SBI Various Post Recruitment Notice
WhatsApp Group Join Now

দেশের সর্ববৃহৎ সরকারী ব্যাঙ্ক হলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। এসবিআইতে বিভিন্ন পদে বর্তমানে নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ হবে একাধিক পদে। দেশের যে কোনো প্রান্তের মানুষ এখানে আবেদন করতে পারেন। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের সব কয়টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। আসুন দেখে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সমস্ত তথ্য।

যেসব পদে নিয়োগ হবে

(১) ম্যানেজার (Manager-Retail Products)

(২) ফ্যাকাল্টি (Faculty) 

(৩) সিনিয়র এক্সিকিউটিভ (Senior Executive-Statistics)

মোট শূন্যপদ

(১) Manager (Retail Products)
শূন্যপদ রয়েছে ৫ টি (UR-৪, OBC-১)।

WhatsApp Group Join Now

(২) Faculty
শূন্যপদ রয়েছে ২ টি (UR- ২)

(৩) Senior Executive (Statistics)
শূন্যপদ রয়েছে ১ টি (PwBD)

শিক্ষাগত যোগ্যতা

(১)  Manager (Retail Products)

এক, যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে MBA সহ Retail Banking -এ ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
দুই, ম্যানেজারিয়াল পোস্টে অন্তত পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

(২) Faculty

এক, যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫৫ শতাংশ নম্বর নিয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে। তবে MBA করা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
দুই, এক্সিকিউটিভ ডোমেনে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

(৩) Senior Executive (Statistics)

এক, যে কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Statistics/Mathematics / Economics বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে।

দুই, R এবং Python এ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

তিন, তবে IT বা CS এ B. Tech ডিগ্রী এবং কম্পিউটার ডিপ্লোমা থাকলে প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা

(১) Manager (Retail Products)
এই পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮-৫৫ বছরের মধ্যে।

(২) Faculty
এই পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৮-৩৮ বছরের মধ্যে।

(৩) Senior Executive (Statistics)
এই পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫-৩৫ বছরের মধ্যে।

পদ অনুযায়ী মাসিক বেতন 

(১) Manager (Retail Products)
পে লেভেল অনুযায়ী ৬৩,৮৪০/- টাকা থেকে ৭৮,২৩০/- টাকা।

(২) Faculty
বার্ষিক ২৫-৪০ লাখ টাকা।

(৩) Senior Executive (Statistics)
বার্ষিক ১৫-২০ লাখ টাকা।

চাকরির পোস্টিং

দেশের বিভিন্ন জায়গায় পোস্টিং দেওয়া হবে প্রার্থীদের। পোস্টিং এলাকাগুলি হলো-

(১) Manager (Retail Products)-মুম্বাইয়ের এসবিআই ব্রাঞ্চে পোস্টিং দেওয়া হবে।

(২) Faculty- SBIL, কলকাতায় পোস্টিং দেওয়া হবে।

(৩) Senior Executive (Statistics)- জয়পুরের এসবিআই ব্রাঞ্চে পোস্টিং দেওয়া হবে।

আবেদন মূল্য

পদগুলির জন্য Unreserved প্রার্থীদের আবেদন ফি ৭৫০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking বা Credit Card বা Debit Card -এর মাধ্যমে।

আবেদনের সময়সীমা

১৫ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করে ফেলতে হবে।

আবেদন প্রক্রিয়া

ইচ্ছুক প্রার্থীদের SBI ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর প্রার্থীর যাবতীয় ডিটেইলস দিয়ে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করার পর সাবমিট করে দিতে হবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

✅ TELEGRAM: Join Now

📄 Official Notice: Download 1 | Download 2 | Download 3

📝 Online Application: Apply Now 1 | Apply Now 2 | Apply Now 2

🌐 Official Website: Visit Now

Sarkari Update: Click Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *