Bangla Divas will be celebrated in the state the date has been fixed
WhatsApp Group Join Now

Bangla Divas in West Bengal: হাজারও বাকবিতন্ডা এড়িয়ে অবশেষে স্বপ্ন পূরণ মমতার। পালিত হবে বাংলা দিবস, বাঙালির পশ্চিমবঙ্গকে উদযাপনের দিন। এই প্রথমবার পয়লা বৈশাখ ছাড়াও, অর্থাৎ 14 এপ্রিল সহ বঙ্গে পালিত হবে বাংলা দিবস। তবে, বিধানসভার কয়েকটি শর্ত মেনেই এই ছুটি ঘোষণা করতে পারবে রাজ্য। তা কবে দেওয়া হবে বাংলা দিবসের ছুটি! আর কোন শর্তই বা মানবে রাজ্য!

বিধানসভার অনুমতি নিয়ে, এই বছর প্রথমবারের মতো, পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করবে রাজ্য সরকার। এদিন কলকাতার ক্যাথেড্রাল চার্চে রাজ্য সরকার এই অনুষ্ঠানের আয়োজন করবে। এই দিনটি পালনের জন্য নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছিল রাজ্য সরকার।

কমিশন অনুমতি দিয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের শর্ত মেনে রাজ্যকে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে। নির্বাচন কমিশনের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশন রাজ্য সরকারকে কিছু নির্দেশনা দিয়েছে, সেই অনুসারে:

1) মুখ্যমন্ত্রী বা অন্য কোনও মন্ত্রী বা বিধায়ক মঞ্চে বসতে বা ওই অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন না।

2) একই সময়ে, রাজ্য সরকার এই কর্মসূচি পালনের আগে বিজ্ঞাপন দিতে পারে। কিন্তু এই বিজ্ঞাপনেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অন্য কোনও মন্ত্রীর ছবি ব্যবহার করতে দেওয়া হবে না।

3) পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের সময় ক্যাথেড্রাল চার্চে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চটি শুধুমাত্র একজন প্রশাসনিক আধিকারিক দ্বারা পরিচালিত হবে।

WhatsApp Group Join Now

4) কমিশনের এই সমস্ত নির্দেশনা মেনে রাজ্য সরকারকে বাংলা দিবস পালন করতে হবে।

কবে মিলবে বাংলা দিবসের ছুটি?

গত বছর থেকেই বাংলার প্রতিষ্ঠা দিবস উদযাপনের দিন খুঁজছিল মমতা সরকার। বিজেপি ওদিকে 20 জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসাবে পালন করেছিল, যা রাজ্যপাল ডাঃ সিভি আনন্দ বোসও অনুমোদন করেছিলেন। রাজ্যপাল নিজেই রাজভবনে এটি অনুসরণ করেছিলেন, যার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে তীব্র আপত্তি তোলা হয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যপাল তার এখতিয়ারের বাইরে কাজ করছেন। এই ঘটনার তীব্র বিরোধিতা করে কমিটি গঠন করা হয়েছিল। অবশেষে বিধানসভার অনুমতি নিয়ে নির্ধারণ করা হয়েছে যে পয়লা বৈশাখেই পালিত হবে বাংলা দিবস। এবারের পয়লা বৈশাখ যেহেতু রবিবার পড়েছে, তাই এই দিনের অতিরিক্ত ছুটি আর পাবেন না রাজ্যের সরকারি কর্মচারীরা।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 ভোটার কার্ড-আধার কার্ড লিঙ্ক করুন, এইভাবে বাড়িতে বসেই সেরে ফেলুন কাজ

👉 ভোটার কার্ড না থাকলেও ভোট দিতে পারবেন, তবে এর একটি নিয়ম আছে

👉 লক্ষ্মীর ভাণ্ডারের টাকা না ঢুকলে, এই নম্বরে কল করতে হবে

👉 ATM কার্ড দিয়ে টাকা তো তোলেন? ব্যাঙ্কের এর নিয়ম জানেন তো?

👉 ১ বছরে ১২ বার ঢুকবে টাকা, এখন আবার ডবল

👉 ছুটির কথা ছিলনা, তবুও ১৭ এপ্রিল রাজ্যে ছুটি থাকবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *