মাধ্যমিক পাস করে বসে আছেন! আর পড়ার সুযোগ হয়ে ওঠেনি! কিংবা মাধ্যমিক পাস করেই সম্মানীয় চাকরির স্বপ্ন দেখছেন! তাহলে আজকের প্রতিবেদনটি শুধুমাত্র আপনারই জন্য কিন্তু।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে 125 জনকে যুবশ্রী প্রকল্পে বড় চাকরি দিচ্ছে রাজ্য সরকার। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। 19 তারিখ শেষ তারিখ। দেরি করবেন না, আবেদনের জন্য এগিয়ে আসুন। তার আগে সমস্ত সঠিক তথ্য বিশদে জেনে নিন। সবই রয়েছে নিম্নলিখিত।
পোষ্টের নাম এবং শূন্যপদ
1) ফিল্ড অফিসার লাগবে- 75 জন।
2) সিনিয়র ফিল্ড অফিসার লাগবে- 30 জন।
3) কালেকশন অফিসার লাগবে- 10 জন।
4) ব্রাঞ্চ ম্যানেজার লাগবে- 10 জন।
পোষ্ট অনুযায়ী যোগ্যতার মানদণ্ড
1) ফিল্ড অফিসার
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস প্রয়োজন।
অভিজ্ঞতা: সবে মাত্র যারা কাজ শুরু করছেন, তাঁদের সুযোগ দেওয়া হবে।
বয়স সীমা: 18 থেকে 30 বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
2) সিনিয়র ফিল্ড অফিসার
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস প্রয়োজন।
অভিজ্ঞতা: ন্যূনতম এক বা একাধিক বছরের AFI অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা: 18 থেকে 30 বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
3) কালেকশন অফিসার
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস প্রয়োজন।
অভিজ্ঞতা: সবে মাত্র কাজ শুরু করছেন এমন বা অভিজ্ঞ প্রার্থী হলেও হবে।
বয়স সীমা: 18 থেকে 30 বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
4) ব্রাঞ্চ ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস প্রয়োজন।
অভিজ্ঞতা: ব্রাঞ্চ ম্যানেজার হওয়ার জন্য মাইক্রোফিন্যাস বা যে কোনও ব্যাঙ্ক এর এক বছরের ব্রাঞ্চ ম্যানেজারের অভিজ্ঞতা জরুরি।
বয়স সীমা: 18 থেকে 34 বছর বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন ও অন্যান্য সুবিধা
বেতন সম্পর্কে এখনও যথাযথ তথ্য জানা যায়নি, তবে ইন্টারভিউ হলে অবশ্যই নির্বাচিত প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে বেতন নির্ধারণ করা হবে বলে আশা করা যাচ্ছে।
অতিরিক্ত সুবিধা হিসাবে শুধু মাত্র ফিল্ড অফিসারদের জন্য থাকার সুবিধা দেওয়া হবে। আর ট্রাভেলিং ভাতা, ইএসআইসি, পিএফ, মোবাইল খরচ, পারফরম্যান্স ভালো হলে অতিরিক্ত টাকা, স্বাস্থ্য বীমা এবং কোনও দুর্ঘটনা ঘটলে তার বীমা ইত্যাদিও মিলবে।
চাকরি পেলে কোথায় কোথায় পোষ্টিং হবে?
ইসলামপুর, নবগ্রাম, বেলডাঙা, হরিহরপাড়া, দেবগ্রাম, ডাকবাংলো রেজিনগর, করিমপুর, সাগরপাড়া, সাগরদিঘি, ভগবানগোলা, জিয়াগঞ্জ, সাতুই জঙ্গিপুর, সালার, রামপুরহাট, ভরতপুর, বর্ধমান মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম।
কীভাবে চাকরিটা পাবেন?
1) নিজের বায়োডাটা তৈরি করে, ওই বায়োডাটার সঙ্গে যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে ইন্টারভিউ এর দিন নিম্নলিখিত সময়ের আগে নিম্নলিখিত ঠিকানায় উপস্থিত হতে হবে।
2) এরপর ইন্টারভিউ নেওয়া হবে। সমস্ত নথিপত্র যাচাই করে, প্রার্থীর যোগ্যতার ভিত্তিতে তাঁকে চাকরিও দেওয়া হবে।
চাকরি পাওয়ার জন্য ইন্টারভিউ সংক্রান্ত সব তথ্য
- তারিখ: 19 May, 2024
- সময়: 9:00 AM to 3:00 PM
- ইন্টারভিউ এর ঠিকানা: হোটেল রুদ্র, বহরমপুর, মোহনা বাস স্ট্যান্ড, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, 742101
Read More: ১ বারই পাবেন ফ্রির এই গ্যাস, তবে আগের থেকে অনেক সহজেই
গুরুত্বপূর্ণ লিঙ্ক
📄 Official Notice: View Now
🌐 Official Website: Visit Now