দেশে কেন্দ্রীয় সরকারের তরফে যে সব গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া হয়, তাদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হলো রেশন ব্যবস্থা। এই রেশন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের আর্থিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। করোনার সময় রেশন ব্যবস্থার গুরুত্ব কতটা তা খুব ভালো করে অনুভব করা গেছিল। সেই সময় যখন দেশের অধিকাংশ মানুষ কাজহীন হয়ে পড়েন, তখন রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সরবরাহ করা হয়েছিল দেশের প্রচুর মানুষকে।
তবে রেশন পরিষেবা এতটা গুরুত্বপূর্ণ হলেও, রেশন ব্যবস্থার মধ্য দিয়ে গরিবদের মুখে অন্ন তুলে দেওয়ার কাজ চালানো হলেও বিভিন্ন সময় এই পরিষেবা নিয়ে নানান ধরনের দুর্নীতির অভিযোগ উঠতে দেখা যায়। সেই দুর্নীতি নেতা মন্ত্রী থেকে শুরু করে রেশন ডিলার প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে। আর এই সকল দুর্নীতিতে লাগাম টানতেই কেন্দ্র সরকার নতুন নতুন নিয়ম জারি করেছে এবং করছে।
কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থায় দুর্নীতিতে লাগাম টানতে চালু করা হয়েছে ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে দুর্নীতিতে কিছুটা হলেও লাগাম টানা সম্ভব হয়েছে।, এর জন্য নতুন নিয়ম হিসেবে জারি করা হয়েছে ePOS এর ব্যবহার। গত বছর ডিসেম্বর মাসের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরি ভাবে চালু করার নির্দেশ দেওয়া হলেও পশ্চিমবঙ্গে পয়লা মার্চ থেকে এটি কার্যকরী হয়েছে।
মার্চ মাস থেকেই ePOS মেশিনের ব্যবহার পুরোপুরি ভাবে চালু করা হয়েছে রেশন বিলি করার ক্ষেত্রে। এই ব্যবস্থার ফলে কারচুপির দিন পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে এমনটাই আশা করা হচ্ছে।
এখন প্রশ্ন হল, ePOS কীভাবে রেশনে কারচুপি আটকাবে। আসলে, ePOS মেশিনে উপভোক্তাদের ফিঙ্গারপ্রিন্ট আপলোড থাকে। যার ফলে যখনই উপভোক্তা রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলবেন তখন সেই আপডেট সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে উপর মহলে।
এছাড়াও এই ePOS মেশিনে কত পরিমাণ খাদ্য সামগ্রী রেশন ডিলারের কাছে মজুত রয়েছে, কত পরিমাণ খাদ্য সামগ্রী বিক্রি হলো, কত পরিমাণ খাদ্য সামগ্রী প্রয়োজন সব তথ্য খুঁটিনাটি ভাবে রেশন ডিলারের কাছে থাকার পাশাপাশি তার উপর মহলের কাছেও থাকছে। সব মিলিয়ে, রেশন ব্যবস্থাকে ঢেলে সাজাতে যে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে, এই কথা অনস্বীকার্য।
প্রসঙ্গত, রেশনের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ বেশ পুরোনো এবং পরিচিত। রাজ্যের শাসক দল তৃণমূলের একাধিক নেতা মন্ত্রীর নাম রেশন দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। এই কেসগুলি বর্তমানে বিচারাধীন রয়েছে।
সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇
👉 লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বেশি টাকা! এই প্রকল্পে ১২,০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার
👉 এই ৫ টাকার কয়েন থেকে ইনকাম হচ্ছে ১২ টাকা, RBI এর পদক্ষেপে সব ভেস্তে গেল
👉 আবার DA বাড়ানোর ঘোষনা দিল রাজ্য সরকার, এবার কি ভোটের আগের মাস্ট্রারস্ট্রোক?
👉 ১ টি করে গ্যাস সিলিন্ডার একদম ফ্রিতে! এই যোজনায় নতুন করে আবেদন শুরু হলো
👉 রাজ্যে এত ইউনিট পর্যন্ত কারেন্ট বিল লাগবে না, এইভাবে নিন ফায়দা