Airtel Launched cheap Recharge plan
WhatsApp Group Join Now

জিওর ঘুম ওড়াল এয়ারটেল। সস্তায় আনলিমিটেড ডেটা দেওয়ার দৌড়ে চার ধাপ এগিয়ে গেল এই টেলিকম জায়েন্ট। 40 টাকারও কম দামে লঞ্চ করল বিরাট সুবিধাজনক একটি প্ল্যান। যদিও এর সঙ্গে আরও 10-20 টাকা বেশি রিচার্জ করে আরও বেশি সুবিধা নেওয়ার সুযোগও দিচ্ছে এয়ারটেল। সব পরিকল্পনাগুলো দেখলে রীতিমত চক্ষু চড়কগাছ হয়ে যাচ্ছে আম্বানির রিলায়েন্স জিও-র।

মুক্ত এয়ারটেল তিনটি নতুন কমদামি প্রিপেইড প্ল্যান লঞ্চ করেছে, আর একটি নতুন রিচার্জ প্ল্যান ইতিমধ্যেই চালু করা হয়েছে। এমন পরিস্থিতিতে, এয়ারটেল ব্যবহারকারীদের কম দামে আনলিমিটেড ডেটা সহ অতিরিক্ত সুবিধা দেওয়া হবে

আসলে মার্কেটে প্রতিযোগিতা ধরে রাখতে কয়েকটি দামি প্ল্যানের দাম কমিয়েছে এয়ারটেল। যে প্ল্যানগুলির দাম পরিবর্তন করা হয়েছে তার মধ্যে রয়েছে 99 টাকার প্রি-পেইড প্ল্যানটিও। Airtel-এর 99 টাকার প্ল্যানের দাম 20 টাকা কমিয়ে 79 টাকা করা হয়েছে। এর বাইরে 39 টাকা এবং 49 টাকারও দুইটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে।

Read More: ১৫,০০০ টাকা হাতে পাবেন! ভোটের মধ্যেই আবেদন করুন

এয়ারটেলের 39 টাকার প্ল্যান

এটি একটি ডেটা প্যাক প্ল্যান। এর দাম 39 টাকা। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা দেওয়া হচ্ছে। এই প্ল্যানের বৈধতা 1 দিন।

এয়ারটেলের 49 টাকার প্ল্যান

WhatsApp Group Join Now

পরিবর্তন করা হয়েছে এয়ারটেলের 49 টাকার প্ল্যানে। এই প্ল্যানটি এক দিনের বৈধতা দিচ্ছে। প্ল্যানটি আনলিমিটেড ডেটাও অফার করছে। এছাড়াও, এরই পাশাপাশি উইঙ্ক প্রিমিয়াম সাবস্ক্রিপশনও দেওয়ার হচ্ছে এই প্ল্যানে। প্ল্যানটির বৈধতা 30 দিনের জন্য উপলব্ধ।

এয়ারটেলের 79 টাকার প্ল্যান

এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীদের দুই দিনের জন্য আনলিমিটেড ডেটা দেওয়া হয়। এই প্ল্যানের বৈধতা দুই দিন।

Read More: মুখস্থ করে আর পরীক্ষা দেওয়া চলবে না? উচ্চ মাধ্যমিকের নিয়ম বদলে গেল

প্রসঙ্গত উল্লেখ্য, এটি লক্ষণীয় যে এয়ারটেলের 39 টাকা, 49 টাকা এবং 79 টাকার প্যানে প্রতিদিন 20 GB এর FUP (ফেয়ার ইউসেজ পলিসি) দেওয়া হয়। এর ইন্টারনেট স্পিড থাকে 64kps। দয়া করে মনে রাখবেন যে এই রিচার্জ প্ল্যানটি তখনই কাজ করবে যখন আপনার মূল রিচার্জ প্ল্যান বৈধ থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *