If Lakshmir Bhandar money is not received call this number
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কোভিডের সময় মহিলাদের প্রতি মাসে নগদ দেওয়ার জন্য শুরু হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার। এর অধীনে SC-ST মহিলাদের প্রতি মাসে এখন 1200 টাকা এবং সাধারণ শ্রেনির মহিলাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে পাঠানো হচ্ছে।

সরকারী সূত্র জানিয়েছে যে, রাজ্য সরকার এই প্রকল্পের জন্য বছরে প্রায় 11,000 কোটি টাকা ব্যয় করে। অথচ অনেক মাস হল এই ভাতার টাকাই পাচ্ছেন না অনেকে। সঙ্গে যাঁরা বার্ধক্য ভাতার অনুদান পান, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও ঢুকছে না টাকা। এমতাবস্থায় কী করবেন? স্থানীয় পার্টি অফিসে কথা বলেও এক্ষেত্রে কাজ হবে না। এমন সমস্যায় পড়লে সরাসরি জানাতে হবে দিদিকে। কীভাবে জানাবেন? বলব আমরাই।

পশ্চিমবঙ্গ ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের জন্য মহিলা ও শিশু উন্নয়ন বিভাগে মর্যাদাপূর্ণ ‘স্কচ’ পুরস্কার পেয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই সম্মান তাঁর সরকার এবং রাজ্যের প্রায় দুই কোটি মহিলার জন্য যারা এই প্রকল্পের মাধ্যমে ক্ষমতায়িত হয়েছে।

নারীর ক্ষমতায়ন সরকারের অগ্রাধিকার। আর এই স্কচ পুরস্কার কেন দেওয়া হয় বা কারা দেয় জানেন তো? স্কচ অ্যাওয়ার্ড দেওয়া হয় শাসন, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, প্রযুক্তি, ব্যবস্থাপনা, কর্পোরেট নেতৃত্ব, নাগরিক সেবা প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষমতায়নের জন্য। আর যথার্থ ভাবে এই সেবা প্রদানের অন্যন্য একটি নম্বর বের করেছে মমতা সরকার। ওই নম্বরটি ডায়াল করলেই হবে।

সূত্র বলছে, এখন প্রায় 2 কোটিরও বেশি মহিলা এই অনুদানের ভাগিদার। আর এই 2 কোটির অনেকেই তিন মাস অন্তর অনুষ্ঠিত হওয়া দুয়ারে সরকার শিবিরে আবেদন করা সত্ত্বেও টাকা পাচ্ছেন না। এপ্রিল থেকে যেখানে অনেকের হাতেই এসে গিয়েছে 1000-1200 টাকা। অথচ গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের দুয়ারে সরকার শিবিরে আবেদনের পর থেকে একটাও টাকা পাননি অনেকেই। মমতা সরকার এ প্রসঙ্গে জানিয়েছে, কেন্দ্র টাকা দেয়নি। তাই অসুবিধা হচ্ছে। তবুও সবটা সামলে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্যই একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। 9137091370।

এই নম্বরের সাহায্যে কল করে কীভাবে টাকা পাবেন?

1. 9137091370 মোবাইল নম্বরটিতে কল করে নিজের সমস্যার কথা জানাবেন প্ৰথমে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2. সবটা শুনে সরকারি আধিকারিকরা এসে আপনার আবেদনের নথিপত্র দেখে টাকা পাওয়ার ব্যবস্থা করবেন।

3. নথিপত্রে কোনও সমস্যা থাকলে ফের আবেদন করতে হতে পারে।

4. আর নথিপত্রে কোনওরকম সমস্যা না থাকলে সঙ্গে সঙ্গে উপভোক্তার তালিকায় আপনার নাম উঠে আসবে।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 ছুটির কথা ছিলনা, তবুও ১৭ এপ্রিল রাজ্যে ছুটি থাকবে

👉 ১ বছরে ১২ বার ঢুকবে টাকা, এখন আবার ডবল

👉 PSC এর মাধ্যমে রাজ্যে নতুন শিক্ষক নিয়োগ, মাথা খারাপ করা বেতন

👉 ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন, তবে এর একটি নিয়ম আছে

👉 ATM কার্ড দিয়ে টাকা তো তোলেন? ব্যাঙ্কের এর নিয়ম জানেন তো?

👉 এই গরমে লাফিয়ে কমবে কারেন্ট খরচ! ১ কোটি আবেদন জমা পড়েছে, আপনি করবেন না?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *