চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। লোকসভা নির্বাচনের আগে বড় নিয়োগ করছে রাজ্য। অষ্টম শ্রেণী পাশ করে ছোট্ট একটা পরীক্ষা নিয়েই চলবে নিয়োগ। পূর্ব বর্ধমানের জেলা বিচারক, ইংরেজি বিভাগ থেকে গ্রুপ-ডি অর্থাৎ নাইট গার্ড, ডে গার্ড এবং গার্ডেনার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের কিন্তু অবশ্যই 04.05.2024 তারিখ বা তার আগে প্রাসঙ্গিক নথি সহ অফলাইন আবেদন জমা দিতে হবে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে যোগ্যতা, বেতন, বয়স সীমা, আবেদন ফি এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কিত সমস্ত তথ্য রয়েছে। আবেদন করার আগে সমস্ত আবেদনকারীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নিতে হবে। আর বাদবাকি পুরো গুরুত্বপূর্ণ বিবরণ জানতে হলে পুরো প্রতিবেদন পড়ার জন্য অনুরোধ রইল।
শূন্যপদের বিবরণ
- নাইট গার্ডের শূন্যপদ: 09
- ডে গার্ডের শূন্যপদ: 01
- মালীর শূন্যপদ: 01
- অর্থাৎ মোট শূন্যপদ: 11
আবেদনের যোগ্যতার মানদণ্ড
বয়সসীমা
1) 1লা জানুয়ারী 2024 তারিখের হিসাবে আবেদনকারীর বয়স 18 বছরের কম এবং 40 বছরের বেশি হলে চলবে না।
2) তফসিলি জাতি ও তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে 5 বছর ছাড় মিলবে।
3) ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে 3 বছর বয়সের ছাড় মিলবে।
4) প্রাক্তন-সার্ভিসম্যান ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা হবে বর্তমানের সরকারি নিয়ম অনুযায়ী।
শিক্ষাগত যোগ্যতা
1) যেকোনও স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা বা অন্য কোনও স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস হতে হবে।
2) শারীরিকভাবে সুস্থ ও ফিট হতে হবে।
বেতনের বিবরণ
ROPA 2019-এর অধীনে বেতন ম্যাট্রিক্সের লেভেল-1 অনুযায়ী বিদ্যমান সরকারি নিয়মে অন্যান্য ভাতা সহ মোট 17000 থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
ঠিকানা: District Judge cum District Recruitment Committee of Purba Bardhaman Judgeship, Court Compound, Burdwan, Purba Bardhaman, Pin code 713101
উপরিলিখিত ঠিকানায় যোগ্য প্রার্থীরা, নীচে দেওয়া বিন্যাস অনুসারে উপরে উল্লিখিত পদগুলির জন্য হাতে লিখে বা টাইপ করে আবেদন জমা দিতে পারেন। প্রয়োজনীয় নথিগুলোকে সংযুক্ত করতে ভুলবেন না। সবটা হলে 10/- টাকার পোস্টাল স্ট্যাম্প সহ একটি 4.5 X 10.5 ইঞ্চির খাম ওই ঠিকানায় পাঠিয়ে দেবেন।
আবেদনপত্র লেখার সময় যা যা লাগবে, সব নিম্নরূপ-
1.প্রার্থীর সঠিকভাবে স্বাক্ষর করা একটি পাসপোর্ট আকারের সাম্প্রতিক রঙিন ছবি আবেদন ফরম্যাটে চিহ্নিত স্থানে সংযুক্ত করুন।
2. আবেদনপত্রের সাথে আরেকটি পাসপোর্ট ছবি সংযুক্ত করতে হবে। সাম্প্রতিক ফটোগুলি অবশ্যই অভিন্ন এবং রঙিন হতে হবে)
3. তারিখ সহ প্রার্থীকে আবেদনের নীচে সম্পূর্ণ স্বাক্ষর করতে হবে।
4. ঠিকানার প্রমাণের ফটোকপি, জন্ম তারিখের প্রমাণ, জাত শংসাপত্র, শিক্ষাগত শংসাপত্র, ইত্যাদি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
পূর্ব বর্ধমান জেলা আদালত নিয়োগের আবেদন ফি
1. সাধারণ এবং SC ব্যতীত অন্যান্যদের জন্য 300 টাকা।
2. তফসিলি জাতির জন্য 100 টাকা।
নিয়োগের নির্বাচন প্রক্রিয়া
পরীক্ষা দুটি বিভাগে নেওয়া হবে। পার্ট-1 এবং পার্ট-2।
পার্ট-1: পরীক্ষায় 100 নম্বর থাকবে এবং প্রতিটিতে দুই নম্বরের 50টি প্রশ্ন থাকবে, যার মধ্যে সাধারণ জ্ঞান, সাধারণ বুদ্ধিমত্তা, সাধারণ ইংরেজি এবং পাটিগণিতের উপর অপশনাল প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দুই নম্বর কাটা হবে। পরীক্ষার সময়কাল হবে এক ঘণ্টা।
পার্ট-2: পরীক্ষার ফলাফলের ভিত্তিতে 50 নম্বরের ব্যক্তিত্ব পরীক্ষা নেওয়া হবে। এর ভিত্তিতে কয়েকজন প্রার্থীকে বাছাই করা হবে।
এরপর পার্ট 1 ও পার্ট 2 পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের ফলাফলের ভিত্তিতে একটি চূড়ান্ত প্রার্থী প্যানেল তৈরি করা হবে।
✅ অফিসিয়াল ওয়েবসাইট: Visit Now
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 কন্যাশ্রীর এই চাকরিতে বেতন ১১,০০০ টাকা! ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন
👉 ইশান উদয় স্কলারশিপে ৫৪০০ ও ৭৮০০ টাকা দেবে সরকার, কারা আবেদন করবে?
👉 ফ্রিতে পাওয়া যাবে গ্যাস সিলিন্ডার, যদি এই কার্ড থাকে
👉 শান্তি পেল ১ কোটিরও বেশি সরকারি কর্মীরা! একসাথে এত কিছু বাড়লো
👉 মাধ্যমিক পাস হলেই ১২০০০ টাকা মিলবে, তবে এত পারসেন্ট নম্বর থাকতে হবে