buy only at the price of 2008 High Court gave a big verdict in favor of the government employees
WhatsApp Group Join Now

স্ব-অর্থায়ন কর্মচারী আবাসন প্রকল্প, আবেদন করলেই কম পয়সায় বড় বড় ফ্ল্যাট দিচ্ছিল সরকার। এতদিন বন্ধ ছিল পরিষেবা। হাইকোর্টের নির্দেশে আবার নতুন করে চালু। 2010 সালের পর থেকে কেউ ফ্ল্যাট পাননি এই প্রকল্পে। এবার পাবেন বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। বর্ধিত দামে নয় পুরনো বছরেরই দামে। 2008 সালের দরেই এই ফ্ল্যাট কিনতে পারবেন সরকারি কর্মীরা।

কত দামে ফ্ল্যাট পাবেন কর্মচারীরা?

1) 2008 সালে 3 বিএইচকে ফ্ল্যাটের দাম ছিল 34.70 লক্ষ টাকা।

2) 2 বিএইচকে ফ্ল্যাটের দাম ছিল 24.30 লক্ষ টাকা।

3) 1 বিএইচকের দাম ছিল 24.30 লক্ষ টাকা এবং 13.53 লক্ষ টাকা।

বর্তমানে এই মূল্য অনেকটাই বাড়লেও একই দামে ফ্ল্যাট পাবেন তাঁরা।

WhatsApp Group Join Now

এই প্রসঙ্গে মামলার অন্যতম কৌঁসুলি সিনিয়র আইনজীবী অনুপম গুপ্তা, বলেছেন, বিচারপতি ললিত বাত্রা এবং বিচারপতি সুরেশ্বর ঠাকুরের বেঞ্চ সরকারি কর্মচারীদের আর্জি মেনে নিয়েছেন। নিশ্চয়ই ভাবছেন কি এমন আর্জি! এই মহার্ঘ ভাতা নিয়ে ব্যপক আন্দোলনের মাঝে এখন আবার কোন মামলার শুনানি হল। জানা গিয়েছে প্রায় 11 বছরের মামলার নিষ্পত্তি। কী মামলা?

Read More: কৃষক বন্ধুর টাকা ঢুকবে এই মাসেই, জানা গেল সঠিক তারিখ

আসলে, ফ্ল্যাট নেওয়ার জন্য 2008 সালের দিকে আবেদন করেছিলেন পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের সরকারি কর্মীরা। 2010 সালে একটি লটারি ড্রয়ের আয়োজন করা হয়েছিল। কারা ফ্ল্যাট পাওয়ার সুযোগ পাবেন, তা নির্ধারণ করার জন্য। প্রায় 8,000 সরকারি কর্মচারী অংশ নিয়েছিলেন, 3,933 জন নির্বাচিত হয়েছিলেন। নিয়ম অনুযায়ী, এই বাছাইয়ের পর ফ্ল্যাটের জন্য মোট 57 কোটি টাকা জমা দিতে হয়েছিল তাঁদের।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, আবাসন তো পাননি। উল্টে টাকাও ফেরত পাননি। জমি দিতে না পারায় কয়েক বছর ধরে এই প্রশাসন এই প্রকল্প আটকে রাখতে বাধ্য হয়েছিল। এরপর 2023 সালে জমির দাবিতে সোজা হাই কোর্টে গিয়েছিলেন সরকারি কর্মীরা। 2008 সালে যে হারে ফ্ল্যাট দেওয়ার কথা বলা হয়েছিল, সেই হারেই ফ্ল্যাট লাগবে এখন, এমনই দাবি তুলেছিলেন। আর তাতেই রাজি হয়েছে হাইকোর্ট।

প্রসঙ্গত, এই ঘটনা কলকাতা হাইকোর্টের নয়। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের। সে রাজ্যেই হয়েছিল এই আবাসন প্রকল্পের গন্ডগোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *