Recruitment of new teachers in the state through PSC Know salary Structure
WhatsApp Group Join Now

লোকসভা ভোটের মুখে জনমুখী রাজ্য সরকার। চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে আসা হয়েছে বিরাট সুখবর। যা জানলে আপনিও খুশি হবেন নির্ঘাত। 1100-র বেশি শিক্ষক নিয়োগ করছে রাজ্য, রাজ্যের সরকারি, মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলিতে। PSC এই নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করবে। 

নবম থেকে দ্বাদশ শ্রেণীতে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে। প্রধান শিক্ষক হবেন 38 জন। সরকারি ইংরেজি স্কুলে সহকারী শিক্ষক হবেন 165 জন। বাংলা সরকারি স্কুলের সহকারী শিক্ষক হবেন 965 জন। সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। 

জানা গিয়েছে, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের (NCTE) বিধি মেনেই সরকারি স্কুলে নতুন করে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে বিএড বা ব্যাচেলার অফ এডুকেশন বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল অন্য জায়গায়। এতখানি শিক্ষাগত যোগ্যতা সহ সহকারী শিক্ষক ও শিক্ষিকা হিসাবে কাজ শুরু করার পর বেতনটা ঠিক কত দেওয়া হবে। অনেকেই এই প্রশ্নটি তুলেছেন ইতিমধ্যেই।

কত টাকা বেতন দেওয়া হবে?

মূলত ষষ্ঠ বেতন কমিশনের অধীনে এই বেতন স্কেল চালু করা হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী রাখা হবে বেতনের তারতম্য।

শিক্ষক স্নাতকোত্তর হলে ষষ্ঠ বেতন কমিশনের 15 পে লেভেল অনুযায়ী প্রতি মাসে পাবেন 42600 টাকা। আর বাদ বাকি অ্যালাওয়েন্স মিলিয়ে মোট পাবেন 51420 টাকা। চলুন হিসাব টা দেখে নেওয়া যাক।

WhatsApp Group Join Now

1) বেসিক বেতন 42600 টাকা + 12 শতাংশ বাড়ি ভাড়া ভাতা + রাজ্যের নিয়ম অনুযায়ী 14 শতাংশ মহার্ঘ ভাতা।

2) মেডিক্যাল ভাতা পাবেন 500 টাকা।

3) জিপিএফ-এর জন্য পাবেন 2556 টাকা।

4) এর থেকে ট্যাক্স কাটা হবে 200 টাকা।

5) এভাবেই সব মিলিয়ে হাতে পাবেন 51420 টাকা।

শিক্ষক স্নাতক হলে ষষ্ঠ বেতন কমিশনের 14 পে লেভেল অনুযায়ী প্রতি মাসে পাবেন 39900 টাকা। আর বাদ বাকি অ্যালাওয়েন্স মিলিয়ে মোট পাবেন 48180 টাকা। চলুন হিসাব টা দেখে নেওয়া যাক।

1) বেসিক বেতন 39900 টাকা + 12 শতাংশ বাড়ি ভাড়া ভাতা + রাজ্যের নিয়ম অনুযায়ী 14 শতাংশ মহার্ঘ ভাতা।

2) মেডিক্যাল ভাতা পাবেন 500 টাকা।

3) জিপিএফ-এর জন্য পাবেন 2398 টাকা।

4) এর থেকে ট্যাক্স কাটা হবে 200 টাকা।

5) এভাবেই সব মিলিয়ে হাতে পাবেন 48180 টাকা।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 ১ মাসের মধ্যে HRA মেটাতে হবে রাজ্যকে, আদালতে বড় ধাক্কা খেল রাজ্য সরকার

👉 বাড়ি থেকে ভোট দেওয়া যাবে, ৫ দিন আগে এই ফর্ম জমা দিন

👉 অষ্টম শ্রেণী পাশে চাকরি, জেলা আদালতে গ্রুপ-D কর্মী নিয়োগ

👉 শান্তি পেল ১ কোটিরও বেশি সরকারি কর্মীরা! একসাথে এত কিছু বাড়লো

👉 মাধ্যমিক পাস হলেই ১২০০০ টাকা মিলবে, তবে এত পারসেন্ট নম্বর থাকতে হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *