বর্তমানকালে ভারতবাসীদের কাছে সবথেকে বড় পরিচয় পত্র হল আধার কার্ড। আধার কার্ড ছাড়া রেশন তুলতে যাওয়া বলুন কি ব্যাংকের কোনো কাজ বা মোবাইলের কানেকশন নেওয়ার সম্ভব নয়। তবে আধার কার্ডটির দ্বারা তখনই অফিসিয়াল কোনো কাজ হবে যখন আপনার আধার কার্ডটি আপনার মোবাইল নম্বরের সঙ্গে লিংক করা থাকবে।
এর আগে কেন্দ্র সরকারের তরফ থেকে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিংক করানো বাধ্যতামূলক বলে ঘোষণা করেছিল। বিস্তারিত তথ্য জানার জন্য আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
কেন আধার কার্ডের সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক
যদি মোবাইলের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকে সেক্ষেত্রে ইউডিআই (UIDAI) কর্তৃপক্ষের দেওয়া বিভিন্ন পরিষেবাগুলির থেকে বঞ্চিত হবেন। আধার কার্ড সংশোধন করতে গেলে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকা অত্যন্ত জরুরী।
আধার কার্ডে দেওয়া ফোন নম্বর হারিয়ে গেলে বা পরিবর্তন হলে কী করবেন?
যদি হঠাৎ করে আধার কার্ডের সাথে সংযুক্ত করা মোবাইল নম্বরটি হারিয়ে যায় সেক্ষেত্রে অন্য মোবাইল নম্বর নিবন্ধিত করা সম্ভব নয়। এই সমস্যার সমাধানের জন্য আপনাকে পৌঁছাতে হবে আপনার নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে।
আধার সেবা কেন্দ্রে কীভাবে মোবাইল নম্বর লিঙ্ক/আপডেট করা হয়?
১) এই কাজটি করার জন্য আপনাকে প্রথমে UIDAI ওয়েবসাইট থেকে আপনার নিকটতম আধার সেবা কেন্দ্র খুঁজতে হবে। এই কেন্দ্রটিকে খুঁজে পেতে ব্যবহার করুন (https://uidai.gov.in)।
২) এই আধার তথ্য আপডেট করার মত গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আপনাকে যে জরুরি নথিগুলি সাথে নিয়ে যেতে হবে সেগুলি হল আপনার আধার কার্ড ও তার জেরক্স কপি, ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার আইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইউটিলিটি বিলের কপি, একটি নতুন মোবাইল নম্বর।
৩) আধার কেন্দ্রে গিয়ে আধার আপডেট/সংশোধন ফর্ম সংগ্রহ করতে হবে আধার কেন্দ্রের কাউন্টার থেকে।
৪) পূরণ করার সময় আপনি যে মোবাইল নম্বরটি নতুন করে আপডেট করতে চাইছেন সেটি অবশ্যই উল্লেখ করবেন। এছাড়াও অন্য কোনো তথ্য আপডেট করতে হলে সেটিও লিখবেন।
৫) আধার কার্ড আপডেট করার জন্য আপনার আঙ্গুলের ছাপ দেওয়াটি বাধ্যতামূলক।
৬) প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আধার সেবা কেন্দ্র কে ফ্রি বাবদ ৫০ টাকা প্রদান করতে হবে।
আপডেট প্রক্রিয়াটি শেষ হওয়ার পর ট্র্যাক করার জন্য একটি রেফারেন্স নম্বর সহ স্লিপ আপনাকে প্রদান করবে। আপনি এই স্লিপটি যত্ন সহকারে রেখে দেবেন। যতদিন না আধার কার্ডটি আপডেট হচ্ছে ততদিন এটি রাখতে হবে। আধার কার্ডের আপডেট প্রক্রিয়ার সমাপ্ত হওয়ার পর আপডেট হতে সময় লাগে ৯০ দিন।
🔥সরকারি চাকরি, সরকারি প্রকল্প-স্কিম, সরকারি ঘোষনা, সরকারি গুরুত্বপূর্ন আপডেট মিস করতে না চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
🔥 আরো গুরুত্বপূর্ণ আপডেট👇👇