CAA চালু হয়েছে। নাগরিকত্ব যদি চলে যায়? সামনে ভোট। যদি ভোট দিতে না দেয়? আবার NRC চালু হবে? এরপর সঠিক পরিচয় নথি না দেখাতে পারলে যদি দেশে থাকতে না দেয়? আধার কার্ডটি তাহলে শীঘ্রই আপডেট করে নেওয়া উচিত, তাই না?
এমনই প্রশ্ন উঠছে হাজারও আমজনতার মুখে। তাই তো রাত জেগে লাইনে দাঁড়াচ্ছেন লোকেরা। সকাল 6টা না বাজতে বাজতেই উপচে পড়ছে শতাধিক মানুষের ভিড়। প্রত্যন্ত গ্রাম থেকে আসছেন মানুষ। পোস্ট অফিসের সামনে লম্বা লাইন। উদ্দেশ্য একটাই, আধার আপডেট করতে হবে। ঘটনাটি ঘটেছে রামপুরহাট শহরের প্রধান ডাকঘরের সামনে। হুলুস্থুল কান্ড।
পোস্ট অফিস ছাড়া আধার আপডেট করা যাবে না?
আধার আপডেট করার জন্য পোস্ট অফিসই কেন? বিভিন্ন ব্যাঙ্কও তো রয়েছে। অনেক সাইবার ক্যাফেও 50-100 টাকার বিনিময়ে আজকাল আধার আপডেট করে দিচ্ছে। তাহলে কি এবার থেকে আর পোস্ট অফিস ছাড়া আধার আপডেট করা যাবে না?
গ্রামগুলির আমজনতার দাবি, কোন ব্যাঙ্কে কবে আধার কার্ড নিয়ে কাজ হয়, সে বিষয়ে অনেকেই জানতে পারেন না। বাধ্য হয়ে প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা পোস্ট অফিসেই আধার কার্ড সংক্রান্ত কাজ করে যান। রাত জেগে লাইন দিয়ে আপডেট করেন।
সরকারি ভাণ্ডারের বিশেষ পরামর্শ
এ প্রসঙ্গে যদিও বিশেষজ্ঞরা সুর চড়িয়ে বলেছেন, ব্যাঙ্কগুলি আরও সক্রিয় হলে সাধারণ মানুষের হয়রানি অনেকটাই কম হত। কিন্তু সরকারি ভাণ্ডার এর তরফ থেকে আমরা আপনাকে এক্ষেত্রে কয়েকটি বিশেষ পরামর্শ দেব, আধার আপডেটের বিষয়ে।
আপনারা কিন্তু নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে কিংবা ঘরে বসেও আধার আপডেট করতে পারবেন। তবে, ফোন নাম্বার পরিবর্তন ও ছবি পরিবর্তনগুলো কেন্দ্রে গিয়েই করবেন। ধাপে ধাপে বেসিক পদ্ধতি এখানে জানুন।
আধার আপডেট কীভাবে করা যায়?
আপনি আধার কেন্দ্রে গিয়ে অথবা নিজে থেকে অনলাইনে আধার আপডেট করতে পারেন। আধার কার্ড আপডেট করার জন্য, গ্রাহকদের নিজেদের ডেমোগ্রাফিক ডেটা, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর ইত্যাদির মতো প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। যার জন্য আপনাকে শুধুমাত্র আধার কেন্দ্রে যেতে হবে।
উদাহরণস্বরূপ, বায়োমেট্রিক ডেটা আপডেট করতে আধার কেন্দ্রে যেতে হবে। মনে রাখবেন আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট করার জন্য আপনাকে চার্জ দিতে হবে। এবার অনেকেই রয়েছেন, যাঁরা এই গরমে লাইনে না দাঁড়িয়ে ঘরে বসেই আধার তথ্য আপডেট করায় বিশ্বাসী। তাঁদের জন্যও উপায় রয়েছে।
ঘরে বসে কীভাবে অনলাইনে আধার আপডেট করবেন?
1) এর জন্য আপনি UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
2) এর পরে আপনাকে আধার আপডেটের বিকল্পটি নির্বাচন করতে হবে।
3) ঠিকানা আপডেট করতে, আপনাকে ঠিকানা আপডেট করার বিকল্পটি নির্বাচন করতে হবে।
4) এরপর, নিবন্ধিত মোবাইল নম্বরে আসা OTP লিখতে হবে এখানে।
5) এর পর ডকুমেন্টস আপডেটের অপশনটি সিলেক্ট করতে হবে।
6) পরবর্তীতে আপনি আধার সম্পর্কিত বিশদ দেখতে পাবেন।
7) এবার সমস্ত বিবরণ যাচাই করুন এবং তারপর ঠিকানা আপডেট করার জন্য প্রয়োজনীয় নথিগুলি আপলোড করুন।
8) এর পরে, আধার আপডেট প্রক্রিয়া গ্রহণ করুন।
9) এবার আপনি আপডেট অনুরোধ নম্বর (URN) পাবেন।
10) এর মাধ্যমে আপনি আধার আপডেটের স্থিতির ট্র্যাক রাখতে পারবেন।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট 👇👇
👉 ছেলেরা ২৫০০ টাকা এবং মেয়েরা পাবে ৩০০০ টাকা! প্রধানমন্ত্রীর এই স্কলারশিপে
👉 ৩১ মার্চ লাস্ট ডেট! রান্নার গ্যাসের এই কাজটি না করলে ভর্তুকি পাবেন না
👉 বন্ধন ব্যাঙ্কেরও ছাড় নেই! দোষ করায় এই সব ব্যাঙ্কগুলিকে শাস্তি দিল RBI
👉 ফুড SI পরীক্ষার রেজাল্ট দ্রুত প্রকাশিত হবে, কিন্তু কবে?
👉 ছেলে-মেয়ে সবাই এই প্রকল্পে টাকা পাবে, মেয়েরা পাবে ১২০০০ টাকা ও ছেলেরা পাবে এত টাকা