Governments new instructions on Aadhaar-PAN card
WhatsApp Group Join Now

আয়কর দফতরের TDS সংক্রান্ত নিয়ম বলে যে, যদি স্থায়ী নম্বর (PAN) বায়োমেট্রিক আধারের সঙ্গে সংযুক্ত না হয়, তাহলে “ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স (TDS)” প্রযোজ্য হারের দ্বিগুণ হারে কাটা হবে। অর্থাৎ নিজেদের প্যান আধার লিঙ্কিং না করলে আয়ের প্রায় 20 শতাংশ চলে যাবে আয়কর দফতরের হাতে।

এতদিন যে কর্মচারীরা নিজেদের উপার্জনের 10 শতাংশ টিডিএস দিতেন, তাঁরা যদি এখন আর আধারের সঙ্গে নিজেদের প্ল্যান কার্ড লিঙ্ক না করেন তাহলে কিন্তু মহা বিপাকে পড়তে হবে তাঁদের।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) ও কিন্তু এমনটাই জানিয়েছে। CBDT বলেছে যে, 31শে মার্চ, 2024 পর্যন্ত করা লেনদেনের ক্ষেত্রে, 31 মে, 2024 তারিখে বা তার আগের তারিখের মধ্যে যদি প্যান আধার লিঙ্কিং করা যায়, তাহলে রেহাই পাবেন কর্মীরা। কর্তনকারী/সংগ্রাহক তখন আর কর্মীর থেকে নির্ধারিত উচ্চ হারে কর কাটতে পারবেন না।

Read More: ১৫,০০০ টাকা হাতে পাবেন! ভোটের মধ্যেই আবেদন করুন

কীভাবে লিঙ্ক করবেন প্যান আধার?

আপনি যদি এখনও আপনার প্যান কার্ডকে আধার কার্ডের সাথে লিঙ্ক না করে থাকেন তবে এখন আপনি শুধুমাত্র 1,000 ফি দিয়েই আধারের সঙ্গে PAN Card লিঙ্ক করতে পারবেন।

1) অনলাইনে প্যান আধার লিঙ্ক করতে, প্রথমে আপনাকে এর অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে আসতে হবে।

WhatsApp Group Join Now

2) হোম পেজে আসার পরে, Quick Links বিভাগে লিঙ্ক Aadhar- এর বিকল্পে ক্লিক করতে হবে।

3) ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে।

4) এখন এখানে আপনাকে প্রয়োজনীয় তথ্য লিখতে হবে এবং proceed অপশনে ক্লিক করতে হবে।

5) ক্লিক করার পর আপনার সামনে একটি পপ-আপ ওপেন হবে।

6) E Pay Tax এর মাধ্যমে Continue to Pay এর অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, এখন এখানে আপনাকে ধৈর্য সহকারে সমস্ত তথ্য লিখতে হবে, OTP ভেরিফিকেশন করতে হবে এবং Proceed অপশনে ক্লিক করতে হবে।

7) এখন এখানে Continue অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, সেখানে ইনকাম ট্যাক্সের নীচের Proceed অপশনে ক্লিক করে পেমেন্ট পেজ খুলুন।

Read More: Jio কে টেক্কা দিতে Airtel আনলো সস্তার এই রিচার্জ প্ল্যান, কী কী সুবিধা পাবেন দেখুন

8) এবার বিভিন্ন অর্থপ্রদানের বিকল্পগুলি থেকে সেরা বিকল্পটি নির্বাচন করে Proceed বিকল্পে ক্লিক করুন।

9) এখন এখানে পুরো 1,000 টাকা দিয়ে ডাউনলোড করার অপশনে ক্লিক করতে হবে।

10) ক্লিক করার পর আপনার সামনে পেমেন্ট স্লিপ খুলবে।

11) উপরের সমস্ত পদক্ষেপগুলি অনুসরণ করে, আপনি সহজেই আপনার আধার কার্ডের সাথে আপনার প্যান কার্ড লিঙ্ক করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *