ড্রাইভিং পরীক্ষা সংক্রান্ত নতুন নিয়ম জুন মাস থেকে কার্যকর হতে চলেছে। এখন ড্রাইভিং লাইসেন্স (Driving Licence) তৈরি করা আগের চেয়ে আরও সহজ হয়ে যাবে। তাই আপনিও যদি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার কথা ভাবছেন, তাহলে আপনারই জন্য সুখবরটি রয়েছে।
গাড়ি ও বাইক এখন মৌলিক প্রয়োজনের জিনিস। এটি চালাতে হলে ড্রাইভিং লাইসেন্স তো বাধ্যতামূলক। আর এই ড্রাইভিং লাইসেন্স সম্পর্কিত নতুন নিয়ম আগামী 1 জুন থেকে কার্যকর হতে চলেছে। এর পর থেকে আরটিওতে গিয়ে ড্রাইভিং লাইসেন্স নেওয়ার দরকার নেই।
তাহলে কীভাবে বানাবেন ড্রাইভিং লাইসেন্স?
16 বছর বয়সেও লাইসেন্স মিলবে
সাধারণত ভারতে 18 বছর বয়সী যে কোনও ব্যক্তি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। 16 বছর বয়সেও লাইসেন্স করা যায়। মনে রাখবেন আপনি যদি 50CC ক্ষমতা সম্পন্ন একটি মোটর বাইক চালান তাহলে আপনি 16 বছর বয়সেও লাইসেন্স পেতে পারেন। তবে 18 বছর হওয়ার পরে এটি অবশ্যই আপডেট করতে হবে।
ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য কত টাকা ফি দিতে হবে?
1) লার্নিং লাইসেন্স (ফর্ম 3): 150 টাকা।
2) লার্নিং লাইসেন্স পরীক্ষার ফি: 50 টাকা।
3) ড্রাইভিং টেস্ট ফি: 300 টাকা।
4) ড্রাইভিং লাইসেন্স ফি: 200 টাকা।
5) আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ফি: 1000 টাকা।
6) লাইসেন্স ফিতে অন্য গাড়ি যোগ করার জন্য: 500 টাকা।
7) ড্রাইভিং লাইসেন্স আপডেটের জন্য ফি: 200 টাকা।
8) ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা পরিবর্তন করার জন্য ফি: 200 টাকা।
নতুন নিয়মে কীভাবে তৈরি হবে ড্রাইভিং লাইসেন্স?
আপনিও কি ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার কথা ভাবছেন! আরটিওতে আপনিও পরীক্ষা দিতে চান না! তাহলে নতুন নিয়মটি আপনারই জন্য। যারা আরটিওতে পরীক্ষা দিতে ভয় পেতেন তাদের জন্য সরকার এটি অনেক সহজ করে দিয়েছে। আপনি যদি ড্রাইভিং শিখতে এবং লাইসেন্স পেতে চান কিন্তু ড্রাইভিং পরীক্ষা দিতে যেতে ভয় পান, তবে এবার আপনার কাছে একটি নতুন বিকল্প দেওয়া হবে। 1 জুন, 2024 থেকে, ভারতের নাগরিকরাও সরকার কর্তৃক স্বীকৃত বেসরকারি প্রতিষ্ঠানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে পারবেন।
Read More: সিটিজেন কার্ডের জন্য আবেদন শুরু হলো! কীভাবে করবেন, কী সুবিধা দেখুন
বেসরকারি ড্রাইভিং স্কুলের জন্য নতুন নিয়ম কী কী?
1) ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রের কাছে কমপক্ষে 1 একর জমি থাকতে হবে।
2) 4-হুইলার প্রশিক্ষণের জন্য 2 একর জমি থাকা প্রয়োজন।
3) ভারী মোটর যান চালকদের 6 সপ্তাহে 38 ঘণ্টা প্রশিক্ষণ দিতে হবে, যার মধ্যে ৪ ঘণ্টা থিওরি এবং 31 ঘণ্টা প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ বাধ্যতামূলক।
4) এই ড্রাইভিং স্কুলগুলিতে পরীক্ষার জন্য সমস্ত প্রয়োজনীয় মানদণ্ড থাকতে হবে৷
5) প্রশিক্ষকদের কথা বললে, তাঁদের হাই স্কুল ডিপ্লোমা, কমপক্ষে 5 বছরের ড্রাইভিং অভিজ্ঞতা এবং বায়োমেট্রিক এবং আইটি সিস্টেমের জ্ঞান থাকতে হবে।
6) হালকা মোটর যান চালকদের 4 সপ্তাহে 29 ঘণ্টার প্রশিক্ষণ দিতে হবে। যেখানে ৪ ঘণ্টা থিওরি এবং 21 ঘণ্টা প্র্যাকটিক্যাল করাতে হবে।
Read More: টিভি দেখতে টাকা লাগবে না! ফ্রি ডিশ টিভি দেবে সরকার, কীভাবে পাবেন জানুন
ট্রাফিক নিয়ম অমান্য করলে নতুন নিয়মে কত জরিমানা দিতে হবে?
1) দ্রুত গতিতে গাড়ি চালানো: 1000 থেকে 2000 টাকা জরিমানা।
2) অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো: 25000 টাকা পর্যন্ত জরিমানা ও লাইসেন্স বাতিল।
3) লাইসেন্স ছাড়া গাড়ি চালানো: 500 টাকা জরিমানা।
4) হেলমেট না পরা: 100 টাকা জরিমানা।
5) সিট বেল্ট না পরা: 100 টাকা জরিমানা।
ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ কত দিন?
ড্রাইভিং লাইসেন্স ইস্যুর তারিখ থেকে 20 বছরের জন্য বৈধ থাকে। লাইসেন্সটি 40 বছর বয়সের পর প্রতি 10 বছর অন্তর এবং তার পরে প্রতি 5 বছর অন্তর আপডেট করতে হয়।
মনে রাখবেন, জানিয়ে রাখি, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পদ্ধতি আগের মতোই থাকবে। আপনি চাইলে অনলাইনে parivahan.gov.in ওয়েবসাইট ভিজিট করে বা অফলাইনে আবেদন করতে পারেন।