চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। কলকাতা পুলিশ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছে। বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ইতিমধ্যেই। কলকাতা পুলিশের এই চাকরির যাঁরা যারা আবেদন করতে ইচ্ছুক, তাঁরা ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন।
তবে, আবেদনের আগে প্রার্থীদের মনে রাখতে হবে যে এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক নিয়োগ। তাই ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন করার আগে প্রার্থীদের আবেদনের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া, কত টাকা বেতন দেওয়া হবে এবং আবেদনের শর্তাবলী জেনে নেওয়া উচিত।
শূন্যপদের সংখ্যা: মোট 225 টি পদ
- General – 100
- SC – 50
- ST – 14
- OBC A – 22
- OBC B – 16
- EWS – 22
বেতন স্কেল – প্রতি মাসে 16,000 টাকা
বয়স সীমা কত?
কলকাতা পুলিশের এই নিয়োগে,
1) অসংরক্ষিত এবং EWS বিভাগের প্রার্থীরা 1984 সালের 01 এপ্রিল থেকে 02-04-2006 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে।
2) SC, ST প্রার্থীদের 01-04-1979 থেকে 01-04-2006 এর মধ্যে জন্ম তারিখ হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে?
1)প্রার্থীদের কম্পিউটার অ্যাপ্লিকেশনে সার্টিফিকেটসহ যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
2) এরই পাশাপাশি প্রার্থীদের ভালো টাইপিং স্পিড এবং বাংলা পড়া ও লেখার জ্ঞান থাকতে হবে।
কলকাতা পুলিশ DEO চাকরির জন্য কীভাবে আবেদন করবেন?
প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন। পদগুলির জন্য আবেদন করার লিঙ্কটি সক্রিয় করা হয়েছে। তবে, আবেদন করার আগে প্রার্থীদের সাবধানে নির্দেশাবলী পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। নীচের নির্দেশিকা অনুসরণ করে আপনি এই পদগুলির জন্য অনলাইনে আবেদন করতে পারেন।
ধাপ 1: প্ৰথমে অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in বা wbpolice.gov.in বা kolkatapolice.gov.in এ যান।
ধাপ 2: হোমপেজে আবেদনের অপশনে ক্লিক করুন।
ধাপ 3: প্রয়োজনীয় বিবরণ প্রদান করুন।
ধাপ 4: আবেদনপত্র জমা দিন।
ধাপ 5: প্রয়োজনীয় নথি জমা দিন।
ধাপ 6: অনুগ্রহ করে ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট রাখুন।
প্রয়োজনীয় নথি কী কী?
(১) আধার কার্ড
(২) ভোটার কার্ড
(৩) বার্থ সার্টিফিকেট
(৪) শিক্ষাগত সার্টিফিকেট
(৫) পেশাদার সার্টিফিকেট (যদি থাকে)
(৬) ইমেইল আইডি
(৭) বৈধ মোবাইল নম্বর
(৮) পাসপোর্ট সাইজের ফটো
কলকাতা পুলিশে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ
প্রার্থীরা নীচে দেওয়া সময়সূচী অনুসরণ করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন-
- অনলাইন আবেদনের শুরুর তারিখ – 15-03-2024
- অনলাইন আবেদনের শেষ তারিখ – 04-04-2024
- কোনও কিছু ভুল হলে এডিট করা যাবে – 01-04-2024 থেকে 7-04-2024
কীভাবে নিয়োগ করা হবে?
ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য নির্বাচন হবে সাক্ষাৎকারের ভিত্তিতে। কলকাতা পুলিশ এমন প্রার্থীদের খুঁজছে যাঁরা কেবল চাকরির প্রয়োজনীয়তাই পূরণ করেন না বরং নিজেদের কাজেও দক্ষ।
প্রসঙ্গত, আবেদন করার আগে আবেদনের যোগ্যতা ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ তথ্য সাবধানে জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতা পুলিশ কিন্তু জানিয়েছে যে অসম্পূর্ণ ফর্মগুলি কোনও নোটিশ বা তথ্য ছাড়াই বাতিল করে দেওয়া হবে। আবেদনপত্র জমা দেওয়ার পাশাপাশি, ভবিষ্যৎ রেফারেন্সের জন্য প্রার্থীদের আবেদনের একটি প্রিন্টআউটও নিতে হবে।
✅ Online Application: Apply Now
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 ভারতের 83% বেকারই যুবক, ILO ও IHD এর রিপোর্টে অবাক করা তথ্য
👉 মোদির স্বপ্নের স্কুল প্রকল্প! সারা দেশে ১৪,০০০ নতুন স্কুলে থাকবে এই সব সুবিধা
👉 লক্ষ্মীর ভান্ডারের টাকা এপ্রিল মাসে কত তারিখ থেকে ঢুকবে?
👉 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এপ্রিল মাসের বড় আপডেট!
👉 ৩১ মার্চ ছিল লাস্ট ডেট! এই কাজটি না করায় অনেকের ২০০০ টাকা আটকে যাবে