লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে কেন্দ্রীয় সরকার এবার এমন একটি প্রকল্পের সুবিধা দিতে চলেছে যা আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রতীক্ষা থেকে বিরত করতে পারে। এই প্রকল্পের হাত ধরে পেয়ে যান ১২,০০০ টাকা! আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
নির্বাচনকে গণতন্ত্রের সেরা উৎসব বলা হয়। আর পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হল এই ভারতবর্ষ। কিছুদিনের মধ্যেই ভারতের সাধারণ নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাবে। তার আগে বিপুলভাবে লাভবান হতে চলেছে এই দেশের কৃষকরা। তাঁদের আয় দ্বিগুণ হয়ে যেতে চলেছে।
স্বাধীনতার পর ৭৫ বছর পেরিয়ে গিয়েছে। প্রযুক্তি, ব্যবসা, পরিষেবা ক্ষেত্রে বিপুল উন্নতি করেছে ভারতীয় অর্থনীতি। কিন্তু তা সত্ত্বেও আজও ভারতের জিডিপি-তে কৃষি ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি। এক কথায় ভারত আজও কৃষি প্রধান দেশ। ফলে এদেশে কৃষক এবং কৃষি কাজের গুরুত্ব কতটা তা সহজেই বোঝা যাচ্ছে। যদিও দেশের বেশিরভাগ কৃষকের আর্থিক অবস্থা ভাল নয়। সেই পরিস্থিতি বদলাতেই মোদি সরকার প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্প বা পিএম কিসান যোজনা (PM Kisan Yojna) চালু করেছে।
খরা, বন্যার মত প্রাকৃতিক বিপর্যয় বা বাজারের ওঠা পড়ায় হামেশাই ক্ষতির সম্মুখীন হন এ দেশের দরিদ্র কৃষকরা। অভাবের তাড়নায় দরিদ্র চাষিদের আত্মঘাতী হওয়ার ঘটনা ভারতীয় সমাজ ব্যবস্থার এক দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়েছে। সেই সমস্যা থেকে দেশের কৃষকদের কিছুটা রেহাই দিতে তাঁদের জন্য পিএম কিসান যোজনা চালু করেছে কেন্দ্রীয় সরকার।
এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকদের বছরে ৬,০০০ টাকা করে আর্থিক অনুদান দেয় কেন্দ্রীয় সরকার। এই অর্থ অবশ্যই একসঙ্গে পান না কৃষকরা। বছরে তিনটি পর্যায়ে ২,০০০ টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে। কিন্তু ভোটের আগে কৃষকদের জন্য দারুন এক খুশির খবর। পিএম কিসানের অনুদানের অর্থ দ্বিগুণ হয়ে যেতে চলেছে!
বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে দেশের ১১.৮ কোটি কৃষক সরকারের থেকে আর্থিক অনুদান পান (১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই তথ্য দিয়েছেন)। ইতিমধ্যেই এই প্রকল্পের ১৫ টি কিস্তির টাকা পেয়ে গিয়েছেন কৃষকরা।
বর্তমানে ১৬ তম কিস্তির অর্থ পাওয়ার জন্য তাঁরা প্রতীক্ষা করছেন। এরই মাঝে এক দুর্দান্ত সুখবরের সম্ভাবনা তৈরি হয়েছে। এর ফলে এবার থেকে ভারতের কৃষকরা বছরে ১২,০০০ টাকা করে পাবেন! তবে সকল কৃষকের জন্য এই সুবিধা চালু হচ্ছে না। মূলত মহিলা কৃষকদের বছরে ১২ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। অর্থাৎ মহিলা কৃষকরা পুরুষদের থেকে ঠিক দ্বিগুণ আয় করবেন।
এই বিষয়ে আগামী দিনে বিস্তারিত আপডেট পাওয়া যাবে। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের ভোট ঘোষণার আগে মহিলাদের এই আয় বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করতে পারে মোদি সরকার।
সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇
👉 এই ৫ টাকার কয়েন থেকে ইনকাম হচ্ছে ১২ টাকা, RBI এর পদক্ষেপে সব ভেস্তে গেল
👉 আবার DA বাড়ানোর ঘোষনা দিল রাজ্য সরকার, এবার কি ভোটের আগের মাস্ট্রারস্ট্রোক?
👉 ১ টি করে গ্যাস সিলিন্ডার একদম ফ্রিতে! এই যোজনায় নতুন করে আবেদন শুরু হলো
👉 রাজ্যে এত ইউনিট পর্যন্ত কারেন্ট বিল লাগবে না, এইভাবে নিন ফায়দা
👉 মেয়েরা মাসে ৩০০০ এবং ছেলেরা মাসে ২৫০০ টাকা পাবে কেন্দ্রের এই স্কলারশিপে