Government workers got peace So much has grown together
WhatsApp Group Join Now

সুখবর, সরকারি কর্মচারীদের জন্য। দেশের এক কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারীরা জানুয়ারী থেকে জুন মাস পর্যন্ত বর্ধিত হারে মহার্ঘ ভাতা (DA) পাওয়ার পাশাপাশি আরও একাধিক অতিরিক্ত ভাতার অধীনে মোটা টাকা পাবেন।

এই ভাতা গুলির মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা, ওভারটাইম ভাতা, শিশুদের শিক্ষা ভাতা, শিশু যত্নে বিশেষ ভাতা, ভ্রমণ ভাতা, জীবনের ঝুঁকি ভাতা, নাইট ডিউটি এবং স্পেশ্যাল ভাতা। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ গত 2 এপ্রিল, 2024-এ একটি অফিসিয়াল মেমোরেন্ডাম (OM) এমনটাই জারি করেছে

সরকারি কর্মীদের জন্য কোন কোন ভাতা কত পরিমাণ বেড়েছে? 

1) শিশু যত্নের জন্য বিশেষ ভাতা

নারীদের সন্তানদের যত্নের জন্য এই ভাতা দেওয়া হবে। প্রতিবন্ধী মহিলা কর্মচারীদের অতিরিক্ত সুবিধা প্রদানের জন্য এই ভাতা চালু করা হয়েছে। বিশেষ করে যখন তাঁদের ছোট এবং প্রতিবন্ধী শিশু থাকলে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে বিশেষ ভাতা।

2) স্পেশ্যাল ভাতা

WhatsApp Group Join Now

সপ্তম বেতন কমিশনের অধীনে, সংসদের কাজে সম্পূর্ণভাবে নিযুক্ত ব্যক্তিদের প্রদেয় বিশেষ ভাতা 50% বৃদ্ধি করা হবে। এক্ষেত্রে সহকারীরা পাবেন 1500 টাকা এবং UDC-কে যথাক্রমে 1200 টাকা পর্যন্ত দেওয়া হবে। যে মাসে সংসদের অন্তত 15 দিন অধিবেশন চলবে, সে মাসে ওই ভাতা 2250 টাকা এবং 1800 টাকা হারে বৃদ্ধি করা হবে।

3) নাইট ডিউটি ​​সুবিধা

7ম বেতন কমিশনের অধীনে রাতের ডিউটি ​​ভাতাও সংশোধন করা হয়েছে। ​​22:00 থেকে 6:00 এর মধ্যে যে কর্মীরা রাতের ডিউটি করবেন তাঁদের প্রতিটি ঘন্টার জন্য এই বিশেষ সুবিধা দেওয়া হবে।

4) ঝুঁকি ভাতা এবং ওভারটাইম ভাতা 

7ম বেতন কমিশনের অধীনে ঝুঁকি ভাতার হার সংশোধন করা হয়েছে। যে কর্মীরা বিপজ্জনক দায়িত্বে নিয়োজিত বা যাদের কাজ একটি নির্দিষ্ট সময়ের বেশি হলে স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে। তাঁদের এই ভাতা দেওয়া হবে। এ ছাড়া ওভারটাইম ভাতার সুবিধাও পাবেন কেন্দ্রীয় কর্মীরা।

5) শিশু শিক্ষা ভাতা

7ম বেতন কমিশনের সুপারিশ অনুসারে, কেন্দ্রীয় কর্মচারীর ভাতা 50 শতাংশ হওয়ার পর শিশু শিক্ষা ভাতা 25 শতাংশে উন্নীত হয়েছে। শিশু শিক্ষা ভাতা বা হোস্টেল ভর্তুকি শুধুমাত্র দুই সন্তানের জন্য দাবি করা যেতে পারে। হোস্টেল ভর্তুকির পরিমাণ হল 6750 টাকা প্রতি মাসে। যদি একজন কেন্দ্রীয় কর্মচারীর একটি প্রতিবন্ধী সন্তান থাকে, তাহলে শিশু শিক্ষা ভাতা স্বাভাবিক হারের দ্বিগুণ হবে।

6) ভ্রমণ ভাতা

বেতন ম্যাট্রিক্স স্তরের ভিত্তিতে বিভিন্ন শহরের বিভাগ অনুযায়ী ভ্রমণ ভাতাও বাড়িয়েছে কেন্দ্র সরকার।

7) বাড়ি ভাড়া ভাতা

ডিএ বৃদ্ধির সাথে সাথে বাড়ি ভাড়া ভাতা 27 শতাংশ থেকে বেড়ে 30 শতাংশ হয়েছে। প্রায় 49.18 লক্ষ কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং 67.95 লক্ষ পেনশনভোগী এবার থেকে 10,000 টাকা পর্যন্ত বর্ধিত হারে বেতন পাবেন।

8) মহার্ঘ ভাতা (DA)

মন্ত্রিসভার বৈঠকে, কর্মচারীদের মহার্ঘ ভাতা (ডিএ) 4% এবং পেনশনভোগীদের জন্যও 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছে। এবার থেকে 46.% থেকে বেড়ে 50% হারে মহার্ঘ ভাতা পাবেন পেনশনভোগী ও কর্মচারীরা।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 কন্যাশ্রীর এই চাকরিতে বেতন ১১,০০০ টাকা! ১৮ বছরের বেশি বয়স হলেই আবেদন

👉 ৫০০ বা ১০০০ টাকা না! প্রতি মাসে ৩০০০ টাকা পাবেন, এই কার্ড থাকলেই

👉 মাধ্যমিক পাস হলেই ১২০০০ টাকা মিলবে, তবে এত পারসেন্ট নম্বর থাকতে হবে

👉 কোলকাতা পুলিশে DEO এর চাকরি, আবেদনের বেশি সময় নেই

👉 জিওতে ২৩৪ টাকা রিচার্জ করলে ২ মাস চিন্তা নেই, পাবেন ভরপুর সুবিধা

👉 ১০ টি ব্যাংককে জরিমানা করলো RBI, এর মধ্যে ১ টি ব্যাংক পশ্চিমবঙ্গের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *