Kolkata NICED Recruitment 2023
WhatsApp Group Join Now

NICED Kolkata Grade-B Recruitment: কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ কলেরা অ্যান্ড এন্টারিক ডিজিজেস (NICED) এর তরফে থেকে গ্রেড-বি  শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানের Anti-Microbial Resistance Research & Evidence Synthesis (AMRES) প্রোজেক্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থী নিয়োগ করা হবে। রাজ্যের যে কোনো স্থান থেকেই ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারেন। এই প্রতিবেদনে শূন্যপদের বিবরণ, যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সহ যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করা হলো।

Kolkata NICED Recruitment 2023

যে পদে নিয়োগ হবে

প্রোজেক্ট ডাটা এনট্রি অপারেটর (Project Data Entry Operator-Grade B) 

শূন্যপদের সংখ্যা

এখানে ১ টি শূন্যপদে নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে:

(১) বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।

WhatsApp Group Join Now

(২) DOEACC-‘A’ লেভেল কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

(৩) যে কোনো স্বীকৃত সংস্থায় কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে।

(৪) ঘন্টায় 8000 শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। 

বয়সসীমা

এখানে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স 28 বছরের কম হতে হবে।

চাকরির মাসিক বেতন

প্রতি মাসে 18,000/- টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে সরাসরি ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের তারিখ- 03.03.2023 তারিখে ইন্টারভিউ নেওয়া হবে।

ইন্টারভিউয়ের সময়- প্রার্থীদের রির্পোটিং টাইম দেওয়া হয়েছে সকাল ১০ টায়। অর্থাৎ প্রার্থীদের নির্দিষ্ট ঠিকানায় সকাল ১০ টার মধ্যে পৌঁছে যেতে হবে। তবে ইন্টারভিউ শুরু হবে সকাল ১১ টা থেকে।

ইন্টারভিউয়ের স্থান- আবেদনকারীকে পৌঁছাতে হব এই ঠিকানায়:
ICMR-National Institute of Cholera & Enteric Diseases (NICED II building within ID & BG Hospital Campus) P-33, C.I.T. Road, Scheme-XM, Beliaghata, Kolkata-700010

আবেদন পদ্ধতি

(১) প্রথমেই জানানো হয়েছে এখানে নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। তাই আবেদন করার কোনও প্রয়োজন নেই এখানে।

(২)  প্রার্থীদের অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে প্রথমে। নোটিফিকেশনের তিন নম্বর পাতায় একটি ফর্ম দেওয়া রয়েছে।

(৩) প্রদত্ত ফর্মটি একটি সাদা A4 সাইজের পেজে প্রিন্ট করে নিতে হবে।

(৪)  প্রিন্ট হয়ে গেলে নীল বা কালো ডটপেন দিয়ে ফর্মের যাবতীয় বিবরণ ফিলাপ করতে হবে।

(৫)  ফর্মটি ফিলাপ হয়ে গেলে, ডানদিকের উপরে একটি পাসপোর্ট সািজের রঙিন ছবি আটকাতে হবে।

(৬)  ফিলাপ করা ফর্মটির সাথে নিজের যাবতীয় শিক্ষাগত যোগ্যতার রেজাল্ট ও সার্টিফিকেট নিয়ে ইন্টারভিউ স্থানে যেতে হবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ TELEGRAM: Join Now

📄 Official Notice: PDF Download

📝 Application Form: PDF Download

🌐 Official Website: Visit Now

Sarkari Update: Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *