আর টেনশন নেই! নতুন ফিচার আনল PhonePe, Google Pay

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনিও কি অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করেন? তাহলে Google Pay এবং PhonePe-এর নতুন ফিচার আপনার জন্য খুবই উপযোগী হতে পারে। সম্প্রতি Google Pay এবং PhonePe একটি নতুন UPI সার্কেল ফিচার চালু করেছে।

এই ফিচারের সাহায্যে অভিভাবকরা, নিজেদের সন্তানদের অনলাইন খরচ করার প্রবণতা নিয়ন্ত্রণ করতে পারবেন। অর্থাৎ ছোটদের কাছে থাকা স্মার্টফোনটিতে যদি অনলাইন পেমেন্ট করার সিস্টেম থাকে, তাহলেও তারা অযথা খরচ করতে পারবে না।

এই ফিচারের মাধ্যমে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনার বাচ্চারা কত টাকা খরচ করতে পারে। চলুন এই প্রতিবেদনে আমরা এই নতুন ফিচারটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নিই।

কীভাবে Google Pay, PhonePe-এর নতুন UPI সার্কেল ব্যবহার করবেন?

Google Pay এবং PhonePe-এর নতুন UPI সার্কেল ফিচারের মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার সন্তান কোথায় এবং কত টাকা খরচ করছে। তাহলে ফিচারটি সক্রিয় করার উপায় জেনে নেওয়া যাক।

1) UPI সার্কেল ফিচার সক্রিয় করতে, প্রথমে আপনাকে Google Pay বা PhonePe-এর সাথে আপনার UPI অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে।

2) এর পরে, আপনি আপনার বাচ্চাদের UPI অ্যাকাউন্টটি আপনার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে পারেন।

3) তারপর তারা কত টাকা পর্যন্ত খরচ করতে পারবে, তা নির্ধারণ করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মনে রাখবেন, আপনি এই ফিচারের মাধ্যমে এটা সিদ্ধান্ত নিতে পারেন যে কোন পেমেন্ট অনুমোদন করবেন, আর কোনটি একেবারেই করবেন না। এছাড়াও, এর অধীনে আপনার শিশুরা মাসে সর্বোচ্চ 15,000 টাকা খরচ করতে পারে।

আরও পড়ুনঃ ২০০ টাকারও কম দাম, গ্রাহকদের মন রাখতে জিও আনল নতুন প্ল্যান

UPI সার্কেল ফিচার অনলাইন পেমেন্টের জন্য দু’ টি বিকল্প

1. প্রথম বিকল্পে অভিভাবকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এক্ষেত্রে তাঁদের বাচ্চা যখন অনলাইনে পেমেন্ট করতে চাইবে, তখন অভিভাবকদের প্রথমে তা অনুমোদন করতে হবে। অভিভাবকরা যদি মনে করেন অর্থপ্রদান অপ্রয়োজনীয়, তাঁরা তা বন্ধ করতে পারেন।

2. দ্বিতীয় এই বিকল্পটি সেই অভিভাবকদের জন্য যাঁরা সন্তানকে সম্পূর্ণভাবে বিশ্বাস করেন। এই ক্ষেত্রে, সন্তান অভিভাবকের অনুমোদন ছাড়াই সরাসরি, নিজেদের ফোনে আসা OTP ব্যবহার করে পেমেন্ট করতে পারে।

Leave a Comment