দেশের মেয়েদের সুরক্ষার্থে এক নয় একাধিক প্রকল্প চালায় কেন্দ্র ও রাজ্য সরকার। পড়াশোনার জন্য কন্যাশ্রী থেকে শুরু করে, বিয়ের জন্য রূপশ্রী, ঘরে উনুনে রান্না করতে কষ্ট হলে কম দামে 14.2 কেজির গ্যাস সিলিন্ডার। মেয়ের ভবিষ্যৎ সুরক্ষার্থে সুকন্যা সমৃদ্ধি যোজনা, আরও কত কি। এছাড়াও বেটি বাঁচাও বেটি পড়াও এর অধীনে অন্যান্য সব যোজনা তো রয়েছেই।
এবার কেন্দ্র ও রাজ্যগুলোর মতো একই পথে হাঁটতে শুরু করেছে জেনেক্স নামে একটি সংস্থা। শিশু বিকাশ কর্মসূচির অধীনে, ভারতে জন্মগ্রহণকারী সমস্ত কন্যাকে 11,000 টাকা এফডি উপহার দিচ্ছে সংস্থাটি। আপনার সন্তানও পেতে পারে এই সুবিধা। কীভাবে? জানাচ্ছে সরকারি ভাণ্ডার।
কারা কারা পাবেন এই সুবিধা?
জেনেক্স লিঙ্গ সমতার জন্য কাজ করে। সম্প্রতি, জেনেক্স ঘোষণা করেছে যে ভারতে জন্ম নেওয়া প্রতিটি কন্যার নামে 11,000 টাকার একটি এফডি করা হবে। 18 বছর বয়সে মেয়েদের আর্থিকভাবে শক্তিশালী করতে এই উদ্যোগ। সেই সময়ে প্রত্যেক মেয়েই এই অর্থ তার শিক্ষা, ব্যবসা বা বিবাহের জন্য ব্যবহার করতে পারবে এই টাকা খরচ করার সম্পূর্ণ অধিকার ওই মেয়েই পাবেন।
1) যাদের বাবা-মা এই উদ্যোগের অধীনে রেজিস্ট্রেশন করবেন, তাঁদেরই এই সুবিধা দেওয়া হবে।
2) রেজিস্ট্রেশন করার জন্য ধর্ম, সামাজিক মর্যাদা বা কোনও নির্দিষ্ট স্থানের কোনও সীমাবদ্ধতা নেই। সবাই এই সুবিধা পাবেন।
Read More: বাড়িতে থেকেই চাকরির সুযোগ দিচ্ছে জিও, মোবাইলে এই অ্যাপ ডাউনলোড করে এপ্লাই করুন
স্বাস্থ্য পরিকল্পনার একটি বিশেষ সুবিধাও পাবেন?
এই কর্মসূচির আওতায় বিনামূল্যে স্বাস্থ্য প্রকল্পের সুবিধাও পাবেন। আগামী প্রজন্ম যাতে সুস্থ থাকে সেজন্য জেনেক্স মায়ের যত্ন নেবে। এতে শিশুমৃত্যুর হারও কমবে। জেনেক্স-এর সহ-প্রতিষ্ঠাতা শীতল কাপুরের মতে, মেয়ে হয়ে জন্ম নেওয়া নিজের মধ্যেই একটি বিশেষত্ব। ভারতে প্রতিদিন 73,000 টিরও বেশি শিশুর জন্ম হয়। তাই জেনেক্স এখন পরবর্তী প্রজন্মের স্বাস্থ্যসেবা পরিবর্তন করতে প্রস্তুত।
কীভাবে এই সুবিধা পাবেন?
সম্পূর্ণ বিনামূল্যে এই সুবিধাটি পেতে, অভিভাবকরা www.genexchild.com-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন।
ধাপ 1: এর জন্য প্ৰথমে ওয়েবসাইটে যান।
ধাপ 2: নীচে স্ক্রোল করে গিয়ে Register Now এ ক্লিক করুন।
ধাপ 3: নতুন পেজ খুললে আবেদনকারীর নাম, জন্ম তারিখ, ইমেইল নথি লিখুন।
ধাপ 4: Next ক্লিক করে পরবর্তী পেজে গিয়ে মা বাবার ডিটেইলস দিতে হবে।
ধাপ 4: 11,000 টাকার পোগ্রাম নির্বাচন করে হসপিটালের ডিটেইলস পূরণ করুন।
ধাপ 5: Next এ ক্লিক করে নতুন পেজে গিয়ে আধার তথ্য, শহরের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস ইত্যাদি পূরণ করুন।
ধাপ 6: এইভাবেই আপনার মেয়ের জন্য 11,000 টাকা FD-র রেজিস্ট্রেশন হয়ে যাবে। বাচ্চার 18 বছর পূর্ণ হলে জেনেক্স এর তরফে বরাদ্দ টাকাটা সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে।
Read More: রেশন দোকানে চাল, গম তো মিলছেই! এবার এইসব সরকারি সুবিধাও মিলবে
বাবা মায়েদের উপর কোনও আর্থিক বোঝা থাকবে না
জেনেক্স প্রতিষ্ঠাতা পঙ্কজ গুপ্ত নিজেই বলেছেন, আমরা আমাদের 1,50,000 নেটওয়ার্ক অংশীদারদের সঙ্গে এই উদ্যোগটি ঘোষণা করতে পেরে আনন্দিত। এটি পরবর্তী প্রজন্মকে স্বাধীন হওয়ার জন্য গড়ে তোলার দিকে একটি ছোট পদক্ষেপ মাত্র। এই কর্মসূচীতে কোনও বিদেশী অর্থায়ন জড়িত নয়। এটি কন্যা সন্তানের পিতা মাতার উপর কোনও আর্থিক বোঝাও চাপাবে না। পুরো অর্থায়ন করবে জেনেক্স এবং ভারতীয় স্বাস্থ্যসেবা অংশীদাররা।