Higher Education Council has made it clear that the result of the higher secondary will be released in April
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের বহু প্রতীক্ষিত ফলাফল! জানিয়ে দিল সংসদ। কেউ দাবি করছেন যে এপ্রিলেই রেজাল্ট, কারও দাবি আগামী মাসে প্রকাশিত হবে রেজাল্ট। 29 ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই এমনই সব জল্পনা তুলছেন আমজনতা। এমন পরিস্থিতিতে সোমবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ 2024 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ জানিয়ে দিয়েছে।

পর্ষদ সূত্রে জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনো নিয়ে ভুয়ো খবর ছড়িয়েছে। অনেকেই বলছেন এপ্রিল মাসেই নাকি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে। এটি ভুয়ো বলে জানানো হয়েছে। পর্ষদ সূত্রে আরো জানানো হয়েছে যে, যারা এই ভুয়ো খবর ছড়িয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। 

তবে পরীক্ষার পর 90 দিনের অপেক্ষা আর নয়। তার আগেই রেজাল্ট বের করে দেওয়ার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর আশ্বাস অনুসারে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন (WBCHSE) পরীক্ষায় তিন মাসের মধ্যেই অর্থাৎ 2024 সালের মে মাসেই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এদিনের সাংবাদিক বৈঠকে সংসদের সভাপতি বলেছিলেন, এবার নম্বর জমা দেওয়ার প্রক্রিয়াটা অনলাইনে করা হবে। তাই সময়ও বাঁচবে এবং যথেষ্ট তাড়াতাড়ি উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা যাবে।

অনলাইনে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট চেক করবেন কীভাবে?

যাইহোক, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের রোল নম্বর ব্যবহার করে অফিসিয়াল ওয়েবসাইট, wbresults.nic.in এবং wbchse.wb.gov.in এর মাধ্যমে নিজেদের মার্কসশিট দেখে নিতে পারবেন। সেই পদক্ষেপ নিম্নলিখিত।

1) প্ৰথমে অফিসিয়াল ওয়েবসাইট wbresults.nic.in বা wbchse.wb.gov.in-এ যান।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

2) ওয়েবসাইটের হোমপেজে West Bengal Higher Secondary Examination Results 2024 বলে একটি লিঙ্ক ক্লিক করুন।

3) প্রদত্ত ক্ষেত্রগুলিতে আপনার রোল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য লিখুন।

5) বিশদ প্রবেশ করার পরে, এগিয়ে যেতে ‘Submit’ ক্লিক করুন।

6) এবার আপনার রেজাল্ট স্ক্রিনে প্রদর্শিত হবে। এতে আপনার মার্কস, গ্রেড এবং পূর্বে উল্লিখিত অন্যান্য বিবরণ অন্তর্ভুক্ত থাকবে।

7) অবশেষে, রেজাল্ট ডাউনলোড করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন।

যদিও এখনও পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানায়নি সংসদ।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 রাজ্যে গ্যাসের দাম ৮২৯ টাকা, কিন্তু ৫০০ টাকায় পাবেন এইসব ব্যক্তিরা

👉 মাত্র ৩০১ টাকায় গ্যাস সিলিন্ডার! আবার কি দাম কমল?

👉 Jio-এর আবার ফ্রি অফার! এবার ৫০ দিনের জন্য, এইভাবে নিন ফায়দা

👉 ভারতের 83% বেকারই যুবক, ILO ও  IHD এর রিপোর্টে অবাক করা তথ্য

👉 কোলকাতা পুলিশে DEO এর চাকরি, আবেদনের বেশি সময় নেই

👉 মোদির স্বপ্নের স্কুল প্রকল্প! সারা দেশে ১৪,০০০ নতুন স্কুলে থাকবে এই সব সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *