Jio 234 Rs Recharge plan for jio Bharat
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাধারন মানুষের জন্য ধুন্ধুমার প্ল্যান নিয়ে হাজির জিও। রিচার্জ না করতে পেরে অনেকেই চাপে থাকেন। এত এত টাকার রিচার্জ অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই এবার সমাজের সেই মধ্যবিত্ত মানুষদের পকেট বাঁচাতে রিলায়েন্স জিও ভারতে একটি নতুন প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে। এই সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্ল্যানের দাম 234 টাকা। এই প্ল্যানটিতে লুকিয়ে রয়েছে আরও নানান সুবিধা। সবটা জানুন।

জিওর ২৩৪ টাকার রিচার্জে এইসব সুবিধাগুলি পাবেন

1) এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের JioSaavn এবং JioCinema-এর কমপ্লিমেন্টারি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।

2) প্রতিদিন 500MB ডেটা সহ 56 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং 300 SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে।

3) 56 দিনের জন্য যা মোট 28GB।

উল্লেখ্য, শুধুমাত্র জিওভারতের ফিচার ফোনেই উপলব্ধ থাকবে আজ বিশেষ ও সস্তার প্ল্যান। এই 234 টাকার প্ল্যানটিকে মিড-বাজেট প্ল্যান বলা হচ্ছে, কারণ এর আগে JioBharat ফিচার ফোনের জন্য সাবস্ক্রিপশন অফার করছিল। এছাড়াও জিও ভারত 123 টাকারও আরও একটি রিচার্জ প্ল্যান দিচ্ছে। সঙ্গে এক বছরের মেয়াদের জন্য 1,234 টাকার রিচার্জ প্ল্যানও।

জিওর 123 টাকার রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1) 28 দিনের বৈধতা ও মোট 14GB ডেটা দেওয়া হচ্ছে।

2) প্রতিদিন 500MB ডেটা সহ 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে।

3) JioSaavn এবং JioCinema-এর সাবস্ক্রিপশন কমপ্লিমেন্টারি দেওয়া হচ্ছে।

জিওর 1234 টাকার রিচার্জ প্ল্যানের খুঁটিনাটি

1) এই বার্ষিক প্ল্যানে 336 দিনের বৈধতার।

2) প্রতিদিন 500MB ডেটা হিসাবে 168GB ডেটা পাওয়া যায়।

3) প্ল্যানটি 28 দিনের জন্য আনলিমিটেড ভয়েস কলিং এবং SMS সুবিধা দেয়।

4) JioSaavn এবং JioSaavn-এর সাবস্ক্রিপশনও এই প্ল্যানে উপলব্ধ।

আর যদি কম পয়সায় অনেকগুলো ওটিটি সুবিধা পেতে চান, তারও হদিস এখানে। তবে, হ্যাঁ এই সুবিধা পেতে আপনাকে কিন্তু vi রিচার্জ করতে হবে। চলুন জেনে নিই প্ল্যানগুলি।

Vi-এর 82 টাকার প্ল্যান

1) এই প্ল্যানে 4GB অতিরিক্ত ডেটার সুবিধা পাবেন।   

2) 28 দিনের জন্য SonyLIV মোবাইল গেমিং পাবেন।  

Vi এর 169 টাকার প্ল্যান

1) 30 দিনের বৈধতা ও গ্রাহকদের জন্য 8GB অতিরিক্ত ডেটা।

2) ডিজনি+ হটস্টার মোবাইল সাবস্ক্রিপশন সম্পূর্ণ 3 মাসের জন্য পাবেন। মোবাইল ডিভাইসে 720p কোয়ালিটিতে কন্টেন্ট স্ট্রিম করা যাবে এই সাবস্ক্রিপশনে।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 ১০ টি ব্যাংককে জরিমানা করলো RBI, এর মধ্যে ১ টি ব্যাংক পশ্চিমবঙ্গের

👉 মাধ্যমিক পাস হলেই ১২০০০ টাকা মিলবে, তবে এত পারসেন্ট নম্বর থাকতে হবে

👉 ট্রেনের টিকিট কাটা একেবারে সহজ হয়ে গেল! এইভাবে আর লাইনে দাঁড়াতে হবেনা

👉 এপ্রিলেই কি উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে? স্পষ্ট জানালো উচ্চ শিক্ষা সংসদ

👉 লক্ষীর ভান্ডারে নতুন করে আবেদন, এখন এই সমস্ত কাগজপত্র লাগছে

👉 আধার কার্ড-প্যান কার্ড লিংক করেও লাভ নেই! এই সমস্ত লোকেদের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *