Salary 11,000 rupees for this Kanyashree job
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বিরাট সুখবর চাকরিপ্রার্থীদের জন্য। সহকারি শিক্ষক নিয়োগের পর আরও একটি চাকরি দিচ্ছে রাজ্য। কন্যাশ্রী প্রকল্পে মিলবে এই আয়ের সুযোগ। ডেটা ম্যানেজার পদে চলছে নিয়োগ। আগ্রহী প্রার্থীরা ঘরে বসেই আবেদন করলে হবে। তবে, তার আগে জেনে নিতে হবে আবেদনের কিছু শর্ত ও পদ্ধতি।

কোন পোস্টে চাকরি দিচ্ছে সরকার?

উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যারাকপুর 1 নম্বর ব্লকে ডেটা ম্যানেজার পদে চাকরি পাবেন।

কত টাকা বেতন দেওয়া হবে?

এই পদে মোট 11,000 টাকা বেতন দেবে সরকার। থাকবে একাধিক আর্থিক সুবিধা।

বয়স সীমা কত:

1) এই পোস্টে আবেদনের ন্যূনতম বয়স 18 বছর।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2) এই পোস্টে আবেদনের সর্বোচ্চ বয়স 37 বছর।

3) চলতি বছরের 1 জানুয়ারির হিসাবে আবেদনকারীর বয়স নির্ধারিত হবে।

4) পূর্বের সরকারি নিয়ম অনুযায়ী তফশিলি জাতি ও উপজাতিভুক্তরা কিছুটা অবশ্য ছাড় পাবেন।

কারা আবেদন করতে পারবেন?

সাধারণ যোগ্যতা:

1) আবেদনের জন্য ভারতীয় নাগরিক হতে হবে।

2) ব্যারাকপুর ব্লকের স্থানীয় বাসিন্দারাও আবেদনে অগ্রাধিকার পেতে পারেন।

শিক্ষাগত যোগ্যতা:

1) যে কোনও বিষয়ে স্নাতক হলেই এই পদে আবেদন করুন।

2) কম্পিউটার অ্য়াপ্লিকেশনের সার্টিফিকেট রেডি রাখুন।

3) মিনিটে 30টা শব্দ টাইপ করার দক্ষতা অর্জন করুন।

4) 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু।

আবেদন কীভাবে করবেন?

1) আবেদন করার জন্য প্ৰথমে www.north24parganas.gov.in-এ লগ ইন করুন। সেখানেই মিলবে আবেদনের লিঙ্ক।

2) লিঙ্ক ক্লিক করলে আসবে আবেদনপত্র।

3) সমস্ত বিবরণ দিয়ে পূরণ করে যাবতীয় প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করে দিন।

4) এবার সাবমিট অপশানে ক্লিক করলেই হয়ে যাবে আবেদন।

কীভাবে প্রার্থী নির্বাচন করা হবে?

7 মার্চ 2024 থেকে 16 এপ্রিল 2024 পর্যন্ত তিন ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেবে উত্তর 24 পরগনা জেলা প্রশাসন।

1) 40 নম্বরের লিখিত পরীক্ষা

2) 50 নম্বরের কম্পিউটার টেস্ট

3) 10 নম্বরের ইন্টারভিউ

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 ৫০০ বা ১০০০ টাকা না! প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন, এই কার্ড থাকলেই

👉 জিওতে ২৩৪ টাকা রিচার্জ করলে ২ মাস চিন্তা নেই, পাবেন ভরপুর সুবিধা

👉 ১০ টি ব্যাংককে জরিমানা করলো RBI, এর মধ্যে ১ টি ব্যাংক পশ্চিমবঙ্গের

👉 মাধ্যমিক পাস হলেই ১২০০০ টাকা মিলবে, তবে এত পারসেন্ট নম্বর থাকতে হবে

👉 কোলকাতা পুলিশে DEO এর চাকরি, আবেদনের বেশি সময় নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *