যখনই চাইবে, তখনই পাবে। এতদিন চালু ছিল এমন নিয়ম। ছুটির। বিষয়ে ছিল না স্বচ্ছতা। বেসরকারি প্রতিষ্ঠানগুলো কর্মীদের জন্য যেমন ট্র্যাকার ব্যবহার করে। ঠিক তেমনই পথে হাঁটতে শুরু করেছে সরকারও। উদ্দেশ্য একটাই, ছুটি সংক্রান্ত বিষয়ে আরও স্বচ্ছতা আনতে হবে। এপ্রিল মাস থেকে চালু হয়ে গিয়েছে, সরকারি কর্মীদের জন্য ছুটি চাওয়ার নিয়ম। এবার থেকে সংশ্লিষ্ট দফতরের সরকারি কর্মীদের ছুটির জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
রাজ্য অর্থ দফতর ইতিমধ্যেই সক্রিয় করেছে এইচআরএমএস পোর্টাল। রাজ্য সরকারি কর্মীরা ছুটি নিতে চাইলে এই পোর্টালের মাধ্যমেই ছুটির আবেদন করবেন। এবার থেকে আর অফলাইনে ছুটি নেওয়া যাবে না। অনলাইনে, ওই কর্মী আগে কয়টা ছুটি নিয়েছে। এখন কয়টা চাইছেন সেই সমস্তটাই বিচার বিবেচনা করে ছুটি দেওয়া হবে।
কেন অনলাইনে ছুটির আবেদন জরুরি?
রাজ্য সরকারি কর্মীরা পেনশন হিসাবে মাত্র 300 দিনের ছুটির টাকা পান। তাই কর্মীরা এর থেকে বেশি ছুটি নিয়ে নিলে চলবে না। এর মধ্যেই ছুটি নিতে হবে। নাহলে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আর অনলাইনে ছুটির আবেদন করলে সবটা সিস্টেমেটিক পদ্ধতিতে হতে পারে। এর দরুণ স্বচ্ছতা থাকবে। আর অফলাইনে ছুটির আবেদন জমা দেওয়ার কারণে হিসেব মেলাতে সমস্যা হবে না।
Read More: ব্যাঙ্কে যাওয়ার দরকার কই, PNB ব্যাঙ্ক যখন বাড়িতেই এই সুবিধা দিচ্ছে
অর্থ দফতর একটি নয়া বিজ্ঞপ্তি জারি করে এই পোর্টাল মারফত কোনও সরকারি কর্মী ছুটির আবেদন করলে কীভাবে অনুমোদন দেওয়া হবে সেই সম্পর্কেও বিস্তারিত জানানো হয়েছে।
রাজ্য সরকারি কর্মীদের জন্য আরও সুখবর
‘অ্যাড-হক’ বোনাসের পরিমাণ বাড়িয়ে 6,000 টাকা করেছে রাজ্য। এখনও পর্যন্ত অ্যাড-হক বোনাসের পরিমাণ ছিল 5300 টাকা। লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই ঘোষণায় সরকারি কর্মচারীদের মধ্যে কিছুটা আনন্দ দেখা গেলেও বিরোধীদের অভিযোগ, সরকার শুধুমাত্র নির্বাচনের আগে মানুষের মন জয় করার জন্য এটা করছে।
Read More: খরচ মাত্র ৫০ টাকা, ঠিক এইভাবে আধার কার্ডে দিন মোবাইল নম্বর
তবে, এই বোনাস শুধুমাত্র তাঁরাই পাবেন যাদের মাসিক বেতন ৪২ হাজার টাকার মধ্যে। এই মাসিক বেতনের বেশি উপার্জনকারী কর্মচারীরা এই বোনাসের আওতায় আসবেন না। অ্যাডহক বোনাসের বর্ধিত পরিমাণ শুধু কর্মচারীদের নয়, পেনশনভোগীদেরও দেওয়া হবে।