ভারতবর্ষের মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্র সরকার ইতিমধ্যে বেশ কিছু প্রকল্পের উদ্ভাবন ঘটিয়েছে। তবে শুধু এবার মহিলা নয় মহিলার পাশাপাশি পুরুষদের জন্যেও প্রকল্প উদ্ভাবন ঘটিয়েছে কেন্দ্র সরকার। আজ আমরা যে প্রকল্প সম্পর্কে আলোচনা করব সেই প্রকল্পের মাধ্যমে দেশের মহিলা এবং পুরুষদের নির্দিষ্ট অংকের টাকা প্রদান করা হয়। কি এই প্রকল্প? কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন?
পিএম কিষান যোজনাটি প্রথম শুরু হয় ২০১৮ সালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতবর্ষের ক্ষুদ্র এবং দরিদ্র কৃষকদের আর্থিক সহায়তা দান করার জন্য এই প্রকল্পের উদ্ভাবন ঘটিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে পুরুষরা ৬ হাজার টাকা এবং মহিলারা ১২০০০ টাকার আর্থিক অনুদান পেতে পারেন।
পিএম কিষান যোজনার আবেদনের শর্ত
১) পিএম কিষান যোজনার জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে কোনো সরকারি চাকরি বা পেনশন উপভোক্তা হওয়া চলবে না।
২) প্রার্থীর নামে ২ হেক্টরের বা ৪. ৯ একরের চেয়ে কম জমি থাকতে হবে।
৩) যার নামে পিএম কিষান যোজনার আবেদন করা হবে সেই ব্যক্তিটির বয়স ন্যূনতম ১৮ হতেই হবে।
৪) ব্যক্তিটির নামে নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আসে।
৫) ব্যক্তিটিকে অবশ্যই ভারতবর্ষের স্থায়ী বাসিন্দা হতে হবে।।
আবেদন পদ্ধতি
১)প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার জন্য আবেদন করতে হলে প্রথমে pmkisan.gov.in ওয়েবসাইট যেতে হবে।
২) পিএম কিষান যোজনার ওয়েবসাইটে যাবার পর Farmers Corner অপশনে যেতে হবে।
৩) New Farmer Registration অপশনে ক্লিক করে নিজের আধার কার্ড এর নম্বর ইনপুট করে ক্যাপচা কোড ফিলাপ করে নিন।
৪) click here to continue” অপশনে ক্লিক করার পর সামনে এই প্রকল্পের আবেদন পত্রের ফর্ম খুলে যাবে। ফর্মটি নির্ভুলভাবে ফিলাপ করার পরে প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে সাবমিট বটনে ক্লিক করলেই আবেদন জমার কাজ সম্পন্ন হয়ে যাবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় যে সমস্ত ডকুমেন্টসগুলি জমা দিতে হবে সেগুলি হল
১) স্থায়ী বাসিন্দার প্রমানপত্র।
২) কৃষক হওয়ার প্রমানপত্র।
৩) প্রার্থীর আধার কার্ড।
৪) ব্যক্তিটির প্যান কার্ড।
৫) পাসপোর্ট মাপের ছবি।
৬) ব্যাংকের পাস বইয়ের প্রথম পাতার কপি।
৭) পারিবারিক আয়ের সার্টিফিকেট।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇
👉 এই ছেলে-মেয়েদের মাঝপথে পড়াশোনা ছাড়তে হবেনা, চালু হলো কোটাক সুরক্ষা স্কলারশিপ
👉 বন্ধন ব্যাঙ্কেরও ছাড় নেই! দোষ করায় এই সব ব্যাঙ্কগুলিকে শাস্তি দিল RBI
👉 আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে এসব কিছুই করা যাবে না, নির্দেশিকা জারি করল UIDAI
👉 আইটি তে ৩০ দিনের মধ্যে চাকরি! দক্ষতা থাকলেই ৪০,০০০ টাকা দেবে কোম্পানি
👉 আধার কার্ড কেন নিষ্ক্রিয় হচ্ছে? কেন্দ্রের কাছে জবাব চাইল হাইকোর্ট