: 17-04-2024
আবেদন শেষ তারিখ: 17-05-2024
গুরুত্বপূর্ণ লিঙ্ক
📄 Official Notice: Download
✅ Online Application: Apply Now
🌐 Official Website: Visit Now