5 Rs Coin: এই ৫ টাকার কয়েন থেকে ইনকাম হচ্ছে ১২ টাকা, RBI এর পদক্ষেপে সব ভেস্তে গেল

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ফের নয়া নিয়ম জারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার। বাজার চলতি 5 টাকার মোটা কয়েন বন্ধ করার জন্য নির্দেশিকা জারি করল RBI। ফলত, দেশে মোটা 5 টাকার কয়েনের প্রচলন বন্ধ হতে চলেছে। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী আর কয়েক দিনের মধ্যেই এই মোটা 5 টাকার পুরনো কয়েন তৈরি করা সম্পূর্ণ ভাবে বন্ধ করে দেওয়া হবে।

মূলত কালোবাজারি ও পাচার কাজের পরিমান কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। আসলে পুরনো 5 টাকার কয়েন একটি বিশেষ ধাতু দিয়ে তৈরি হয়। কয়েন গলিয়ে পাওয়া ধাতু দিয়ে তৈরি করা হয় সাধারণ দাড়ি কাটার ব্লেড। সাধারণ ভাবে, একটি 5 টাকার কয়েন গলিয়ে 12 টাকার দাড়ি কাটার ব্লেড তৈরি করা হয়। অর্থাৎ, পাঁচ টাকার কয়েনের বিনিময়ে 12 টাকা আয় করা সম্ভব এভাবে। এক্ষেত্রে লাভের পরিমাণ থাকছে 7 টাকা।

ভারতীয় বাজারে এই ধরনের ব্লেডের বিক্রি ব্যাপক ভাবে বেড়ে যেতে শুরু করেছিল। আর কিছু অসাধু মানুষও এই সুযোগটা নিচ্ছিল। শুরু হয়েছিল অবৈধভাবে 5 টাকার মোটা কয়েন পাচার প্রক্রিয়া। প্রতিবেশী দেশ যেমন, নেপাল এবং বাংলাদেশে পাচার হত এই কয়েন।

এই কালোবাজারি ষড়যন্ত্র রুখতেই রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো মোটা পাঁচ টাকার কয়েন বাজার থেকে পুরোপুরি তুলে নেওয়ার পাশাপাশি, আগে 5 টাকার কয়েন তৈরিতে যে ধাতু ব্যবহার করা হত, বর্তমানে সেই ধাতুটিও একদম পাল্টে ফেলা হয়েছে। তাই নতুন ধাতু দিয়ে নতুন করে পাতলা পাঁচ টাকার কয়েন এখন বাজারে দেখা যাচ্ছে।

আশা করা যাচ্ছে, খুব তাড়াতাড়িই সমস্ত পুরোনো কয়েন গুলি বাজার থেকে তুলে নেওয়া সম্ভব হবে। এর ফলে, কালোবাজারি এবং পাচারের মত কাজও সম্পূর্ণ ভাবে বন্ধ করে ফেলতে পারবে রিজার্ভ ব্যাঙ্ক। এখন RBI এর এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হয়, সেটাই দেখার।

সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

WhatsApp Group: Join Now

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇

👉 আবার DA বাড়ানোর ঘোষনা দিল রাজ্য সরকার, এবার কি ভোটের আগের মাস্ট্রারস্ট্রোক?

👉 ১ টি করে গ্যাস সিলিন্ডার একদম ফ্রিতে! এই যোজনায় নতুন করে আবেদন শুরু হলো

👉 রাজ্যে এত ইউনিট পর্যন্ত কারেন্ট বিল লাগবে না, এইভাবে নিন ফায়দা

👉 নীল আধার কার্ড কী এবং এর সুবিধা কী?

👉 মেয়েরা মাসে ৩০০০ এবং ছেলেরা মাসে ২৫০০ টাকা পাবে কেন্দ্রের এই স্কলারশিপে

👉 মোদি না দিলেও চিন্তা নেই! এবার ঘর তৈরি করে দেবেন মমতা

Leave a Comment