রেশনে চাল আটা তো মিলছেই, এবার এই পুষ্টিকর খাবারও দেবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনিও যদি একজন রেশন কার্ড হোল্ডার হন, সরকারের রেশন কার্ড প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তাহলে এই খবরটি আপনার জন্য খুব কার্যকর হতে পারে। আসলে, রেশন কার্ডধারীদের জন্য সুখবর এসেছে। সমস্ত রেশন কার্ডধারীদের জন্য রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যার অধীনে রেশন কার্ডের দোকানগুলিতে আমজনতাকে দেওয়ার জন্য চাল, তেল গম, ছাড়াও আরও বেশ কিছু পণ্য দেবে কেন্দ্র

বর্তমানে দেশের প্রায় 80 কোটি মানুষ প্রত্যেক মাসে বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে থাকেন। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা এর অধীনে

করোনার সময় থেকেই বিনামূল্যে রেশন দিচ্ছে কেন্দ্র। আরও 5 বছর দেওয়ার কথা দিয়েছে। আসলে, মাঝেমধ্যেই রেশন দোকান নিয়ে কেন্দ্রীয় সরকার একাধিক পরিকল্পনা করে থাকেন। ভোটপর্বে এই পরিকল্পনা আরও নতুন মাত্রা পাচ্ছে।

Read More: ১৫ দিনের মধ্যে ৫ লাখ টাকার লোন, PNB-তে অ্যাকাউন্ট থাকলেই পাবেন

এই পরিকল্পনার অধীনে, পাইলট প্রজেক্ট হিসাবে বিভিন্ন রাজ্য থেকে 15টি রেশন দোকানকে বেছে নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত এবং কর্ণাটকের মতো রাজ্যগুলির রেশন দোকানগুলি গড়ে উঠবে কর্পোরেট ধাঁচে। অর্থাৎ এই সমস্ত রেশন দোকানে বিক্রি করা হবে দুধ জাতীয় পণ্য। এতে কম পয়সায় পুষ্টির যোগান পাবে আমজনতা। উপরন্তু ডিলারদের ইনকামও বাড়বে। সরকারেরও পসার হবে।

রেশন দোকানগুলি নিয়ে ঠিক কী পরিকল্পনা কেন্দ্রের?

রেশন দোকানগুলিকে আসলে নিউট্রিশন হাব হিসাবে গড়ে তুলতে চায় কেন্দ্র। তাই চাল, গমের পাশাপাশি রেশন দোকান থেকে এবার পাবেন দুধ, ঘি, ছানা সহ একাধিক দুগ্ধজাত সামগ্রীও

Read More: লটারিতে যত টাকায় জিতুন, এত % ট্যাক্স কাটবেই সরকার

কেন্দ্রীয় সরকার কর্পোরেট ধাঁচে রেশন দোকানগুলিকে গড়ে তুলে সাধারণ পণ্যের পাশাপাশি দুগ্ধজাত পণ্যও বিক্রি করবে এইভাবে। যদিও রেশন দোকানে এই ব্যবস্থা বাংলায় এখনও চালু হয়নি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment