পুজোর আগে খারাপ খবর। বন্ধ হয়ে যাচ্ছে টোটো। চিন্তায় ঘুম উড়েছে তাঁদের। দিন রাত ব্যস্ত রাস্তায় টোটো চলাচলে রাশ টানতে আগে অনেক পদক্ষেপ করেছিল কর্তৃপক্ষ। লাভ হয়নি। তাই এবার বড় নির্দেশিকা জারি করে, টোটো বন্ধের ঘোষণা করল একটি জেলা।
মূলত টোটো চালকদের জন্য টোটো পরিষেবার সমস্যা সমাধানের লক্ষ্যে কয়েকটি নতুন নিয়মও চালু করা হয়েছে। ইতিমধ্যেই, অনেক টোটো বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ চালকরা নতুন নির্দেশিকা অনুসরণ করেননি। এই নিয়ম মেনে না চললে আরও টোটো বন্ধ করে দেওয়ার আশঙ্কা রয়েছে। নিয়ম সম্পর্কে আপনার যা জানা দরকার তা নিম্নলিখিত।
টোটো নিয়ে কোন কোন নতুন নিয়ম জারি করা হয়েছে?
1. কাগজ ছাড়া টোটো চালানো যাবে না: প্রত্যেকটি টোটোর অবশ্যই সঠিক রেজিস্ট্রেশন এবং নথি থাকতে হবে। এগুলো ছাড়া টোটো শহর থেকে নিষিদ্ধ করা হবে।
2. রেজিস্ট্রেশন এবং জরিমানা: ড্রাইভারদের অবশ্যই তাঁদের পুরানো আইডি কার্ড ফেরত দিতে হবে। নতুন রেজিস্ট্রেশন করার জন্য 500 টাকা দিতে হবে। এরপর একটি নতুন আইডি কার্ড নিতে হবে। টোটো চালকের সামনের আসনে কেউ বসলে প্রথম 500 টাকা, পরে 1000 টাকা জরিমানা তো দিতে হবেই। তার পরও না শোধরালে তাঁদের রেজিস্ট্রেশনও বাতিল করা হবে।
3. পরিষেবার নিয়ম: অবশ্যই ইউনিফর্ম পরা ছাত্র, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তি সহ সকল যাত্রীকে গন্তব্যে পৌঁছে দিতে হবে টোটো চালকদের। চালকরা কোনও যাত্রীকেই টোটোতে তুলতে অস্বীকার করতে পারেন না।
4. বাইরে থেকে টোটো: যদি শহরের বাইরে থেকে কোনও টোটো আসে এবং ধরা পড়ে, তবে ওই টোটো দুই দিনের জন্য বাজেয়াপ্ত করা হবে এবং 1000 টাকা জরিমানা করা হবে। পরে একই কাজ করলে রেজিস্ট্রেশন বাতিল করা হবে।
5. মাতাল অবস্থায় ড্রাইভিং নয়: মদ খেয়ে টোটো চালানো উচিত নয়। অপরাধীদের 1000 টাকা জরিমানা করা হবে এবং তাঁদের রেজিস্ট্রেশনও বাতিল করা হতে পারে।
6. ভাড়ার নিয়ম: প্রথম 2 কিলোমিটারের জন্য ভাড়া 15 টাকা এবং প্রতি অতিরিক্ত 3 কিলোমিটারের জন্য 5 টাকা নির্ধারণ করা হয়েছে৷ শিক্ষার্থী, প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধী যাত্রীদের জন্য, প্রথম 2 কিলোমিটারের জন্য ভাড়া 10 টাকা এবং প্রতিটি অতিরিক্ত 3 কিলোমিটারের জন্য ভাড়া 5 টাকা করে নিতে হবে। পৌর এলাকায় সর্বোচ্চ ভাড়া হবে 30 টাকা।
আরও পড়ুনঃ পিএম মুদ্রা স্কিমের টাকা বাড়িয়ে দিল সরকার, আগের থেকে এখন বেশি টাকা মিলবে
প্রসঙ্গত, জলপাইগুড়ি জেলার ট্র্যাফিক পুলিশ এবং পৌরসভা প্রশাসন এই উদ্যোগ নিয়েছে। সেপ্টেম্বর মাসে এই নিয়মগুলি কার্যকর করার জন্য একটি বিশেষ অভিযান শুরু করেছে৷ সঠিক কাগজপত্র না থাকায় ইন্দিরা কলোনি এলাকায় এরই মধ্যে শত শত টোটো থামিয়ে দেওয়া হয়েছে।
আসলে, পৌরসভা আশা করছে এই নিয়মগুলি টোটো পরিষেবার উন্নতি ঘটাবে। রাস্তাঘাটে চলাচলের সময় সাধারণ মানুষের সমস্যা কমবে৷ জানা গিয়েছে, বাসিন্দারা এই নতুন পদক্ষেপে সন্তুষ্ট।