জিওর জন্মদিনে বড় অফার, ৫ থেকে ১০ তারিখের মধ্যে টাকা ভরলেই পাবেন এই সুবিধা

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Jio ব্যবহারকারীদের জন্য দারুণ সুখবর। রিলায়েন্স জিও তার অষ্টম বার্ষিকীতে বিরাট অফার নিয়ে এসেছে। মোবাইল ব্যবহারকারীরা কিছু নির্বাচিত রিচার্জ প্ল্যানে এই বিশেষ অফারের সুবিধা নিতে পারেন। নির্ধারিত তিনটি প্ল্যানে রিচার্জ করলে ব্যবহারকারীরা 700 টাকার সুবিধা পাবেন।

5 থেকে থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে রিচার্জ করলেই সুবিধা

অফারটিতে 175 টাকা মূল্যের 10টি OTT অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হবে। এরই পাশাপাশি অতিরিক্ত 10 ​​GB ডেটা প্যাক অন্তর্ভুক্ত থাকবে। যার মেয়াদ হবে 28 দিন। এছাড়া Zomato-এর 3 মাসের গোল্ড মেম্বারশিপও বিনামূল্যে দেওয়া হবে। পুজোর জন্য 2999 টাকার উপরে কেনাকাটায় 500 টাকা দামের AJIO ভাউচারও পাওয়া যাবে। অফারটি শুধুমাত্র সেই গ্রাহকদের জন্য উপলব্ধ হবে, যাঁরা 5 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে রিচার্জ করবেন।

কত টাকা রিচার্জ করলে এত সুবিধা পাওয়া যাবে?

এই অফারটি নেওয়ার জন্য 899 টাকা কিংবা 999 টাকার প্ল্যানে রিচার্জ করতে হবে। এই প্ল্যানগুলোতে রিচার্জ করলে প্রতিদিন 2GB ডেটা পাওয়া যাবে, যার বৈধতা যথাক্রমে 90 এবং 98 দিন।

এছাড়াও আপনি 3,599 প্ল্যানটিতেও রিচার্জ করতে পারেন। এই প্ল্যানটি 365 দিনের বৈধতার সাথে প্রতিদিন 2.5GB ডেটা প্রদান করবে। এই প্ল্যানে 10টি OTT সাবস্ক্রিপশন এবং 10GB ডেটা ভাউচারও রয়েছে, যা আবার জন্য 28 দিনের জন্য বৈধ থাকবে।

প্ল্যানের হাইলাইটস

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

রিচার্জ প্ল্যান : 899 টাকা, 999 টাকা এবং 3,599 টাকা

OTT এবং ডেটা প্যাক : আপনি 175 টাকার সুবিধা পাবেন, যার মধ্যে 10 OTT সদস্যতা এবং 10GB ডেটা ভাউচার রয়েছে। ভাউচারের মেয়াদ হবে 28 দিন।

Zomato গোল্ড : তিন মাস ফ্রি মেম্বারশিপ।

Ajio ভাউচার : 2,999 টাকা বা তার বেশি মূল্যের কেনাকাটায় ₹500 ছাড়।

আরও পড়ুনঃ আর টেনশন নেই! নতুন ফিচার আনল PhonePe, Google Pay

প্রসঙ্গত, জিও লঞ্চ হওয়ার পর 8 বছর হয়ে গিয়েছে। এই 8 বছরে, Jio ওয়্যারলেস এবং ওয়্যারলাইন উভয় ক্ষেত্রেই বাজারের সেরা কোম্পানি হয়ে উঠেছে। আজ Jio কোম্পানির 49 কোটিরও বেশি গ্রাহক রয়েছে, যার মধ্যে 13 কোটি 5G গ্রাহক বর্তমান৷ Jio বিশ্বের বৃহত্তম এবং দ্রুততম 5G নেটওয়ার্ক নিয়ে এসেছে৷ দেশে ইনস্টল করা সমস্ত 5G BTS এর মধ্যে 85% এর বেশিই শুধুমাত্র Jio কোম্পানির।

Leave a Comment