নির্বাচনে কমিশন ভোটদানে স্বচ্ছতা বজায় রাখতে নতুন কৌশল এঁটেছে। এতে করে ভোটারদের চাপ হতে পারে ঠিকই, তবে অতিরিক্ত কোনও ঝামেলা পোহাতে হবে না। আসলে একজন ব্যক্তি একাধিক এলাকায় ভোটার হিসেবে নথিভুক্ত রয়েছেন নাকি একই এলাকা থেকে একাধিকবার ভোটার হিসেবে নথিভুক্ত হয়েছেন তা জানতে চায় নির্বাচন কমিশন। অথচ হাতে কম সময়। তাই এবার নির্বাচন কমিশন বলছে, এর জন্য আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করলেই হবে।
এর জন্য কিছুই না, আপনার ভোটার আইডি এবং আধার কার্ডের স্ব-প্রত্যয়িত কপি BLO-কে দিয়ে দিন। দেশের সমস্ত রাজ্যে সময়ে সময়ে এর জন্য প্রচার চালানো হবে। স্থানীয় পর্যায়ে ক্যাম্প করা হবে। ওই ক্যাম্পের খোঁজ রেখে দেবেন। ক্যাম্প হচ্ছে জানতে পারলেই, এখানে গিয়ে আপনি BLO-কে লিঙ্ক করার জন্য আপনার প্রয়োজনীয় নথিগুলি দিয়ে দেবেন। তাঁরাই ভোটার আইডির সঙ্গে আপনার আধার কার্ড লিঙ্ক করবেন।
এদিকে ভোটের তো বেশিদিন বাকিও নেই। তাই আপনি যদি এখনও আপনার ভোটার আইডি কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন, তাহলে অবিলম্বে এই কাজটি করে ফেলুন। রাজধানী দিল্লি সহ সারা দেশের ভোটারদের এই কাজ করতেই হবে। নাহলে কিন্তু চাপের শেষ থাকবে না। এমন পরিস্থিতিতে, আপনি কি ভাবছেন যে কীভাবে এখন নিজের কাজ ছেড়ে আপনার ভোটার আইডি কার্ড আধারের সঙ্গে লিঙ্ক করবেন! দেখুন, বিশেষ বিষয় হল আধার কার্ডের সাথে ভোটার আইডি কার্ড লিঙ্ক করতে আপনাকে কোনও অফিসে যেতে হবে না। ঘরে বসেই কাজ করতে পারবেন।
ঘরে বসেই কীভাবে আধারের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করবেন?
আপনি নিম্নলিখিত সহজ ধাপ অনুসরণ করেই মোবাইল বা ল্যাপটপের সাহায্যে ঘরে বসে অনলাইনে লিঙ্ক করতে পারেন।
ধাপ 1- আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিঙ্ক করতে প্রথমে https://nvsp.in/ ওয়েবসাইটে যেতে হবে।
ধাপ 2- ওয়েবসাইটে গিয়ে লগইন এ ক্লিক করুন।
ধাপ 3- লগ ইন করার পরে, নতুন ব্যবহারকারী হিসাবে রেজিস্ট্রেশন করার অপশনে ক্লিক করুন।
ধাপ 4- এবার নিজের মোবাইল নম্বর এবং ক্যাপচা পূরণ করে ফেলুন।
ধাপ 5- এই প্রক্রিয়া শেষে, আপনার মোবাইলে একটি OTP আসবে। এই OTP এন্ট্রি করার পরেও একটি নতুন পেজ খুলে যাবে।
ধাপ 6- এই নতুন পেজে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে, সাবমিট বাটনে ক্লিক করুন। আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এবার তথ্য পূরণ করে একটি acknowledgment number তৈরি হয়ে যাবে আপনাআপনি।
ধাপ 7- এবার এই নম্বর ব্যবহার করে আপনার ভোটার আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে কিনা তা জানতে পারবেন। যদি না থাকে লিঙ্ক করে ফেলুন।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢুকলে, এই নম্বরে কল করতে হবে
👉 ছুটির কথা ছিলনা, তবুও ১৭ এপ্রিল রাজ্যে ছুটি থাকবে
👉 ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন, তবে এর একটি নিয়ম আছে
👉 ATM কার্ড দিয়ে টাকা তো তোলেন? ব্যাঙ্কের এর নিয়ম জানেন তো?
👉 ১ বছরে ১২ বার ঢুকবে টাকা, এখন আবার ডবল