হাইকোর্টের কাছে হারল রাজ্য। লোকসভা নির্বাচনের মুখেই খেল বড় ধাক্কা। মেটাতে হবে বাড়ি ভাড়া ভাতার (HRA) বকেয়া। স্পষ্ট জানিয়ে দিল আদালত। সময় মাত্র এক মাস। সব দেখে শুনে বড় চিন্তায় রাজ্য। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েছে, কয়েক মাস হল। এরই মধ্যে আবার বকেয়া বাড়ি ভাড়া মেটানোতে চাপ লাগছে রাজ্যের। আসল বিষয়টা কী? কেস তো সুপ্রিম কোর্টে? হাইকোর্টের রায় তাহলে কীভাবে এল?
এ বছরের বাজেটে অর্থমন্ত্রী ভট্টাচার্য বলেছিলেন যে কেন্দ্র থেকে রাজ্যের বকেয়া প্রায় 1.18 লক্ষ কোটি টাকা। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার কর্মচারীদের জন্য অতিরিক্ত 4% ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এটি মে থেকে প্রযোজ্য হবে এর মানে এখন আপনি মে মাস থেকে 14% DA সুবিধা পাবেন। নাগরিক স্বেচ্ছাসেবকদের ভাতা 1000 টাকা বৃদ্ধি করা হয়েছে, এর জন্য রাজ্য সরকার 180 কোটি টাকা বরাদ্দ করেছে।
যেহেতু মে মাস থেকে তা প্রযোজ্য হবে, জুন থেকে অ্যাকাউন্টে বেতন বাড়বে। এর সুবিধা রাজ্য সরকারের সমস্ত 14 লক্ষ কর্মচারী, সমস্ত স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অশিক্ষক কর্মী, সমস্ত সরকারী উদ্যোগের কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য উপলব্ধ হবে।
এরই মধ্যে আবার বকেয়া বাড়ি ভাড়া ভাতা মেটাতে হবে! হুগলির স্কুলের এক শিক্ষকের পক্ষে শুনানি হয়েছে আসলে। ওই শিক্ষকের আইনজীবীর সূত্রে পাওয়া খবর অনুসারে, 2006 সাল থেকে স্কুলে চাকরিরত শিক্ষক 2016 সালের এপ্রিল থেকে ‘হাউস রেন্ট অ্যালোওয়েন্স’ বা বাড়ি ভাড়া ভাতা পাচ্ছিলেন না।
এরপর শিক্ষা দফতরের দ্বারস্থ হয়েছিলেন তিনি। নানান আবেদন করেও কিন্তু কাজ হয়নি। এরপর তাই অধিকার ছিনিয়ে নিয়ে হাইকোর্টে মামলা করেন শিক্ষক। সেই মামলার শুনানিতেই রাজ্যের যুক্তি অস্বীকার করে শিক্ষকের টাকা মেটাতে বলা হয়েছে।
মামলার সাফাইতে রাজ্য বলেছিল, স্বামী এবং স্ত্রী’র দু’জনেই চাকরি করলে, এমনকি স্বামী এবং স্ত্রী’র মধ্যে যদি কেউ একজন বেসরকারি চাকরিও করেন, তাহলেও বাড়ি ভাড়া ভাতা দেওয়া হয় না। উল্টোদিকে শিক্ষকের তরফে দাবি আসে যে ভিত্তিহীন ভাবে ওই শিক্ষকের প্রাপ্য টাকা আটকেছে রাজ্য। সেই বিষয়টিই দেখে শুনে হাইকোর্ট চূড়ান্ত সিদ্ধান্তে জানিয়েছে স্বামী এবং স্ত্রী’র মধ্যে কেউ বেসরকারি ও অপরজন চাকরি করলেও, সরকারি চাকুরেকে অবশ্যই বাড়ি ভাড়া দেওয়া আবশ্যক। কোনও অজুহাত দেওয়া চলবে না।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 মেয়েদের আর অবহেলা নয়! এইভাবে পেতে পারেন ৩১ লাখ টাকা
👉 ফ্রিতে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার, যদি এই কার্ড থাকে
👉 অষ্টম শ্রেণী পাশে চাকরি, জেলা আদালতে গ্রুপ-D কর্মী নিয়োগ (Apply Now)
👉 ইশান উদয় স্কলারশিপে ৫৪০০ ও ৭৮০০ টাকা দেবে সরকার, কারা আবেদন করবে?
👉 শান্তি পেল ১ কোটিরও বেশি সরকারি কর্মীরা! একসাথে এত কিছু বাড়লো