You can vote even if you dont have a voter card but there is a rule
WhatsApp Group Join Now

ভারতে গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, লোকসভা নির্বাচন আসন্ন। এমতাবস্থায় অনেকের মনেই প্রশ্ন আসছে যে, ভোটার আইডি কার্ড না থাকলে কি ভোট দেওয়া যাবে? উত্তর হল হ্যাঁ, আপনি ভোটার আইডি কার্ড ছাড়াও ভোট দিতে পারবেন। আপনার বয়স শুধুমাত্র 18 বছর হলেই আপনি আপনার নিকটস্থ বুথে গিয়ে ভোট দিয়ে আসতে পারবেন।

ভোটার আইডি না থাকলেও অন্য যে কোনও পরিচয়পত্র নিয়ে ভোট দিতে যেতে পারবেন। তবে এর জন্য আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। এবার কোন কোন শর্ত পূরণ করতে হবে, তা রইল নিম্নরূপ।

ভোটার কার্ড ছাড়া কীভাবে ভোট দেওয়া যাবে?

1) ভোটার তালিকায় আপনার নাম থাকা উচিত: সবার আগে নিশ্চিত করুন যে ভোটার তালিকায় আপনার নাম নিবন্ধিত রয়েছে। এটি জানার জন্য, আপনি https://hindi.eci.gov.in/ ওয়েবসাইট বা https://eci.gov.in/contact-us/contact-us/ অ্যাপের মাধ্যমে সবটা পরীক্ষা করে নিতে পারেন।

2) আপনার কাছেএকটি বিকল্প আইডি থাকতে হবে: আপনার কাছে যদি ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে আপনি ভোট দেওয়ার জন্য নিম্নলিখিত বিকল্প আইডিগুলির একটি কিন্ত ব্যবহার করতে পারেন:

• আধার কার্ড

WhatsApp Group Join Now

• ড্রাইভিং লাইসেন্স

• প্যান কার্ড

• পাসপোর্ট

• MNREGA জব কার্ড

• ব্যাংক বা পোস্ট অফিসের ছবি সহ পাসবুক

• কেন্দ্রীয়/ রাজ্য সরকার/ পিএসইউ/ পাবলিক লিমিটেড কোম্পানির ইস্যু করা পরিচয়পত্র

• ছবি সহ পেনশনের ডকুমেন্ট (যদি প্রযোজ্য হয়)

• শ্রম মন্ত্রকের ইস্যু করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড

• এমপি/ বিধায়ক/ এমএলসির দেওয়া সরকারি পরিচয়পত্র।

3) এরপর ভোট কেন্দ্রে গিয়ে আপনাকে উপরিউক্ত বিকল্প পরিচয়পত্র দেখাতে হবে।

4) নির্বাচন কর্মকর্তা আপনার পরিচয়পত্র যাচাই করে আপনার নাম নিশ্চিত করবেন।

5) ভোটার তালিকায় আপনার নাম থাকলে, তবেই আপনাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।

কারা ভোট দিতে পারবেন না?

মনে রাখবেন, আপনার কাছে বিকল্প পরিচয়পত্র না থাকলে কিন্তু আপনি ভোট দিতে পারবেন না। ভোটার তালিকায় আপনার নাম না থাকলে আপনি ভোট দিতে পারবেন না। আপনার বয়স 18 বছরের কম হলে, আপনি ভোেট দিতে পারবেন না। দেখুন, ভোটার আইডি কার্ড কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব এটির জন্য আবেদন করুন উপরিউক্ত নিয়মে।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 বাড়ি থেকে ভোট দেওয়া যাবে, ৫ দিন আগে এই ফর্ম জমা দিন

👉 ৫০০ বা ১০০০ টাকা না! প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন, এই কার্ড থাকলেই

👉 ১ মাসের মধ্যে HRA মেটাতে হবে রাজ্যকে, আদালতে বড় ধাক্কা খেল রাজ্য সরকার

👉 অষ্টম শ্রেণী পাশে চাকরি, জেলা আদালতে গ্রুপ-D কর্মী নিয়োগ (Apply Now)

👉 ফ্রিতে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার, যদি এই কার্ড থাকে 

👉 মেয়েদের আর অবহেলা নয়! এইভাবে পেতে পারেন ৩১ লাখ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *