Jio Work from Home Job Online Application Process
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখন তো বেকারত্বের সমস্যা খুব বেশি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীরা বর্তমানে আরও বেশি চাকরির সন্ধান করছেন। আপনিও যদি এমন কোনো চাকরি খুঁজছেন, যেখানে আপনি বাড়ি থেকে কাজ করে ভালো বেতন পেতে পারেন, তাহলে এই তথ্যটি আপনার জন্য খুবই কার্যকর হতে পারে। এখন দেশের সুপরিচিত রিলায়েন্স জিও (Jio) কোম্পানির দ্বারা নিয়োগের কাজও করা হচ্ছে, যার অধীনে আপনি ঘরে বসে কাজ করে ভাল অর্থ উপার্জন করতে পারেন।

Jio এর এই চাকরির জন্য কোন কোন শর্ত মানতে হবে?

জিও কোম্পানিতে চাকরি করার জন্য, কোন কোন শর্ত মানতে হবে না সেটা জেনে নিন। কারণ জিও সবার জন্য সহজলভ্য।

1) মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করলে, যেকোনো শিক্ষাগত যোগ্যতায় চাকরি পাবেন।

2) যেকোনো বিদ্যালয় বা কলেজের ছাত্রছাত্রীরা চাকরি পাবেন।

3) গৃহবধূ, অবসরপ্রাপ্ত যেকোনো ব্যক্তিকেই নেওয়া হবে।

4) কোনও অতিরিক্ত ভাষা জানার দরকার নেই, নিজের স্থানীয় ভাষা ছাড়া।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

5) ল্যাপটপ লাগবে না।

6) কোথাও যেতে হবে না, বাড়ি বসেই কাজ।

কীসের ভিত্তিতে নিয়োগ করা হবে?

ভিডিয়ো ইন্টারভিউ এবং অ্যাসেসমেন্ট পরীক্ষার মাধ্যমে জিও এর এই চাকরিতে নিয়োগ করা হবে।

ভিডিয়ো ইন্টারভিউ কীভাবে দিতে হবে?

1) অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার পর দেড় মিনিটের ভিডিয়ো ইন্টারভিউ নেওয়া হবে।

2) ইন্টারভিউটি দেওয়ার জন্য প্রথমেই ভিডিও ইন্টারভিউ অপশনে ক্লিক করুন।

3) ক্যামেরার সামনে বসার আগে দেখবেন, আপনার ব্যাকগ্রাউন্ড যাতে সাদা বা হালকা রঙের হয়।

4) ইন্টারভিউয়ের প্রশ্নোত্তর পর্ব শেষে রিভিউ করে, যোগ্য প্রার্থী নিয়োগ হবে।

অ্যাসেসমেন্ট টেস্ট কীভাবে দিতে হবে?

এক্ষেত্রে এটাও বাড়ি বসেই করতে পারবেন।

1) আবেদন করার পর Assesment অপশন এ গিয়ে “Access Yourself” অপশনে ক্লিক করতে হবে।

2) এবার ‘yes’ অপশনে ক্লিক করলে নিজের নিবন্ধিত মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে এই অ্যাসেসমেন্ট টেস্ট শুরু করুন।

3) Jio Customer Assesment অপশন এ ক্লিক করুন।

Read More: মাধ্যমিক পাসে যুবশ্রীর মাধ্যমে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ চলছে

অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার নিয়মাবলী

1) মুখ ক্যামেরার সামনে স্পষ্ট থাকতে হবে।

2) সঠিকভাবে মুখ দেখা না গেলে চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করে দেওয়া হবে।

3) সমস্ত নির্দেশগুলি ভালোভাবে পড়ে টেস্টের উত্তর দেবেন।

4) সব দেখে শুনে সাবমিট করবেন।

জিওর চাকরির জন্য আবেদন করবেন কীভাবে?

রেজিস্ট্রেশন করে আবেদন করতে হবে।

রেজিস্ট্রেশন প্রক্রিয়া:

1) গুগল প্লে স্টোর থেকে Jio Career App ইনস্টল করে নিন।

2) প্রার্থীর নাম, বাবার নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি পূরণ করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।

3) সবটা দেখে Jiohr আপনাকে ইমেইল আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেবে নথিভুক্ত ইমেলে। তারপর আবেদন শুরু করুন।

Read More: ১ বারই পাবেন ফ্রির এই গ্যাস, তবে আগের থেকে অনেক সহজেই

অনলাইন আবেদন প্রক্রিয়া:

1) New User অপশনে ক্লিক করে আবেদন ফর্মে আধার কার্ড অনুযায়ী আপনার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার লিখুন।

2) নিজের একটি পাসওয়ার্ড তৈরি করে ‘confirm password‘ অপশনে ক্লিক ক্রেপ নিজের আধার কার্ডের নম্বর দিন।

3) ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করুন এবং ‘Freelancer‘ অপশনটি বেছে নিন।

4) এবার কোন কাজটি করতে চান, সেখানে গিয়ে Apply Now অপশনে ক্লিক করে আবেদন করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *