ফ্রি ফ্রি ফ্রি। টানা 50 দিনের জন্য এক টাকাও দিতে হবে না জিওকে। নিশ্চিন্তে বিনামূল্যেই উপভোগ করতে পারবেন দ্রুত গতির ইন্টারনেট। একেবারে ফ্রি অফার দিচ্ছে Jio। এখন এই সুপারফাস্ট ইন্টারনেট পেতে কিন্তু আলাদা করে কিছু করার দরকার নেই। তবে, যে ছোট্ট কাজটি আপনার নিজের জন্য করতে হবে তা জানুন এখানে।
টেলিকম সেক্টরে জিও রাজা। সময়ে সময়ে কোম্পানি হাজারও নিয়ম পরিবর্তন করে চলেছে। এখন জিও ব্যবহারকারীদের জন্য একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানটি সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য, যাঁরা IPL 2024 দেখতে চান৷ কিন্তু বেশি দাম দিয়ে ইন্টারনেট কিনতে পারেন না। আজ আমরা আপনাকে তাই সেই সুবিধার জন্য Jio IPL Offer 2024 সম্পর্কে সবটা জানাতে চলেছি৷
জিওর ৫০ দিনের বিশেষ ফ্রি অফার
এই IPL মরসুমে, আকাশ আম্বানির Jio 50 দিনের জন্য বিনামূল্যে ব্রডব্যান্ড পরিষেবার প্ল্যান দিচ্ছে৷ নতুন প্ল্যানটি Jio Fiber এবং Jio Air Fiber গ্রাহকদের জন্য চালু, Jio True 5G মোবাইল সংযোগে উপলব্ধ৷
কীভাবে পাবেন এই অফার?
1) প্রিপেইড, পোস্টপেইড বা 12 মাসের অগ্রিম অর্থ দিয়ে কেনা যাবে অফারটি।
2) একবার অফারটি কিনে নিলে 50 দিনের বিনামূল্যে ভাউচার সহ বাড়িতে ইনস্টল করা হবে৷
3) ব্রডব্যান্ড ইনস্টল করার 7 দিনের মধ্যে এই ভাউচার ক্রেডিট করা হবে।
4) গ্রাহকরা এরপর 50 দিনের ডিসকাউন্ট ভাউচার পেতে পারেন। এটি আসন্ন বিলিংয়েও সামঞ্জস্য করা যাবে।
5) ডিসকাউন্ট ভাউচার কিন্তু 2 বছরের জন্য বৈধ।
6) শুধুমাত্র 30 এপ্রিল 2024 পর্যন্ত বৈধ থাকবে এই ভাউচার।
উল্লেখ্য, টেলিকমের বাজারে নিজের ভাগ্য পরীক্ষা করতে চান গৌতম আদানিও। দ্রুত গতির ইন্টারনেট প্রদানের জন্য রিলায়েন্সের উল্লেখযোগ্য কাজে হাত দেবে আদানি। স্পেকট্রাম নিলামে অংশ নিতে চলেছেন মুকেশ আম্বানি। এরইমধ্যে কিছুদিন আগে কোয়ালকমের সিইও-এর সঙ্গে দেখা করে ফেলেছেন আদানি। জানা গিয়েছে যে গৌতম আদানিও আম্বানির পাশাপাশি 5G স্পেকট্রামের নিলামে অংশ নিতে পারেন।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 লক্ষ্মীর ভান্ডারের টাকা এপ্রিল মাসে কত তারিখ থেকে ঢুকবে?
👉 ৩১ মার্চ ছিল লাস্ট ডেট! এই কাজটি না করায় অনেকের ২০০০ টাকা আটকে যাবে
👉 ছোটো ১ টাকার কয়েন কেউ নিচ্ছে না, এখন কী করতে হবে জানাল RBI
👉 ভোটার কার্ডের জন্য ১ বছরের জেল হতে পারে! কিন্তু কেন জানেন কি?
👉 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এপ্রিল মাসের বড় আপডেট!
👉 ১ বছরে রান্নার গ্যাসে ৩৬০০ টাকার ভর্তুকি, এখনো সুযোগ আছে আবেদন করার