পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য এমনিতেই রাজ্য সরকার রেশন বরাদ্দ করেছেন। রেশনে প্রত্যেক রাজ্যবাসীকে প্রতি মাসে চাল আর গম দেওয়া হয়ে থাকে, তবে আগস্ট মাসে রাজ্যবাসীদের জন্য আসছে আরো বড় সুখবর।
কারণ রেশনে গ্রাহকদের বেশ কয়েকটি যোজনার অধীনে মাথাপিছু অতিরিক্ত রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। এ ছাড়া আরও ঘোষণা করা হয়েছে যে, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল ও অন্যান্য বেশ কতকগুলি এলাকায় বসবাসকারী মানুষদের বিশেষ প্যাকেজের মাধ্যমে অতিরিক্ত রেশন সামগ্রী দেওয়া হবে।
প্রত্যেকটি নাগরিককে ঠিক কত পরিমাণ রেশন দেওয়া হয়ে থাকে সেটা রাজ্য সরকার খাদ্য দপ্তরের তরফ থেকে জারি করা নোটিশের মাধ্যমে জানিয়ে দেয়। কোন মাসে একজন উপভোক্তা ঠিক কত পরিমান খাদ্য রেশন কার্ডের মাধ্যমে পাবেন তা মাসের শুরুতেই নির্ধারণ হয়ে যায়, জুলাই মাসের ক্ষেত্রেও তাই হয়েছে, জুন মাসের শেষে নির্ধারিত হয়ে গেছিল জুলাই মাসে একজন উপভোক্তা রেশন কার্ডে ঠিক কী পরিমান খাদ্য সামগ্রী পাবেন।
একইভাবে কোনো রেশন কার্ডে উপভোক্তা ঠিক কত পরিমান খাদ্য সামগ্রী পাবেন সেটা তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে এসএমএস করে জানিয়ে দেওয়া হয়। এই এসএমএসে এইবার জানিয়ে দেওয়া হয়েছে যে, আসন্ন আগস্ট মাসে ব্যবহারকারীদের কিছু অতিরিক্ত রেশন দেওয়া হবে। সেই অতিরিক্ত রেশনটি কী কী জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
অন্ত্যোদয় অন্ন যোজনার রেশন কার্ড হোল্ডাররা তাদের কার্ডে পরিবার পিছু ২১ কেজি চাল ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম পাবেন বিনামূল্যে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো,আটা ও গম কিন্তু একসাথে দেওয়া হবে না, যেকোনো একটি জিনিস পাবেন উপভোক্তারা এছাড়া তাদের এক কেজি করে চিনি দেওয়া হবে, তবে চিনি ঠিক কত টাকায় দেওয়া হবে সেটা রেশন ডিলাররা জানিয়ে দেবেন।
রাজ্যে স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড ও প্রায়োরিটি হাউজহোল্ড (PHH এবং SPHH) এই দুই প্রকার রেশন কার্ড আছে যাদের পরিবারের সদস্যরা জুলাই মাসে মাথাপিছু তিন কেজি চাল, ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম বিনামূল্যে পেয়ে থাকেন।
আরো পড়ুন: পেনশন নিয়ে সরকারি কর্মীদের বড় দাবী! এটা হলে লটারির থেকে কম না
এ ছাড়া আরো দুই প্রকার রেশন কার্ড আছে RKSY -1 ও RKSY -2, এই দুই রেশন কার্ডের উপভোক্তাদের যথাক্রমে বিনামূল্যে মাথাপিছু ৫ কেজি করে ও মাথাপিছু ২ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হয়,রেশন সামগ্রীর মধ্যে যা সব থেকে কম বলেই ধরা হয়।
এ ছাড়া এইসব রেশন কার্ড ধারীদের পাশাপাশি পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এলাকায় যে সকল মানুষ থাকেন তারাও সরকারের তরফ থেকে বিশেষ সুবিধা লাভ করেন, সরকার তাদেরকে বিশেষ প্যাকেজের দ্বারা অতিরিক্ত রেশন সামগ্রী দেয়। জঙ্গলমহল ছাড়া পাহাড়ের বাসিন্দা ও চা বাগানের কর্মীরাও আগস্টে অতিরিক্ত রেশন সামগ্রী পাবেন।