Ration card will change before the vote Just have to do this
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

খাদ্য সরবরাহ দফতর রেশন কার্ডধারীদের কম দামে রেশন দেয়। এর দরুণ দরিদ্র পরিবারগুলো সহজেই নিজেদের ভরণপোষণ করতে পারে। উল্লেখ্য, খাদ্য সরবরাহ দফতর কিন্তু সাধারণ মানুষকে দুই ধরনের রেশন কার্ড সরবরাহ করে। প্রথম APL রেশন কার্ড এবং দ্বিতীয় BPL রেশন কার্ড।

APL রেশন কার্ডধারীদের মাথাপিছু 5 কেজি রেশন দেওয়া হয়। আর বিপিএল কার্ডধারীদের 35 কেজি নির্দিষ্ট রেশন দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার এবার এই APL রেশন কার্ডগুলোকেও BPL রেশন কার্ড করে দিতে চাইছে, যাতে সকলে সমান সুবিধা পান।

রেশন কার্ডের মাধ্যমে লক্ষ লক্ষ পরিবারকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। সময়ে সময়ে, সরকার রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন এবং অনেক সুবিধা প্রদান করে। এদিকে, প্রকৃতপক্ষে খাদ্য দফতর জানতে পেরেছে যে প্রচুর দরিদ্র শ্রেণীর মানুষের হাতে APL রেশন কার্ড থাকায়, তাঁরা যথাযথ সামগ্রী পাচ্ছেন না। তাই যে সমস্ত দরিদ্র শ্রেণীর মানুষের হাতে APL রেশন কার্ড রয়েছে। তাঁদের প্রত্যেককেই নিজ নিজ তরফে BPL কার্ড প্রদান করবে খাদ্য দফতর। এমনটাই জানানো হয়েছে।

APL থেকে BPL রেশন কার্ডের তালিকায় কাদের নাম আসতে পারে?

1) যাদের আয় ₹200000-এর কম।

2) যাদের বয়স 18 বছরের বেশি।

3) যাদের বাড়িতে সরকারি চাকরিজীবী কেউ থাকবে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

4) কোনো আয়করদাতা থাকবে না।

5) চার চাকার গাড়ি থাকবে না।

ইতিমধ্যেই নাকি BPL রেশন কার্ড প্রদান করা শুরু হয়ে গিয়েছে। সামনে ভোট এসে গিয়েছে বলে দ্রুত গতিতে প্রক্রিয়া এগোচ্ছে, আপনিও তাহলে আর দেরি না করে জেনে নিন, কীভাবে BPL কার্ডটি পাবেন।

APL কার্ডকে কীভাবে BPL কার্ড করবেন?

খাদ্য দফতরের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, BPL রেশন কার্ড পাওয়ার জন্য এমনি কোনও আবেদনের প্রক্রিয়া দরকার নেই। তবে, বিশেষ কিছু দিক রয়েছে।

1) আমজনতার আর্থিক অবস্থা অনুসারে খাদ্য দফতর সিদ্ধান্ত নেবে।

2) ইতিমধ্যেই APL থেকে BPL করার প্রক্রিয়া করার জন্য রাজ্যের জেলাগুলির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাছে নির্দেশিকা চলে হয়েছে।

3) প্রক্রিয়া অনুযায়ী, জেলা আধিকারিকরা খাদ্য সুরক্ষা দফতরের কাছে APL কার্ডধারীদের তথ্য পাঠাবে, তারপর সেই গ্রাহকদের BPL দেওয়া হবে কিনা, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সরকারের কর্মকর্তারা।

🔥 সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 সরকারি সুবিধা বন্ধ হতে পারে! সময় থাকতে করুন আধার কার্ডের এই কাজ

👉 বড়লোক হয়ে যাবে সরকারি কর্মীরা, ১৮ মাসের টাকা নিয়ে সুখবর

👉 আধার কার্ডের অফিসে চাকরি! মাইনে শুনলে চমকে যাবেন

👉 গ্রাম পঞ্চায়েতে ৬০০০+ জনের চাকরি! ক্লাস এইট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন

👉 পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোক এই কার্ড করেনি, করলে কী সুবিধা পাবেন জানুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *