WB Medhashree Scholarship 2023: মেধাশ্রী স্কলারশিপে রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী টাকা পাবে, এই ভাবে আবেদন করতে হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Medhashree Scholarship 2023: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত কয়েক বছরে দুঃস্থ, অনগ্রসর শ্রেণীর মানুষদের জন্য বহু জনমুখী প্রকল্প নিয়ে এসেছে। মেধাশ্রী প্রকল্প বা স্কলারশিপ (Medhashree Scholarship) সেই রকমই একটি প্রকল্প, যেখানে, প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ওবিসি শ্রেণীভুক্ত পড়ুয়া তাদের পড়াশোনা শেষ করার ক্ষেত্রে বছরে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সরকারি অনুদান হিসেবে পাবে।

এই প্রকল্পটিতে কেবল অন্যান্য অনগ্রসর শ্রেণীর পড়ুয়ারা আবেদন করতে পারবে। মাত্র কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই প্রকল্পটির সূচনা হয়েছে। স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল এই প্রতিবেদনে।

মেধাশ্রী স্কলারশিপে আবেদনের জন্য যোগ্যতা 

মেধাশ্রী স্কলারশিপে আবেদন করতে গেলে যেসব শর্তাবলী পূরণ করতে হবে, তা হল:

(১) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

(২)  কেবল OBC বা অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত পড়ুয়ারাই এখানে আবেদন করতে পারবেন।

(৩) কোনো কেন্দ্রীয় বা রাজ্য বোর্ডের স্বীকৃত স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত ছাত্রছাত্রীদের জন্যই এই প্রকল্প।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

(৪)  আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় আড়াই (২.৫) লক্ষ টাকার মধ্যে হতে হবে।

(৫)  পড়ুয়া যদি সরকারের অন্য কোনো স্কিম থেকে প্রিম্যাট্রিক বৃত্তি পেয়ে থাকে, তবে সেই পড়ুয়া এই প্রকল্প আবেদন করতে পারবে না।

(৬)  স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ওবিসি পড়ুয়া হতে হবে।

মেধাশ্রী স্কলারশিপে অনুদান বা টাকার পরিমান

পড়ুয়াদের একটি ক্লাসে একবারই বার্ষিক ৮০০ টাকা অনুদান দেওয়া হবে। যদি কোনো পড়ুয়া একটি ক্লাসে ফেল করে, তবে পরবর্তী বছরে একই ক্লাসে পড়াশোনা করলে, সে দ্বিতীয় বছর আর অনুদান পাবে না।

মেধাশ্রী স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদন করতে গেলে যেসব নথিপত্র লাগবে সেগুলি হলো:

(১) আগের শিক্ষাবর্ষের মার্কশিট।

(২)  পরিচয়পত্র হিসেবে আধার কার্ড

(৩)  চলতি বছরের ভর্তির প্রমাণ (ফি জমা দেওয়ার রসিদ বা ভর্তি পত্র বা প্রতিষ্ঠানের পরিচয়পত্র বা বোনাফাইড সার্টিফিকেট)।

(৪)  আবেদনকারীর (নিজস্ব বা পিতামাতার ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ।

(৫) পরিবারের বার্ষিক আয়ের প্রমাণ (ফর্ম 16A/সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র/বেতন স্লিপ, ইত্যাদি)।

(৬)  আবেদনকারী শিক্ষার্থীর রঙিন পাসপোর্ট সাইজের ছবি। 

মেধাশ্রী স্কলারশিপের আবেদন পদ্ধতি

(১) আবেদন করার জন্য প্রথমেই শিক্ষাশ্রী এবং মেধাশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করতে হবে।

(২) ওয়েবসাইট ওপেন হবার পর School Level অপশনে ক্লিক করতে হবে। 

(৩) এবার সেখানে আবেদনকারীর ঠিকানা হিসেবে জেলা, সাব ডিভিশন, ব্লক বা পুরসভা এবং নির্দিষ্ট স্কুলের নাম সিলেক্ট করতে হবে।

(৪) ব্যবহারকারীর ইউজার আইডি (User ID) এবং পাসওয়ার্ড (Password) তৈরি করতে হবে।

(৫) এবার All Application List অপশনে ক্লিক করতে হবে। এর ফলে Fresh Application অপশনটি আসবে। সেখানে ক্লিক করতে হবে, এরপর একটি ফর্ম আসবে।

(৬) সেই ফর্মে আবেদনকারীর নাম, বাবার নাম, ঠিকানা, লিঙ্গ ইত্যাদি সহ যা যা তথ্য চাওয়া হয়েছে তার সম্পূর্ণ বিবরণ লিখে দিতে হবে।

(৭) ফর্মের শেষে থাকা ক্যাপচা কোডটি লিখে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp group: Join Now

✅ TELEGRAM: Join Now

💡Scholarship Official Website: Click Here

Sarkari Update: Click Here

Leave a Comment