দোরগোড়ায় নির্বাচন, এরই আবহে জনগণের যাবতীয় চাহিদা মেটাতে পারে কেন্দ্র। বিশেষ করে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তো বড় সুবিধা পাবেনই। কারণ সপ্তম বেতন কমিশনের অধীনে, পেনশনভোগী এবং কেন্দ্রীয় কর্মচারীরা শীঘ্রই তাঁদের 18 মাসের অমীমাংসিত মহার্ঘ ভাতা পেতে পারেন বলেই দাবি করা হচ্ছে।
যদি প্রধানমন্ত্রী মোদী এক্ষেত্রে হস্তক্ষেপ করেন এবং 18 মাসের বকেয়া পরিমাণ দেওয়া হয় তবে এটি সারা দেশে লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং পেনশনভোগীদের বড় ত্রাণ দেবে এবং তাঁদের অ্যাকাউন্টে একটি বিশাল পরিমাণ অর্থ আসবে।
সরকারি কর্মীরা কত পরিমাণ পাবেন?
কোভিড মহামারীর কারণে, কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ বন্ধ করে দিয়েছিল, যা প্রায় 18 মাস ধরে বকেয়া ছিল। এবার যদি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ওই বকেয়া ডিএ প্রদান করে, তাহলে কর্মচারীদের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা আসবে। 7 তম বেতন কমিশনের অধীনে, 2 লাখ 18 হাজার টাকা পর্যন্ত পেতে পারেন।
কার্যকর হবে অষ্টম বেতন কমিশন?
এদিকে, জল্পনা বলছে যে নির্বাচনের আগেই অষ্টম বেতন কমিশনের দিকে হাঁটতে পারে কেন্দ্র। কারণ 1947 সাল থেকে 7টি বেতন কমিশন গঠন করা হয়েছে। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের বেতন কাঠামো সংশোধন করতে প্রতি 10 বছর অন্তর বেতন কমিশন গঠন করে।
আবার নির্বাচনের আগে, সরকার কেন্দ্রীয় কর্মচারী, সশস্ত্র বাহিনী এবং পেনশনভোগীদের আকৃষ্ট করতে বেতন কমিশন ব্যবহার করে। এতে কেন্দ্রীয় কর্মীদের বেতন বাড়বে।এমতাবস্থায় সরকার কর্মচারীদের নতুন বেতন গঠন নিয়েও আলোচনা করতে পারে বলে আশা করা যায়। যদিও বর্তমানে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
অষ্টম বেতন কমিশন কার্যকর হলে কী লাভ হবে?
অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়া কর্মীদের জন্য লটারির সমান। এতে, কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টরও প্রায় 3.68 গুণ বৃদ্ধি পাবে। আবার কর্মচারীদের মূল বেতনও প্রায় 44.44 শতাংশ বাড়তে পারে। এ কারণে তিনগুণ বেতন বাড়তে পারে।
উল্লেখ্য, এদিকে কেন্দ্রীয় সরকার লক্ষাধিক কর্মচারীর মহার্ঘ ভাতা (DA) বাড়িয়ে 50% অবধি করেছে। এটি 1 জানুয়ারী, 2024 থেকে সারা দেশে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কার্যকর করা হয়েছে। আর নিয়ম অনুসারে, যখন মহার্ঘ ভাতা 50% হলে, বাড়ি ভাড়া ভাতাও পরিবর্তন হয়। তাই এখন কেন্দ্রীয় কর্মীরা অন্যান্য ভাতার পরিবর্তনের জন্যও অপেক্ষায় রয়েছেন। সবমিলিয়ে কেন্দ্রীয় কর্মীদের জন্য 2024 সাল হল বড়লোক হওয়ার সাল।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 আধার কার্ডের অফিসে চাকরি! মাইনে শুনলে চমকে যাবেন, আবেদনের লাস্ট ডেট 30.05.2024
👉 গ্রাম পঞ্চায়েতে ৬০০০+ জনের চাকরি! ক্লাস এইট, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে আবেদন
👉 রাজ্যের বেকাররাও এবার টাকা পাবে, মাসে মাসে এত টাকা আবেদন করলেই
👉 পশ্চিমবঙ্গের বেশিরভাগ লোক এই কার্ড করেনি, করলে কী সুবিধা পাবেন জানুন
👉 লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢুকলে, এই নম্বরে কল করতে হবে
👉 ছুটির কথা ছিলনা, তবুও ১৭ এপ্রিল রাজ্যে ছুটি থাকবে