Voter card can be jailed for 1 year If you dont believe it is true but you know why
WhatsApp Group Join Now

দেশজুড়ে বেজে চলেছে নির্বাচনী দামামা। 2024 সালের লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা নির্বাচনী প্রচারে ব্যস্ত। নাগরিকরাও পছন্দের রাজনৈতিক দলকে আরও একবার গদিতে দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ভোটার কার্ডটি প্রস্তুত রাখছেন। এদিকে এই ভোটার কার্ড নিয়েই বড় ঘোষণা সামনে আসছে। যা শুনলে হয়ত আপনার মাথায় হার পড়বে।

উল্লেখ্য, ভারতে, 18 বছরের বেশি বয়সের প্রত্যেক ব্যক্তিই ভোট দেওয়ার অধিকার পেয়ে যান। আর ভোট দিতে হলে তো ভোটার আইডি কার্ড থাকা খুবই জরুরি। পরিচয় এবং ঠিকানার প্রমাণ হিসেবে কাজ করে এটি। কিন্তু ধরুন, আপনার কাছে যদি একটির ভোটার আইডির বদলে দু’টি ভোটার আইডি থাকে?

ভোটার কার্ডের জন্য জেল কেন হবে?

যে কোনও ভারতীয় নাগরিকের কাছে দুই বা ততোধিক ভোটার আইডি থাকা অপরাধ। দেওয়ানী বা ফৌজদারি আইনত, কোনও ব্যক্তি একাধিক ভোটার আইডি রাখতে পারবেন না। তিনি যদিও অজান্তে কিংবা ইচ্ছা করে বিভিন্ন স্থান থেকে দু’টি ভোটার আইডি বানিয়ে থাকেন। তাহলে সমূহ বিপদ একবার ধরা পড়লেই, এক বছরের কারাদণ্ড কিংবা জরিমানা তো নিশ্চিতই, এমনকি দু’টি শাস্তি একসঙ্গেও দেওয়া হতে পারে।

যাঁরা নতুন ভোটার তাঁদের জন্য পরামর্শ

অনেকেই রয়েছেন, যাঁরা এই প্রথমবার ভোট দেবেন। তাঁদের ক্ষেত্রেও বিশেষ পরামর্শ দিচ্ছে সরকারি ভাণ্ডার। নিম্নলিখিতভাবে আপনি ভোটার আইডি বানালে অনেক সুবিধা হবে।

WhatsApp Group Join Now

ভোটার আইডি তৈরির জন্য কাগজপত্র প্রয়োজন

ভোটার কার্ডের জন্য আবেদন করতে, নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে নিম্নলিখিত নথি অনলাইনে আপলোড করতে হবে। ভোটার কার্ডের জন্য আবেদন করার সময়, মনে রাখবেন যে ঘরে বসে সমস্ত নথি আপলোড করলে, তবে প্রথমে আপনার নথিগুলিকে PDF/JPG/JPEG ফরম্যাটে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আধার কার্ড এবং মাধ্যমিকের অ্যাডমিট অথবা স্কুল সার্টিফিকেট প্রয়োজন। 

নতুন ভোটার আইডির জন্য কীভাবে আবেদন করবেন?

আপনি যদি নতুন ভোটার হন বা আপনার নির্বাচনী এলাকা পরিবর্তন করে থাকেন, তাহলে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে।

ভোটার আইডি কার্ড তৈরি হয়নি? মাত্র 5 মিনিটে এইভাবে আবেদন করুন, এই পদ্ধতিটি একেবারে বিনামূল্যে করা হবে।

1) অনলাইনে ভোটার আইডি কার্ড করতে, আপনাকে আপনার স্মার্টফোন বা পিসিতে ব্রাউজার খুলতে হবে এবং অফিসিয়াল ওয়েবসাইট https://voters.eci.gov.in-এ যেতে হবে।

2) এখন আপনাকে একটি আইডি তৈরি করতে হবে এবং আপনার ফোন নম্বর এবং এটিতে পাঠানো ওয়ান-টাইম পাসওয়ার্ড (OTP) এর সাহায্যে লগইন করতে হবে।

3) উপরের বামদিকে দৃশ্যমান ‘Register as New Voter – Form 6’ বিকল্পটিতে ক্লিক করুন।

4) সামনে দৃশ্যমান ফর্মে প্রয়োজনীয় তথ্য লিখুন এবং ছবি আপলোড করার পরে, বাড়ির যে কোনও সদস্যের ভোটার কার্ড
নম্বর লিখুন।

5) ঠিকানা প্রমাণ হিসাবে আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে।

6) অবশেষে, সমস্ত তথ্য সঠিকভাবে ক্রসচেক করার পরে, Submit এ ক্লিক করুন।

7) আপনি এবার একটি অ্যাপ্লিকেশন আইডি পাবেন। পরবর্তীতে এটির সাহায্যে আপনি অ্যাপ্লিকেশনটির স্থিতি পরীক্ষা করতে পারবেন ।

🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

✅ WhatsApp Group: Join Now

🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇

👉 ৩১ মার্চ ছিল লাস্ট ডেট! এই কাজটি না করায় অনেকের ২০০০ টাকা আটকে যাবে

👉 ১ বছরে রান্নার গ্যাসে ৩৬০০ টাকার ভর্তুকি, এখনো সুযোগ আছে আবেদন করার

👉 ৩১ মার্চ লাস্ট ডেট! রান্নার গ্যাসের এই কাজটি না করলে ভর্তুকি পাবেন না

👉 আধার কার্ডের জন্য ভোরবেলা থেকে লাইন, এখন আবার কিসের কী?

👉 ছেলেরা ২৫০০ টাকা এবং মেয়েরা পাবে ৩০০০ টাকা! প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *